![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
"বাংলাদেশ,মোস্ট ডেন্সিটলি পপুলাস কান্ট্রি,নেভার ওন আ মেডেল ইন অলিম্পিক"
কে বলেছে জানেন?একজন ব্রাজিলীয় কমেন্টেটার।
আপনার ছেলে-মেয়েকে ব্যাগের ভিতর ১৩ টা বই দিয়ে কাধে ঝুলিয়ে দিন।সকাল ৯ টা বাজে ঘর থেকে বের করে সাথে এটা বলবেন "লাইফ ইজ আ রেস,যদি না দৌড়াও তাহলে অন্য কেও তোমাকে ছাড়িয়ে যাবে।
...
আর ঘরে বসে বসে বাংলাদেশের জায়গায় জায়গায় হার দেখে বলবেন "ইসস!!কেন যে এইগুলারে নিয়ে যায়।কিচ্ছু পারে না।
সবাই নিজের ছেলে-মেয়েদের "আলবার্ট আইন্সটাইন" "বিল গেটস" বানানোর চিন্তা করে।আর অলিম্পিকে বা অন্য কোন জায়গায় উসাইন বোল্ট বা মাইকেল ফেলিপস এর মতো স্বর্ন পদক পাওয়ার চিন্তা করে।
...
কি অদ্ভুদ বিষয়?সবাই নিজের ছেলেমেয়েদের ভবিষৎকে নিয়ে চিন্তিত।আর যারা দেশের জন্য অন্য কোন জায়গায় যায় তাদেরকে হেয় করার যোগ্যতা কিভাবে রাখে এইসব মানুষ।
গোল্ডেন না পেলে বুয়েটে চান্স পাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না ভেবে সারাদিন নিজের ছেলেমেয়েদের চাপের উপর রেখে কিভাবে ওই ছেলেমেয়েদের দিয়ে স্বর্নপদক আশা করেন।লজ্জা করার কথা।আর আপনারা নিজের দেশের বদনাম করে বেড়ানোর ভিতর খুব পটু।
যদি আপনার ছেলেমেয়েদের মতো সবাই গোল্ডেনের আশায় লেগে রয়েছে।এর বাইরে যারা দেশের জন্য অলিম্পিক বা অন্য কোন প্রতিযোগীতায় অংশ নেয় তাদের সম্মান করা উচিত।কারন আপনার ছেলেমেয়েদের উপর কথাকথিত গোল্ডেনের চাপ আর ওই ছেলেমেয়েদের উপর পুরো দেশের সম্মানের চাপ।তারা লড়ে যাচ্ছে এটাই অনেক কিছু।আপনার দেওয়া ব্যাগের বোঝা নয় তাদের উপর সম্মানের বোঝা।তাদের সম্মান দিতে শিখুন আর বিশ্বাস রাখুন তারা অবশ্যই একদিন পারবে।
...
আর যদি আসলেই আপনার ছেলেমেয়েদের আলবার্ট আইন্সটাইন বা বিল গেটস বানাতে চান তাহলে তাদের মা-বাবার মতো ব্যবহার করুন।তাদের মা-বাবার কারনেই তারা এত উঁচু পর্যায়ে।তাদের মা বাবারা কখনো তাদের উপর এত উচ্চ প্রত্যাশা বা চাপ দেয় নি যার কারনে তারা সেরা।আর আপনাদের প্রত্যাশার হার অনেক বেশি যার কারনে আপনার ছেলেমেয়ে ব্যর্থ হয়।
©somewhere in net ltd.