![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
আমি পিস টিভির বিপক্ষে না তবুও একটা কথা বলতে চাই,যে চ্যালেনের ডিসক্রিপশনই ভুল সে চ্যালেন সঠিক ইসলাম কি প্রচার করবে?
"পিস টিভি বাংলা,মানবতার সমাধান" মানবতার সমাধান পিস টিভি করে নাকি কোরআন আর হাদিস করে তা কিন্তু বোঝার
ব্যাপার।এখন কথা হইলো অনেকে বলবে "কোরআন আর হাদিসের কথাই তো পিস টিভি তে দেখায়"।তো আপনার প্রশ্ন করতে চাই পিস টিভি তে সপ্রচারিত কয়টা মুফতি বা আলেমের নাম জানেন।বলবেন "শুধু জাকির নায়েকের বক্তব্য শুনি"।তো আপনাদের বলি জাকির নায়েক কোন আলেম না যার কাছ থেকে আপনি ইসলামের সঠিক জ্ঞান পাবেন।
...
তার উপর তিনি আহলে হাদিসের সাথে যোগ দিয়েছেন।"আহলে হাদিস" যারা তারাবি নামাজ ২০ রাকাত থেকে ৮ রাকাত পড়ার ফতোয়া দেন যারা দাড়ি টুপি না রাখলে সমস্যা নাই বলে ফতোয়া দেন তারা ইসলামের
সঠিক প্রচার কিভাবে করে? হ্যা মানলাম তার বক্তব্য শুনে লাখো মানুষ
ইসলাম গ্রহন করছে।এখন কথা হলো যারা ইসলাম গ্রহন করছে তারা তার অন্ধ ভক্ত।তারা মনে প্রানে এটা বিলিভ করে যে জাকির নায়েক
যা বলবে তাই সঠিক।কারন তার কথা শুনেই তো ইসলামের পথে আসা।তো জাকির নায়েক যখন আহলে হাদিসের সাথে যোগ দিলেন তখন আহসে হাদিস ওয়ালারা তার সাথে মিলে
একটা ভুল তথ্য দিবে আর নও মুসুল্লিরা তাই বিলিভ করবে।ফলে তারা পথভ্রষ্ট হবে।
...
অর্ধনগ্ন মহিলার সাথে বসে টক শো করা কোন ইসলাম প্রচারের মাধ্যম হতে পারে না।আপনি যদি চ্যালেনের মাধ্যমে ইসলাম প্রচার করতে
জান আপনাকে ওইখানেই মানায় বাস্তব জগৎ এ আপনার অস্তিত্ব ভিত্তিহীন।আমি জিজ্ঞাসা করছি যতদিন আপনি জাকির নায়েকের বক্তব্য
শুনেছেন তার দুই-তৃতীয়াংশ কি কোন বিজ্ঞ আলেমের মজমায় কাটিয়েছেন? ডঃ জাকির নায়েকের জন্য মনে সম্মান আছে কারন উনি কোরআনকে অপমুক্ত করেছেন। একটা কথা এখনো মনে পড়ে "এক মহিলা তার কাছে প্রশ্ন করেছিলেনঃ আল্লাহ তো সব
করতে পারেন।তাহলে মানুষের রূপে পৃথীবিতে কেন আসেন না?
জবাবে তিনি বলেছিলেঃ বোন আপনায় কে বলল আল্লাহ সব করতে পারে।কোরআনের কোন জায়গায় লিখা নেই যে আল্লাহ সব করতে
পারেন।
...
যিনি আল্লাহর ক্ষমতাকে প্রশবিদ্ধ করেন
তিনি আর যাই হোক ইসলামের প্রচারক হতে
পারেন না।একটা সময় ছিল যখন তিনি খুব সুন্দর
বক্তব্য দিত।কিন্তু সময়ের প্ররিক্রমায় তিনি
ইসলামকে কলুষিত করতে শুরু করলেন।
...
