নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

সহজ শিকারোক্তি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

কেও একজন বলেছিলঃ
.
"জিবনে আপনি যাদের বেশি ভালবাসবেন
কারনে অকারনে তারাই আপনাকে বেশি কষ্ট দিবে
বা কাদাবে"।
.
এই কথাটা যে বলেছিল তার নাম আমার মনে নাই।কিন্তু তাকে ধন্যবাদ।এই কারনে যে তিনি জিনিসটা আমাকে ভাবিয়েছেন।আজ তার প্রমান ও পেলাম।আপনি যাদের নিজের সর্বত্র দিবেন তারা অবহেলা করবেই।কারন তারা জানে যে আপনি তাদের উপর দুর্বল।আপনি বারবার ফিরে তাদের কাছেই যাবেন।আর এটা ১৬ আনা সত্য।আপনিই ভেবে দেখুন যাদের আপনি যাদের আপন ভাবেন তারা যদি অবহেলা করে বা দুঃখ দেয় তাহলে কি তাদের থেকে দূরে যাবেন।নিশ্চই না।তাই এই কাজটা এখন অনেকখানি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
.
এটা একটা বৃত্তের মতো হয়।যেমনঃআপনি যার পিছে ছুটছেন সে আরেকজনের পিছে।ওই লোক আরেকজনের পিছে তার পিছে আরেকজন আর তার সামনে আপনি।কিন্তু কেও পিছে ফিরে চায় না।কারো ডাকে কেও সাড়া দেয় না।সবাই ভাবে "আরে ধুর পিছেরটায় তো আমারে ভালইবাসে।অবহেলা করলে কি অইব।আমার কাছেই আইতে হইব"।অনুরুপ ভালবাসার মানুষটি যাকে চায় সেও একি কথা ভাবে।আর এভাবেই চলতে থাকে বিষয়টা।
.
কিন্তু যখন মানুষটা বুঝতে পারে যে ওনার লাইফে আমার দাম নেই তখনি লোকটা বৃত্তের দৌড়াদৌড়ি থেকে বেরিয়ে যায়।আর ওই মানুষের জায়গায় কেও তখন ব্যাকআপ হিসেবে আসে না।আর সামনের লোকটি পিছনের লোকটার না থাকার জন্য টালমাটাল হয়ে যায়।এমন অবস্থায় তার সামনের জনও ছেড়ে চলে যায়।আর তখনি পিছে থাকা মানুষের গুরত্ত বুঝতে পারে।কিন্তু ততক্ষনে দেরি যায়।আর সে কখনও সামলে উঠতে পারে না।
.
একটা জিনিস খেয়াল করলাম।যাদের লাইফে বেশি দাম না দিবেন তারাই আপনার সবচেয়ে বেশি মায়ার পাত্র হবে।তারা কিভাবে যেন বুঝে যায় কি থেকে কি হয়েছে।যদিও নিজের আপন মানুষ সামনে দাড়িয়ে থাকে তবুও তারা কিচ্ছু বুঝে উঠার আগেই ওরা বুঝে উঠে।কেন এটার উত্তর আজ অব্দি পেলাম না।
.
ছোট একটা ঘটনা বলিঃ
আজ সন্ধ্যায় কোন একটা বিশেষ কারনে মনটা খারাপ হয়ে গিয়েছিল।যাদের আপন ভাবি তাদের কৃত্যকর্ম নিয়েই।তাই সাইডে বসে রইলাম।হঠাৎ এক ছোট ভাই এসে বললঃভাই মনটা কি খারাপ।চুপ কইরা বইসা আসো?ওরে না করলাম যে মন খারাপ না এমনেই।একটু পর এক বন্ধু জিজ্ঞাস করলঃকিরে কি হইসে?ওর সাথে কিন্তু আমার ওমন সম্পর্ক নেই যেমনটা আমার ভালবাসার মানুষদের সাথে আছে।তো মুচকি একটা হাসি দিলাম।আফসোস করে যে যাদের জন্য মন খারাপ তারাই কিছু বল্লো না আর যাদের এত্ত ভালবাসি না তারা মনের খবর বইলা দিল।
তাই আজকে আমার এই লিখাটা যার সত্যতা পেয়ে আপনাদেরকেও বললাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.