![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পরিপূর্ন মায়ের কাছে তার ছেলে একটা রাজপূত্র।আর আমি আমার মায়ের রাজপূত্র।
বাংলায় একটা কথা আছে
তুমি যদি মারো পানির ছিটা,তাহলে আমি মারবো চড়ুই গুতা।
কথাটার অর্থ হলো আপনি যদি অকারনে কাউকে কিছু করেন তাহলে নিশ্চই সে আপনাকে তার থেকে বড় কিছু করবে।এখন কথা হলো আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রতি সারা বিশ্ব এত ক্ষেপা কেন এটা বুঝে আসে না।কারন আমরা তো কোনদিন তাদের পানির ছিটা দেই নাই তাহলে তারা কেন আমাদের চড়ুই গুঁতা দিয়েই চলছে।
...
সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গাদের কেন মারা হচ্ছে তার কোন তথ্য খুঁজে পেলাম না।ধরুন আপনার মন চাইলো আর পাশের বাসার প্রতিবেশীদের বেধরক পেটাচ্ছেন।কেউ কারন জানতে চাইছেও না।কারন সবাই ভাবছে কোন একটা ক্ষতি করেছে তাই মারছে।অন্যথায় লোকটা কি পাগল হয়েছে যে শুধু শুধু মারবে।এখন মারামারি শেষে কেউ একজন জিজ্ঞাকরলো ভাই কি হয়েছে?মারলেন কেন?লোকটা উত্তর দিল মন চাইলো তাই মারলাম।আসলে তাদের দেখতে আমার ভালো লাগে না।আমি চাই নি তারা এদিকে থাকুক।তাই মেরেছি।
...
ব্যাপারটা ঠিক এইরকম হয়ে গেল না।রোহিঙ্গা মুসলিমরা কোন দোষ করে নি তারপরেও তাদের উপর অত্যাচার করা হচ্ছে।আশ্চর্যের বিষয় হলো কোন কারন ছাড়াই অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ৩৬০ জন নিহত হয়েছে।তাদের দোষ কি ছিল ?উত্তর খুঁজতে বড় কোন মিডিয়া এগিয়ে আসছে না আর আসবেও না।আচ্ছা মুসলিমদের প্রতি মানুষের এত বিদ্দেষ কেন?ইসলাম তাদের ধর্ম এইজন্য?শুধু এই রোহিঙ্গা বা ফিলিস্তিনিদের ক্ষেত্রে না।সব ক্ষেত্রে শুধু ইসলামকে হেয় করে মানুষ।
...
নাস্তিক সম্প্রদায়ের কাজ হলো প্রমান করা পৃথিবীর কোন স্রষ্টা নেই।ইসলাম ধর্ম বাদে বাকি ধর্মগুলো তাদের ঈশ্বরকে সামনে রেখে পূজা করে কিন্তু তারা অন্য কোন ধর্ম নয় সরাসরি ইসলামের উপর আঘাত হানে।একজন মহামানবকে লুচ্চা বলে সমোন্ধন করে।কেন এটা করা হয় বুঝতে পারি না?অন্য ধর্মের ব্যাপারেও তো বলতে পারে।কিন্তু তারা ইসলামকে ছোট করতে চায়।আবার নারীবাদীরা ইসলামকে দোষারোপ করে ইসলাম নাকি নারীদের ন্যায্য অধিকার দেয় না।ইসলামের কটুক্তি করে।অথচ ইসলাম নারীদের মায়ের সম্মান দেওয়ার আগে তাদের স্থান হতো মানুষের পায়ের নিচে।
...
আপনাদের শক্তি আছে তাহলে আপনারা তা সঠিক কাজে ব্যবহার করেন না কেন?শুধু মুসলিমদের উপর অত্যাচার করাই কি আপনাদের মূল লক্ষ্য?অন্য সব ধর্মাবলম্বীরা একজোট আর ইসলামকে আলাদা করে তারা অত্যাচার করে আর প্রমান করতে চায় ইসলাম সাম্প্রদায়িকতা করে।আমরা তো কখনো পানির ছিটা দেই না তাহলে শুধু শুধু চড়ুই গুঁতা খাই কেন?এই ব্যাপারে ইতিহাস সাক্ষী।কখনো ইসলাম মানুষকে ক্ষতি করে নাই।আর যেই ইসলামের ক্ষতিকারকদের সাথে যুদ্ধের পরিচালনা করেছি সেই আমাদের জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হয়েছে।
...
যারা ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার চালায়।তারা কখনো বাঁচতে পারবে না।মুসলিমদের অভিভাবক খোদ আল্লাহ্।আর তিনি তার বাচ্চাদের কিভাবে বাচাঁবেন বা বাচাঁন তা ইতিহাস পড়লেই বুঝা যায়।মুসলমান ঘুমন্ত বাঘ।জেগে গেলে যেই হুংকার দিবে তা শুনে তোমার কানের পর্দা ফেটে যাবে।কলিজা ফেটে যাবে।আর আক্রমণ করলে কি অবস্থা হতে পারে শুধু ভাববে।যারাই ইসলামের ক্ষতি চাও মুসলিমদের ক্ষতি চাও তারা জেনে রাখো তোমরা যেই ষড়যন্ত্র করবে মুসলিমদের বিরুদ্ধে তার চেয়েও কঠিন ষড়যন্ত্র আল্লাহ্ তোমাদের জন্য তৈরি রেখেছেন।তাই মুসলিমদের ক্ষতি করার আগে হাজারবার ভেবে নিও।
...
লেখায়-মুহাম্মাদ আরজু
©somewhere in net ltd.