আর এই যুগের ছেলে-মেয়েরা তো আলেমদের উপর তার স্থান বসিয়ে দিচ্ছে।আলেম তো দূরের কথা একজন তো তাকে মহানবী (সঃ) এর উপর উঠিয়ে দিয়েছে।আমার কাছে এর প্রমান আছে।যাতে তার কথা হলো মহানবী (সঃ) ২২ বছর শুরু মক্কা আর মদিনায় ইসলাম প্রচার করেছেন যাতে সোয়া থেকে ২ লাখ মানুষ ইসলাম গ্রহন করেছে।আর জাকির নায়েক ৪-৫ বছর দাওয়াত দিয়ে মহানবী (সঃ) এর থেকে বেশি মানুষকে মুসলিম করেছে।তাই জাকির নায়েক মহানবী (সঃ) থেকে উত্তম।আপনারাই বলুন কেমন অন্ধভক্ত হলে মানুষ এমন কথা বলতে পারে।সর্বশেষ বলব পিস টিভি সারা দুনিয়ার ২০ টি দেশ থেকে নিষিদ্ধ করায় আমি আশ্চর্য বোধ করছি না।
২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩
ইনোসেন্ট ক্রুয়েল বলেছেন: হুজুগে মাতাল মানুষদের কাছ হতে আর কি আশা করা যায় বলেন.।একজন তাকে ভালো বললে অপরজন বিচার বিশ্লেষণ না করেই ভালো বলে ।এমন হলে জাকের নায়েক ইসলাম পালন করতে না করলে তারা তাও করতে প্রস্তুত হবে মনে করা অদ্ভুদ কিছু নয়।
৩| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
আমি মুরগি বলেছেন: ১। গ্রামিন ফোনের ডায়লগ মনে আছে?, দুরিত্ব যতই হোক কাছে থাকুন। আমার সবচেয়ে কাছে তো আমার মা থাকে, গ্রামিন ফোন কি থাকে?? প্রত্যেক টিভি চ্যানেল এরও ডায়লগ আছে। রেডিওরও ডায়লগ আছে। উনার টিভি চ্যানেল এর ডায়লগ , "আসেন নাচি" হলে আপনি খুব খুশি হতেন মনে হচ্ছে।
২। আলেম কাকে বলে ভাই এখটু জানতে চাচ্ছিলাম। আপনি যদি একটু উদাহরন সহ এবং কয়েকটা আলেমের নাম বলতেন খুব উপকার হত। জাকির নায়েকের কাছ থেকে সঠিক জ্ঞান পাওয়া যাবে না?? উনিতো কোরাআনের আয়াত দিয়ে কথা বলেন। আয়াতও বলে দেয়, মিলিয়ে নিতে পারেন ভাই।
৩। তারাবীহ নামাজ উনি ৮ রাকাতই তা বলেন নি। ইউটিউবএ ভিডিওটা এখনও আছে, আবার ভাল করে দেখুন।উনি হাদিসের দলিল পেশ করেছেন, তাতে দেখাগেল নবিজী ৮ রাকাত আর ৩ রাকার বেতের পড়েছেন। কেউ যদি ৮ রাকাত ১০, ২০,১০০ পড়ে কোন সমস্যা নেই। কিন্তু শেষে ৩ রাকাত বেতের পড়তে হবে। আমি নিজেও ২০ রাকাত, মাঝে মাঝে ৮ রাকাত পড়ি। আর উনার বক্তব্য শোনার আগেই আমি বুখারি শরিফে হাদিসটা পড়েছি। ভাই বোধহয় কোনদিন বুখারি হাদিস পড়েন নি। একটা কিনতে পারেন বা পিডিএফ ও নামাতে পারেন।
৪। ভাই আপনাকে কে বলেছে আল্লাহ সব পারেন? আল্লাহ অপবিত্র হতে পারেন না, আল্লাহ অঙ্গীকার ভংগ করতে পারেন না!
৫। যারা বলেছে উনি রাসুল (sm) এর চেয়ে উপরে তারা অবস্যই খারাপ বলেছে ভাই। তাদের বুদ্ধিটা আর লজিকটা আপনার মতই অনেকটা।
*** ভাই, বাংলা কিবোর্ড দিয়ে লিখা শিখে যা কিছু লিখে কোথাও পোষ্ট করাকেই ব্লগ বলে না। গায়ের জোরে কোন কিছু আন্দাজে বলাকেই কথা বলে না। জাকির নায়েকে ভাল লাগতে হবে এমন কোন কথা নেই। যার যার ব্যাক্তিগত ব্যাপার এটা। কিন্তু ভুল তথ্য ছড়ানো কি ঠিক?? ( আমারো অনেক ভুল হতে ধরিয়ে দিলে কিংবা ক্ষমার চোখে দেখেলে খুশি হব।)
৪| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
মুহাম্মাদ আরজু বলেছেন: @জ্ঞানী।মাযহাবি বলতে কোন ধরনের আলেমদের বুঝিয়েছেন।
৫| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
আহলান বলেছেন: সুন্দর বলেছেন
৬| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
কিংকর্তব্যবিমূঢ়-২০৯৩ বলেছেন: জাকির নায়েক কখনই নিজের মুখে বলেনি যে তিনি পন্ডিত বা আলেম। তিনি সবসময় নিজেকে comparative religion এর ছাত্র হিসাবে তুলে ধরেন। তবে, তার জ্ঞানের পরিধি বিজ্ঞানী বা আলেমের থেকে কম নয়।
৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যস ব্যস। অনেক হইছে। খোঁড়া যুক্তি। আজাইরা একটা মানুষ জনপ্রিয় হই নাই...
