নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথাই বুঝি \"হয়ত প্রতিবাদ করো নয়ত মরো\"

মুহাম্মাদ আরজু

একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।

মুহাম্মাদ আরজু › বিস্তারিত পোস্টঃ

"এদেশে সুন্নি ট্যাগধারিরা জঙ্গিবাদের সৃষ্টি করে"

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

গুলশান হত্যাকান্ড শুধু হত্যাকান্ড ছিল না এটাতে লুকায়িত অনেক প্রশ্নের জবাব পাওয়া গিয়েছিল।সরকার ও তার মন্ত্রী পরিষদের লোকজন প্রায়শই দেশে জঙ্গিবাদের জন্য দায়ি করতেন আমাদের দেশের কওমি ভিত্তিক মাদ্রাসাগুলোকে।গুলশান হত্যাকান্ডের পরে সবাই জানতে পেরেছিল এদেশে জঙ্গিবাদের আস্তানা কওমি মাদ্রাসাগুলো নয় বরং স্কুল-কলেজে পড়ুয়া ছাত্ররা এদেশে জঙ্গিবাদের সৃষ্টি করেছিল।তাদের প্রশিক্ষক কোন কওমি মাদ্রাসার শিক্ষক ছিল না তাদের প্রশিক্ষক ছিল বিদেশ ফেরত মাস্টারমাইন্ড লোকজন।এই বিষয়টা নিয়ে কারো আর আপত্তি ছিল না যে কওমি মাদ্রাসার লোকেরা জঙ্গিবাদের সৃষ্টি করে না।কথায় আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়।লেবুটা তিতা হয়ে গিয়েছিল তাই ফেলে দেওয়া হয়েছিল।আলেম সমাজ শান্তিতে বসবাস করা শুরু করেছিল।
...
কিন্তু এই লেবু আবার উঠিয়ে এনে চিপা শুরু করেছে আমাদের দেশের নিজেদের গায়ে "আহলে সুন্নি ওয়াল জামাত" সংগঠনের লোকেরা।মহানবী (সঃ) বলেছিলেন মুসলিমদের মধ্যে অনেকগুলো দল হবে তার মধ্যে একটাই জান্নাতে যাবে আর তারা হলো "আহলে সুন্নি ওয়াল জামাত"।মানি যারা মহানবী (সঃ) এর সুন্নতের উপর চলবে।মহানবী (সঃ) এটা বলেন নি যারা দাবি করবে আমরা আহলে সুন্নি ওয়াল জামাত তারা জান্নাতে যাবে।সমালোচনা করি না তারপরেও বলছি তাদের সব কাজের আগে সুন্নি ওয়াল জামাত লিখে কাজ শুরু করে।এটা কেন দাবি করা হবে বোঝা বড় দায়।এটা তো অন্য ধর্মের ক্ষেত্রে যেতে পারে যে,আমরা হিন্দু সম্প্রদায় আমরা বৌদ্ধ সম্প্রদায় আমরা খ্রিষ্টান সম্প্রদায়।কিন্তু মুসলিম তো মুসলিমই হবে আবার সুন্নি ট্যাগ লাগাতে হবে কেন?
...
এটা তো পুরোপুরি বিদ্ধেষ বোঝাচ্ছে।মুসলিম মুসলিম ভাই ভাই এতে আবার কেন বোঝানো হচ্ছে আমরা এই ভাই আমরা অমুক ভাই না।সুন্নি তো কাজে কর্মে বোঝা যাবে সে আসলেই সুন্নতের উপর আছে নাকি ভন্ডামি করছে।প্রতি কাজের উপর আগে সুন্নি দাবি করে করা।কিন্তু তাদের সব কাজ তো সুন্নতের উপর হয় না।এর প্রধান যুক্তি হচ্ছে আমাদের দেশের কওমি লাইনের যত আলেমে দ্বীন আছে তাদের তারা ওহাবী বা সরাসরি কাফের বলে ঘোষনা করে।কিন্তু আল্লাহ তা'আলার নিষেধ আছে কাউকে সরাসরি কাফের বলা যাবে না কারন হতে পারে সে আজ ঈমানহীন কিন্তু পরেরদিন যদি সে হেদায়াতের তলে এসে পড়ে।তাহলে দেখুন তারা আল্লাহর এই কথাকে অমান্য করে সরাসরি কারো গীবত করে।তাহলে তারা কি সুন্নি ওয়াল জামাত হতে পারে?নিশ্চই না।
