নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

......"তৌফিক

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬


একজন লোক ছিল খুব ধার্মিক।৫ ওয়াক্ত নামাজ পড়ত আল্লাহর যাবতীয় ইবাদাত করত।সে ড্রাইবার ছিল।সে একজন হিন্দু মালিকের গাড়ি চালাত।সে ছিল অনেক টাকার অধিকারী।
.
একদিন মালিক ড্রাইবার কে বলল গাড়ি বের করতে যে সে অনেক দূরে সফর করবে।লোকটি তাই করল।কিছুক্ষনের মধ্যে গাড়িটা এনে তারা সফরের জন্য রওনা হলেন।বিকালে রওনা হলেন তাই কিছুদূর যেতে সন্ধ্যা হয়ে এলো।
.
কিছুক্ষনের ভিতর মাগরিবের আজান দেয়া শুরু হলো।আর ওমনিতে ড্রাইবার লোকটির হাত কাপা শুরু করল।মালিক জিনিসটা লক্ষ্য করতে
পারল।তারপর জিজ্ঞাস করলঃ
-ইয়া জালিল! তুমহারা হাত কিউ কাপ রাহা হে?
লোকটি জবাব দিলঃ
-মালিক মাগরিব কা আজান যো দে রাহা হে।
২ মিনিট পর লোকটির হাত আরো জোড়ে কাপতে শুরু করল।এবার গাড়ি এদিক সেদিক যেতে লাগল।
তাই মালিক আবার জিজ্ঞাস করলঃ
-আব কিউ কাপ রাহা হে?
লোকটি বললঃ
-নামাজ কা ওয়াক্ত যো হো গায়া হে?
মালিক এক্সিডেন্টের ভয়ে লোকটিকে নামাজ পড়তে যেতে বলল।লোকটি খুশি হয়ে গেল।তারপর গাড়ি সাইডে রেখে মসজিদে নামাজের উদ্দেশ্যে গেল।
.
লোকটি নামাজ পড়ে আল্লাহর জিকির শুরু করল। অতঃপর ৩৩ বার সুবহানআল্লাহ ৩৩ বার আল হামুদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আঁকবার পড়া শুরু করল।ওইদিকে মালিকের দেরি হয়ে যাচ্ছে তাই রেগেমেগে মসজিদের সামনে দাড়িয়ে জোড়ে বলতে লাগলঃ
.
-হে জালিল!কিস তাকাত নে তুমহে এক মিলিনিয়ার কো ওয়েট কারাকে মাসজিদ মে বান্ধ কার রাক্ষা হে?
.
লোকটি মনে ব্যাথা পেল।তারপর জিকির শেষ
করে মালিকের উদ্দেশ্যে বললঃ
মালিক! উসি তাকাত নে মুঝহে ইস মাসজিদ মে বান্ধ কার রাক্ষা হে জিস তাকাত নে আপ যেসে মিলিনিয়ার কো মাসজিদ মে আনে কি
তাউফিক নেহি দিয়া।
.
কথাটা শুনে লোকটি লজ্জা বোধ করল তারপর
গিয়ে গাড়িতে বসল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.