![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
.
গত ২ দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি।
জিনিসটা হলো এই রকম যে কিছু লোক ঢাকার
ইসলামপুরের মুয়াজ্জিন এর হত্যার প্রতিবাদ
করতে বলছেন এজ লাইক তনু হত্যার প্রতিবাদের
মতো।তাদের প্রতি আমার আক্ষেপ জাগছে।কারন
আমি বুঝতেই পারছি না তারা কিসের সাথে
কিসের তুলনা করছে?
.
আপনাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে,তনু
হত্যার মতো মুয়াজ্জিনের হত্যার প্রতিবাদ
সবাইকে করতে হবে না কারন সবাই এই হত্যার
প্রতিবাদ করার যোগ্য না।তনু হত্যায় কেউ মা
কেউ বোন কেউ ভাই কেউ বাপ হয়ে প্রতিবাদ
করেছিলেন।যাক খুব ভালো কথা।একজন মেয়ের
প্রতি আপনাদের সহমর্মিতা দেখে খুব ভালো
লাগলো।কিন্তু এখন আপনারা মুয়াজ্জিনের
মসজিদে হত্যার ব্যাপারে আওয়াজ তুলতে
পারবেন না।এর প্রধান কারন হলো তিনি মুসলিম
তারপর তিনি পুরুষ।পুরুষদের প্রতি সহমর্মিতা
দেখায় এমন লোক খুব কমই আছে।তার উপর যদি
মুসলিম হয় তাহলে তো ভ্রু-ক্ষেপ হয়ে যাওয়াটাই
স্বাভাবিক।
.
কিন্তু এটা প্রধান কারন নয়।মুয়াজ্জিনের হত্যার
প্রতিবাদ না করার প্রধান কারন হলো সবাই এর
যোগ্য না।কারন মুয়াজ্জিনের মাকাম এত্ত উচু যে
এই ধরনের লোক দেখে শুধু ভ্রু-ক্ষেপই করতে
পারবে এছাড়া আর কিছুই করতে পারবে না।
মুয়াজ্জিনের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে।
আর এর প্রতিবাদ আল্লাহ ওয়ালা লোকেরাই
করতে পারে।যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে
তারাই তো করবে রে ভাই।ওনাদের আপনারা কেন
ডিস্টার্ব করছেন যে,"তনু হত্যার বিচার চাইলেন
এখন এই মুয়াজ্জিনের হত্যার বিচার চান"।আরে
ভাই তারা তো তনু হত্যার প্রতিবাদেরই যোগ্য।
তারা তো এই মুয়াজ্জিনের হত্যার প্রতিবাদের
যোগ্য হয় নি বিধায় বলে কোন লাভও নেই।
.
একটা ঘটনা বলিঃ এক হুজুর এক জায়গা থেকে
মাহফিল সেড়ে গাড়িতে করে ফিরছিলেন।তো
আসার সময় তিনি গাড়ির জানালা দিয়ে খনিক
সময়ের জন্য দেখলেন এক জায়গায় এক লোক উলঙ্গ
হয়ে বসে রয়েছেন।তার সামনে একটা মোমবাতি
ধরানো আর কিছু লোক টাকা দিয়ে তার
যৌনস্থান ছুঁয়ে দোয়া নিচ্ছেন।তিনি মাথাটা
ঘুরিয়ে নিলেন।তারপর এস্তেগফার পড়ে সাথে
থাকা লোকটিকে জিজ্ঞাস করলেন এখানে কি
হচ্ছে এইসব?লোকটি বললঃ হুজুর এই লোক তো
এইখানের মস্ত বড় পীর।তো তিনি মনে মনে
ভাবলেন আসলেও তো এইসব লোকের জন্য কোন
একজন লোক তো দরকার যে তার লেভেলের।
মোরাল হলো ওই লোক উলঙ্গ হয়ে আছেন আর তার
কাছে যারা যাচ্ছেন তাদের বিবেকও উলঙ্গ।
.