...
এখন আসি মূল কথায় সুন্নি ট্যাগ লাগানো আমাদের দেশের যেই আলেমগুলা আছে তারা ফারুকি সাহেবের রূহের মাগফেরাতের জন্য ১২ নভেম্বর সোহরার্দি উদ্যানে একটা সমাবেশের আয়োজন করেছে।খুব ভাল কথা।কিন্তু তাদের লাইনের যে আলেম আছে তারা দুইদিন আগে নারায়নগঞ্জের একটা মসজিদে বলছিলেন "এদেশে জঙ্গিবাদের মূল হোতা হাটহাজারিসহ কওমি ভিত্তিক মাদ্রাসাগুলো"।বলুন মনের ভিতর কেমন হিংসা থাকলে এমন কথা বলতে পারে একজন লোকের ব্যাপারে।যদি সে আবার নিজের ধর্মের লোকই হয়।তারা কি দেখে নাই এদেশে কারা জঙ্গি ছিল।এটা কি বিদ্ধেষ না?তারা সরকারের আছে আবেদন জানাচ্ছে কওমি ভিত্তিক মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য।এখন ১২ তারিখ যে সমাবেশের আয়োজন করা হয়েছে তা মূলত মুসলিম উম্মাহের শান্তির জন্য করা হয়েছে কিন্তু যারা যাবেন ওই সমাবেশে খেয়াল করবেন তারা মূলত কওমি লাইনের আলেমদের বিরোধিতা করবে।কওমি মাদ্রাসাগুলো বন্ধ করতে বলবে।
...
আমি সরাসরি বলতে চাই এদেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে তাদের মতো লোকের জন্য।শুধুমাত্র সুন্নি ট্যাগ দিয়ে তারা বেঁচে যায়।মানুষ মনে করে তারা তো সুন্নি তারা এই কাজ করবে কেমনে?তারা মহানবী (সঃ) এর সুন্নি ট্যাগ লাগিয়ে বাঁচে।মনে রাখবেন মশাল জ্বালালে সবচেয়ে বেশি অন্ধকার কিন্তু নিজের পিছেই থাকে।তারা সবাইকে কওমি মাদ্রাসার ব্যাপারে উস্কানি দিয়ে নিজেরা জঙ্গিবাদ চালিয়ে যেতে চায়।অন্যথায় দেশের অনেক বিজ্ঞ আলেম আছে তারা সুন্নি ট্যাগ লাগায় না তারা কাজে প্রমান করে তারা সুন্নি ওয়াল জামাতের অংশ।মহানবী (সঃ) কে কেউ গালি দিলে তাদের মন কাঁদে না বিচার চাইতে মাঠে তারা নামে না।নামে কওমি মাদ্রাসার আলেমগন।তাহলে তারা কোন সাহসে আহলে সুন্নি ওয়াল জামাত দাবি করে।তারা অবশ্যই নিজেদের খারাপ কাজগুলি ঢাকার জন্য সুন্নি ট্যাগ ব্যবহার করে আর উস্কানি দিয়ে দেয় কওমি মাদ্রাসার আলেমদের উপর।
...
লেখায়-মুহাম্মাদ আরজু

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্নি তো কাজে কর্মে বোঝা যাবে সে আসলেই সুন্নতের উপর আছে নাকি ভন্ডামি করছে।....এটা ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.