৮| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৮
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: আমি মুরগি @ ভাই এর কমেন্ট-ই আমার কমেন্ট .। লেখক @ কিছু লেখার আগে ভালো করে ঘাটাঘাটি করে লিখবেন প্লিজ।
৯| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩
মুহাম্মাদ আরজু বলেছেন: @আমি মুরগি @আবদুল্লাহ খান।
১:আপনার যুক্তি দিয়েই আপনাকে বুঝাই।গ্রামিন ফোন বলে কাছে থাকুন এর ধারা তারা কি বুঝাতে চেয়েছেন?গ্রামিন ফোনের রেট ভালো যার ধারা আপনি আপনার আপনজনদের সাথে কথা বলে তাদের পাশে থাকতে পারেন।তাদের ক্ষেত্রে এডটা মানায়।কিন্তু পিস টিভি কিভাবে বলে "পিস টিভি বাংলা,মানবতার সমাধান।কোন যুক্তিতে তারা বলে এটা।ভাই মানবতার সমাধান ইসলামের প্রতিটা বিষয় করে থাকে কোন টিভি চ্যানেল মানবতার সমাধান করতে পারে না।যদি পিস টিভির মানবতার সমাধান ব্যাখ্যাকে আপনি সঠিক মনে করেন তাহলে আমিও "জীবন মানে জি বাংলা ধরতে পারি।
২:ভাই আলেম হলো যারা তার সর্বস্ব আল্লাহর রাস্তায় থেকে দীনি শিক্ষা গ্রহন করে ইসলামকে মানবতার জন্য খরচ করে।আর আলেমদের নাম শুনতে চান তাহলে শুনুনঃ ১:বর্তমানে পৃথীবির প্রথম আলমে দীন কাবা শরিফে যিনি নামাজ পড়ান।এবং কাবা শরিফে মোট ৫ জন লোক নামাজ পড়ায় যার মধ্যে একজন বাংলাদেশি আছে।২:বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লামা সাঈদি যিনি সৌদি আরবের প্রেস কনফারেন্সে পৃথীবির ৩০ জন আলেমের মধ্যে একজন।৩:পীর সাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম।যাকে সৌদিতে ভুলবশত আটক করায় সৌদির ধর্মমন্ত্রী বাংলাদেশে এসে ক্ষমা চেয়ে যায়।৪মুফতি আবু সাঈদ।যার কাছ থেকে বয়ান শুনার জন্য পৃথীবির ১৪ টি দেশ একসাথে আবেদন করে।৫:জুনায়েদ বাবুনগরী।যিনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নির্যাতিত হন।আর ভাই আমি বলি নাই জাকির নায়েক খারাপ কথা বলে।কিন্তু তিনি আল্লাহ ওয়ালা হতে পারবেন কোন আলেম না।উদাহরণ আল্লামা ইকবাল।যাকে আল্লাহ ওয়ালা বলে সবাই আলেম না।তিনিও ডঃ ছিলেন।
৩:মহানবী (সঃ) তারাবি নামাজ ৮ রাকাত পড়তেন কিন্তু এই আট রাকাতেই অনেকগুলা বড় সূরা দিয়ে শেষ করতেন।যা দিয়ে কোরআন খতম করতেন কিন্তু ৮ রাকাত করে পড়ে কোরআন খতম করা সাধারন মানুষের পক্ষে সম্ভব না।আর মহানবী (সঃ) তার করা কাজ থেকে বেশি নির্দেশ কৃত কাজে ধ্যান দিতে বলেছেন।কারন অনেক সময় মহানবী (সঃ) ৩০ রোজা বিনা পানাহারে কাটাতেন।যখন সাহাবারাও একই কাজ করতে চাইলেন তিনি বারন করেছেন আর বলেছিলেনঃ আমি পানাহার করি।আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আমাকে খাইয়ে দেন।এখন মহানবী (সঃ) এর কথার অনুসরন আর ব্যাখ্যামতে তারাবি নামাজ ২০ রাকাত দাড়ায়।আর আপনি তা ১০০ রাকাত করতে পারেন না।
৪:ওইখানে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝিয়েছেন।অপবিত্রতা আল্লাহর শানের বাইরে।আল্লাহ এমন কোন কাজ করেন না যা তার শানের বাইরে যায়।আর আপনি যে জাকির সাহেবের অন্ধভক্ত তা বুঝতে পেরেছি।তিনি যদি তিনি কিছুদিন পর বলে কৃষ্ণা আমাদের ঈশ্বর তাও মেনে নিবেন।
তর্ক করতে চাই না কিন্তু যুক্তি ছাড়া আমি কিছু লিখি না।
১০| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫
মুহাম্মাদ আরজু বলেছেন: @২০৯৩।অনেক বিজ্ঞানী কোরআন নিয়ে গবেষনা করেন সাথে আয়াতও বলতে পারেন।তাদেরও কি আমরা আলেম বলব?
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০
অচল জ্ঞানী বলেছেন: মাযাবাী আলেম রা পিস টিভিতে কি করে?