কথা হলো যে যেমন তার টাইপেরও তো একজন
লোক দরকার হয় নাকি?শ্রোতা যেমন বক্তাও তো
তেমনই লাগবে।একজন বিদেশী লোকের সাথে
কথা বলার জন্যও তো তার মতোই একজন লোক
লাগবে।উদাহরণ দেইঃতাহসানের কনসার্টে তো
আর গ্রামের মমতাজের সংজ্ঞিত শোনা
লোকগুলি তো আর বসে থাকবে না।তারা
মমতাজের গানই শুনবে।আর তাহসানের গানকে
বলবে "দূর এইগুলা কি গান গায়?আর যদি
মমতাজের শ্রোতার কেও এসে বসেও তাহলে সে
তাহসানের গান শুনার যোগ্যতা অর্জন করতেই
এসেছে।এতএব তারা মমতাজের সংজ্ঞিত বাদ
দিবেই।কঠিন বাস্তবতা হলো এই যে আপনি যেমন
আপনার কাছে তেমন লোকই জুটবে।এটা আপনি
মানেন বা না মানেন এটা সত্য।
.
কাহিনি টা প্রায় সেম।মুয়াজ্জিনের হত্যার
বিচার সবাই চাইতে পারবে না কারন তারা তার
যোগ্য হয় নি।আর কি ভেবেছেন তনু হত্যার
বিচারের সময় সবাই তাদের পাশে থেকে
কেঁদেছেন আর এই মুয়াজ্জিনের বেলা কেও কাদে
নি?অবশ্যই কেঁদেছে।শুধু তার পরিবার না যারা
তার যোগ্য তারাই কেঁদেছে।এখন কথা হলো
ইমরান এইচ সরকার তো এই হত্যার বিচারের দাবি
জানাতে পারবে না কারন ওর যোগ্যতা নাস্তিক
ব্লগার আর তনু হত্যার মধ্যেই সীমাবদ্ধ আছে আর
থাকবে।
.
যারা নাস্তিক মারলে প্রতিবাদ করে তারাও
নিশ্চই নাস্তিক।কারন অন্যায় যে করে আর সহে
তারা সমান অপরাধী।তেমনি যে নাস্তিকতা
বাদ করে আর যারা সাপোর্ট দেয় তারাও সমান।
এখন কথা হলো মুয়াজ্জিনের হত্যার বিচার সবার
চাইতে হবে না।কারন মুয়াজ্জিনের লোক যারা
তারা চাইলেই হবে।আর মুয়াজ্জিনের
হাসিমাখা মুখ দেখে যা বুঝলাম যে মুয়াজ্জিন
যার লোক সে অবশ্যই বিচার করবে।আর যেনে
রাখা ভালো।মুয়াজ্জিন যার লোক তিনি
মহান,সবাই যদি তার বিরোধিতা করে তারপরেও
তিনি সবার উপরে থাকবেন আর অবিশ্বল সবাই
ধ্বংস হবে।তাই বলছিলাম সবার লাগবে না
আপনি যদি আল্লাহর লোক হন তাহলে আপনিই
যথেষ্ট মুয়াজ্জিনের হত্যার বিচার এনে দিতে।
.
লেখায়-Muhammad Arju (পথহীন মুসাফির)
২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
নব্য রাজাকার বলেছেন: আমাদের চিন্তাবাবনার পরিবর্তন জরুরি ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
মুহাম্মাদ আরজু বলেছেন: @নুরু।মুয়াজ্জিনের হত্যার প্রতিবাদ সবাই করতে পারবে না কারন মুয়াজ্জিনের সাথে আল্লাহর সম্পর্ক আর যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে শুধু তারাই মুয়াজ্জিনের জন্য প্রতিবাদ করতে পারবে।এখন দেখুন কয়জনের সাথে আল্লাহর সম্পর্ক আছে।কম সংখ্যক লোকের সাথে আল্লাহর সম্পর্ক আছে।তাই যারা করে তাদেরটা কম জোড়ালো হয়।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মুয়াজ্জিন হত্যার প্রতিবাদে কোন জোড়ালো
প্রতিবাদ দেখা যায় না, কারণ কি?