নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ও হাসির রনক্ষেত্র

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

ভালবাসার মানুষগুলা কেমন জানি অদ্ভুত প্রকৃতির হয়।মাঝে মাঝে হৃদয়ের ব্যাথাগুলা লুকিয়ে মুখে একটা হাসির ইমো ফুটায়।ফেসবুক জগৎ এ নয় বাস্তব জগতেই।বুকটা কষ্টে চৌচির হয়ে যায় গলাটা শুকিয়ে যায়।ঢোক গিলতে গিলতে হাসি দিয়ে বসে।যেনো খুব সুখে আছে।
.
সবাই বলে প্রেম আবেগি।হ্যা কিন্তু সবার ক্ষেত্রে নয়।ছেড়ে যাওয়ার পর অনেকে নিরবে কাদে।কিন্তু কাদা কাদি দিয়ে যদি দুঃখ কমানো যেত তাহলে কেও পৃথীবিতে হাসতই না।কারন সবার জিবনেই কষ্ট আছে।তাই বলে তো আর কেদে সমাধান করা যাবে না।যারা কষ্টগুলাকে হাসির পিছনে দাবিয়ে রাখতে জানে তারাই ভালবাসতে জানে আর মূল্যও বোঝে।
.
আবেগের বশে অনেকগুলা প্রেম করা যায় কিন্তু আবেগের বশে সত্যি করে কাওকে ভালবাসা যায় না।সবাইকে দেখায় যে তাকে ছেড়ে গেছে তাকে সে ভুলে গেছে।কিন্তু না গল্পটা এখানে থামে না।গল্পের ইতি এখানেই টানা হয় না।যখন থেকে ছেড়ে যাওয়ার যাত্রা শুরু হয় তখনই আরেকটা যাত্রা শুরু হয়।একা ভালবাসার।সবার মাঝে হাসিখুশি থেকেও মনের মানুষের হাসি দেখতে খুব ইচ্ছে করে।তাই যখন সে সামনে দিয়ে যায় সবার মাঝে কথা বলতে বলতে আড় চোখে চেয়ে দেখে সে হাসি দিলো নাকি?তার হাসিটা কি আমার সাথে থাকার চেয়েও সুন্দর হয়েছে নাকি?
.
সে সত্যিই ভেবে নেয় সুখে আছে তাই গভির একটা নিশ্বাস ফেলে সেও একটা মুচকি হাসি দেয়।মাঝে মাঝে গভির রাতে একা একা হাসে।যখন তার সাথে কাটানো কিছু সুন্দর মূহুর্ত মনে পড়ে।হাসতে হাসতে পরক্ষনেই হাসিটা বন্ধ হয়ে যায়।তারপর আবার হাসে এবারের হাসিটা তার ছেড়ে গিয়ে সুখে থাকার জন্য দেয়।সেই সময় মোবাইলে থাকা ঠান্ডা গান অথবা কোন বান্ডের গান ছেড়ে হেডফোন কানে গুজে নেয়।তারপর মনের সুখে গানের সাথে তাল মিলায়।
.
ছেড়ে যাওয়া লোকটি যা পছন্দ করত তা এখন বড্ড বেশি ভাল লাগতে শুরু।সে যদি কিছু দেয় তা খুব সামলিয়ে রাখে খুব যত্ন করে।মাঝে মাঝে পাগলের মতো ওই জিনিসটার সাথে কথা বলা শুরু করে।যদিও উত্তর দেয় না তারপরেও নিজের মন যা বলে ওইটা ওই জিনিসের ভাষা মনে করে অনেকক্ষন খোশ গল্প করে।তারপর জিনিসটা তার জায়গায় রেখে আবার নরমাল হয়ে যায়।এই কথাগুলা কিন্তু কাওকে বলে না কারন লোকে পাগল বলবেই।
.
এমন কোন কথা নেই যে তাদের জিবনে আর কেও আসে না।তাদের জিবনে অনেকেই আসে কিন্তু ছেড়ে যাওয়া লোকটির মতো কেও আসে না।আসলেও তার মতো ভালবাসতে পারে না।একাকি জিবনটা তারা খুব বেশি ইনজয় করতে থাকে।সবসময় হাসি তামাশায় মেতে থাকে সাথে অন্যদেরও সজ্ঞি করে নেয়।এক পর্যায়ে যদিও ছেড়ে যাওয়া মানুষটি আসে তাহলে তাকে জিবনে আর জায়গা দেওয়া হয় না।কারন তার যায়গায় এখন অনেকগুলা হাসি আর দুঃখ বন্ধুত্ত করে নেয়।যার হিসেব ডায়েরির পাতায় জমা থাকে।
.
তাই বলছি হাসতে থাকুন আর হাসাতে থাকুন।আপনার লাইফে এখন যারা আছে তাদের প্রাধান্য দিন।যে আপনাকে ছেড়ে দিয়েছে সে তো কখনও ভালবাসেই নি।আর যারা ভালবাসছে তাদের যদি ভাল না বাসেন তাহলে ওইটা বেইমানি হয়ে যায়।মনের মাঝে দুইটা শব্দ টিকিয়ে রাখুন "স্মাইল এগেন এন্ড এগেন" "আর লাভ ফর এল"।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোবাসা কি যুক্তি মানে? তবে যারা ভালোবাসে তাদের মূল্যায়ন হোক, কেউ অবহেলা না পাক।

বানানে যত্নশীল হবার অনুরোধ রইলো।ভালো থাকবেন।

২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

মুহাম্মাদ আরজু বলেছেন: বানানটা ইচ্ছে করেই এমন হয়।কী বোর্ড পাল্টাতে ভাল লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.