নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

"একটু হাসি একটু কান্না"

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

হাসি আর কান্নার মধ্যে একটা অদ্ভুত মিল আছে।প্রাকৃতিক দিক দিয়ে কি না তা জানি না।একে অপরের পরিপুরক।আর এটা আপনাকে মানতে হবে।উদাহরন দিতে গেলে বলা যায়,একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটা ভূমিষ্ট হয়েই জোড়ে চিৎকার করে কান্না করে।আর বাকিরা জন্মের খুশিতে হাসে।
.
সেই থেকে শুরু হয়ে যায় হাস-কান্নার যাত্রা।মৃত্যুর আগ পর্যন্ত এই যাত্রা মানুষের সজ্ঞি হয়।একটা জিনিস লক্ষ্য করবেন সর্বপ্রথম আপনি কাঁদেন কিন্তু বাকিরা হাসে।হয়তোবা আপনার জন্মের সময় যারা হাসে তারা আপনার মৃত্যুর সময় থাকে না কিন্তু সেদিন অনেকেই কাদে।এটাকে বলতে পারেন দেনা-পাওনা।কারন আপনি জন্মের সময় কেদে পৃথীবির কাছে পাওনা হয়েছিলেন একটু কান্নার।আর মৃত্যুর সময় তা পৃথীবি আপনাকে দিয়ে দেয়।
.
হাসি আর কান্নার মাঝে কোন তফাৎ থাকত না যদি শুধু চোখে জল না আসত।এই কারনেই একে কান্না বলে।কারন খেয়াল করলে দেখবেন কেও অট্ট হাসি দিলে আওয়াজ টা শুনে বুঝা যায়।আর কান্নাতে জোড়ে জোড়ে কাদলে তা অনেকসময় হাসির মতোই বুঝা যায় যদি চোখে জল না আসে।
.
হাসি আর কান্না একই।ছোটবেলায় যখন প্রথম কাদলেন তখন তো চোখে আসে নি।ওই যায়গায় যদি কোন বড় মানুষ অট্ট হাসি দেয় আর তা আপনার সাথে অবশ্যই মিলবে।এই বিষয়কে কেও না মানতে পারবে না।
.
কথা উঠতে পারে তাহলে কান্না করলে চোখে জল আসে জেন?ওইটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে।আপনি যদি ইচ্ছা করেন চোখে জল এনে কাদবেন না তাহলে কখনও চোখে জল আসবে না।অনেক সময় হাসতে হাসতে চোখে জল এসে পরে।এখন এটাকে কি বলবেন কান্না না হাসি।অবশ্যই হাসি বলবেন।আবার কখনও কাঁদতে কাঁদতে হেসে দেন।খেয়াল করবেন জলগুলো হাসতে গেলে উধাও হয়ে যায়।আর তখন ওটাকে কি বলবেন কান্না না হাসি।এটাকেও হাসিই বলবেন।কারন এখন আপনার চোখের জল নেই আর কান্নার মাঝেও হাসির ঝলক দেখা যাচ্ছে।
.
সত্য বলতে হাসি আর কান্না একই।২ টার মধ্যে পার্থক্য শুধু চোখের জল।কেও একজন বলেছিল কান্না যদি চোখের সৌন্দর্য হয় তাহলে হাসি মুখের সৌন্দর্য।একটু কারেকশন করি "হাসি চোখ এবং মুখ দুটারই সৌন্দর্য"।এই উক্তিটা শুধু তাদের জন্যই যাদের আবেগ আর বিবেক দুটোই আছে।কারন আবেগপ্রবণ মানুষগুলা শুধু কাদে আর বিবেকওয়ালা মানুষ হাসে।এই ২ প্রকার মানুষও কিন্তু বিপরীত টা করে।কিন্তু তা ক্ষনিকের জন্য।
.
উৎসর্গ:তাসফিয়া শ্রুতি সুমনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.