![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
আমি মানুষ,আমি সৃষ্টির সেরা জীব
তাইতো দেখনা আমার কর্মকান্ড কতটা আজীব।
.
আমি মানুষ,আমার আছে বিবেক অপদার্থ
আমি মানুষ,সব কাজেই খুজি নিজের সার্থ।
.
আমি মানুষ,দেখাই ফ্রান্স বা নেপালের প্রতি মানবতা
আবার আমিই মানুষ,কানে দেই হাত শুনলে সিরিয়া বা গাজা হত্যার কথা।
.
আমি মানুষ,দেই চলতি বাসে আগুন
আবার আমিই মানুষ,বলি এবার একটু জাগুন।
.
আমি মানুষ,মরি শাপলা বা এভিনিউ এর মোড়ে
আমি মানুষ,লেগে পড়ি এটাকে মিথ্যা বানানোর ঘোরে।
.
আমি মানুষ,দেখাই গরিবের উপর জোর
আমি মানুষ,মনে করি ধনীদের ছাড়া নেই কোন মোড়।
.
আমি মানুষ,দেখাই আমার আছে অনেক কিছু
আমি মানুষ,যাতে সবাই আসে আমার পিছু পিছু।
.
আমি মানুষ,আমার নেই মনুষ্যত্ব
আমি মানুষ,বিশ্বাস করি মানুষের ভুল ত্বত্ত।
.
আমি মানুষ,মিথ্যা আমার সঙ্গি
আমি মানুষ,সত্য বললেই আমি হয়ে যাই জঙ্গি।
.
আমি মানুষ,ছলনায় জয় করি মানুষের মন
আমি মানুষ,হাতিয়ে নেই তাদের অমুল্য ধন।
.
আমি মানুষ,ঠেকাই টাকার তরে মাথা
আমি মানুষ,যার কারনে মেনে বসি যত ভুল প্রথা।
.
আমি মানুষ,বলতে লজ্জা করে ইসলাম আমার ধর্ম
আমি মানুষ,মুসলিম পরিচয়ে করি সব অপকর্ম।
.
আমি মানুষ,কোরান পোড়াই মোকাররমের সামনে
আবার আমিই মানুষ,বলি এই কাজ হলো কেমনে?
.
আমি মানুষ,টাকার জোড়ে জিতে নেই সব
আমি মানুষ,কখনও ভেবে বসি নিজেকেই রব।
.
এতগুলা কাজ করার পরও আমি মানুষ
আদম সন্তান আমার নাম।
.
এই কারনেই আমি দেখাতে পারি
পৃথীবির সব জায়গায় দাম।
.
Muhammad Arju (পথহীন মুসাফির)
©somewhere in net ltd.