নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

যে যেমন তার ভাগ্যে তেমনই জুটবে

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮


"নিশ্চই মুমিনদের জন্য পতিতা নারী হারাম করা হয়েছে"
.
আগেই বলে রাখা ভাল যে পতিতা একটা শব্দমাত্র এটা শুধু নারীদের উপরই না পুরুষদের উপরও গচ্ছিত হতে পারে।খারাপ কাজকর্মকে পতিতা বলা হয়।
পতিতা কোন মানুষকে না তার কাজকর্মকে বোঝানো হয়।উপরের আয়াত শুধু নারী সম্প্রদায়কে পতিতা বোঝানো হয় নি।কারন উল্লেখিত আছে যে "মুমিনদের জন্য" পতিতা নারী হারাম।এখন কথা হলো কেউ যদি নারীদেরই পতিতা বলে থাকে তাহলে হবে না।কারন মুমিন নারীরাও হয়।এখন আয়াতের ব্যাখ্যা অনুযায়ী মুমিন নারীদের জন্যও পতিতা পুরুষ হারাম করা হয়েছে।
...
আয়াতটি আরো গভিরভাবে দেখলে বুঝা যায় যে যেই রকম হবে তার জন্য ওইরকম মানুষই বরাদ্দকৃত থাকবে।যদি কেউ খারাপ হয় তাহলে তার ভাগ্যে অবশ্যই খারাপ কেউ হবে।আর ভাল হলে অবশ্যই ভাল কেউ থাকবে।এখন আমি ৩ টা ঘটনা বলি যা প্রেমের পর্যায়ে পড়ে।কিন্তু এটাকে আমি উদাহরন হিসেবে ব্যবহার করছি।
...
[১]
একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেমে জড়ায়।প্রথমে ভালই চলছিলো প্রেম।এস,এস,সি পরিক্ষার পর পর ঘটনাটি ঘটে।মেয়েটি একটু শ্যামলা টাইপের ছিল আর ছেলেটি এস,এস,সি পরিক্ষায় ভাল গ্রেড পেয়ে পাশ করাতে ওই মেয়েটার থেকেও সুন্দর মেয়েরা বা হাই স্ট্যান্ডার্ড মেয়েরা ছেলের পিছে ঘোরা শুরু করে।মানুষ নতুনত্বের পূজারী বিদায় নতুন নতুন মানুষদের আনাগোনা দেখে ছেলেটি মেয়েটিকে বলেছিল তার পরিবারের সমস্যা হচ্ছে আর পড়ালেখার চাপও তার উপর আছে তাই মেয়েটার সাথে সম্পর্ক রাখা তার কাছে পসিবল হবে না।
...
[২]
একটা মেয়ে দেখতে সিম্পলের ভিতর খুব সুন্দর ছিল।একটা ছেলে মেয়েটাকে খুব পছন্দ করতো।এমনকি মেয়েটার পিছনে ছেলেটা অনেক ঘোরে।মেয়েটা পাত্তা দিতো আবার দিতো না।অবশেষে ছেলেটা মেয়েটাকে এক জায়গায় আটকিয়ে জিজ্ঞাস করে তাকে ভালবাসে কি না?মেয়েটি উত্তর দিয়েছিল তার পক্ষে প্রেম-ট্রেম করা সম্ভব না।সে কোনদিন কারো সাথে প্রেম করবে না।
...
[৩]
এখন ঘটনা-১ এর ছেলেটা ঘটনা-২ এর মেয়েটার সাথে প্রেম করে।সত্যি বলতে খুব বেশি ভালবাসে।দুইজনই একে অপরের পরিপুরক।কিন্তু কথা হলো দুইজনই মিথ্যাবাদী ছিল।
...
এখন কথা হলো উপরের দুইটা ঘটনার দুই ছেলেমেয়েই মিথ্যাবাদী ছিল।যার কারনে তাদের মিল আল্লাহ করিয়ে দিয়েছে আর অবশিষ্ট যে দুই ছেলেমেয়ে আছে তারা বড় প্রতারনার হাত থেকে বেচেঁ গেছে।এখন সবাই সবার জায়গায় সুখি আছে।আল্লাহ যে যেমন তার ভাগ্যে ঠিক ওইরকম মানুষই রাখে।এটার ভিতর ষোল আনা বিশ্বাস করতে হবে।আমি উপরের ঘটনার ছেলে মেয়ে দুইজনকে খারাপ বলছি না কিন্তু তারা দুইজনই মিথ্যা বলেছিল যার কারনে এখন তারা দুইজন মিলে গেছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

অগ্নি সারথি বলেছেন: বিশ্লেষন সেইরাম হয়েছে তয় পতিতা নারী আর ঘটনা-১ এর ছেলেটা ঘটনা-২ এর মেয়েটার সম্পর্কডা কিলিয়ার না। আইচ্ছা ইসলামে প্রেম কি জায়েজ না নাজায়েজ? প্রেম কি তাইলে আল্লাহ করায়া দেয়? যেহেতু ঘটনা-১ এর ছেলেটা ঘটনা-২ এর মেয়েটা মিত্তা বলেছে সেহেতু তাদের উপযুক্ত শাস্তি তারা পেয়েচে। ঠিকাচে, হাত তালি।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭

মুহাম্মাদ আরজু বলেছেন: @অগ্নি।
আমি প্রথমেই বলে নিয়েছি জিনিসটা আমি উদাহরণ হিসেবে লিখেছি।এখন মিথ্যাবাদীর সাথে মিথ্যাবাদী পড়েছে এটা ভালো না খারাপ পড়ে বুঝা যাবে।কারন তাদের শুরুর বুনিয়াদ মিথ্যা দিয়ে শুরু হয়েছে।আর মিথ্যা দিয়ে শুরু করার জিনিসের শেষ ভাল হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.