![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন
বর্তমান সিরিয়ার এক শ্যামল ভূখন্ডের নাম ছিল খায়বর। এখানে বিভিন্ন অঞ্চলের ইহুদিরা সংঘবদ্ধ হয়ে ইসলাম ধর্ম তথা রসূল(সঃ) কে নিশ্চিহ্ন করে দিতে ষড়যন্ত্র করেছিল। অল্পদিনের মধ্যেই তারা মদিনা আক্রমনের জন্য বিশাল সেনাবাহিনী এবং বিপুল পরিমান অস্ত্র-সস্ত্র সংগ্রহ করে ফেলল। ইহুদিদের এ চক্রান্তের খবর মুহাম্মদ(সঃ) জানতে পেরে 630 সালে খয়বর ভূখন্ডে ইহুদিদের বিরুদ্ধে অভিযান প্রেরন করেন। 21 দিনের তীব্র যুদ্ধে ইহুদিদের সকল দুর্গ মুসলিমদের হস্তগত হয়। সামরিক শক্তি দ্বারা মুসলিমদের সাথে না পেরে ইহুদিরা কৌশলের আশ্রয় নেয়। ইহুদিরা জয়নব নামক নারীকে দিয়ে রসূলুল্লাহ(সঃ) এবং তাঁর কতিপয় সাহাবীকে আপ্যায়নের জন্য দাওয়াত করল। রসূল(সঃ) কে হত্যার উদ্দেশ্যে আগে থেকেই খাবারে বিশ মেশানো হয়েছিল।
রসূল(স) বিষ মেশানো খাবার কিছু পরিমান খাওয়ার পর জানতে পারেন খাদ্যে বিশ ছিল। রসূল(স) এর সাথে আরেক সাহাবী কিছু পরিমান গোশত খেয়েছিলেন। বিষের প্রতিক্রিয়ায় তিনি সেখানেই শাহাদাত বরন করেন। বিষ মেশানো খাবার নবী করীম(স) এর উপর কোন প্রভাব ফেলতে পারেনি কারনঃ তাঁর নবুওয়তের দায়িত্ব তখনো শেষ হয়নি। আরাফাতের ময়দানে রসূল(স) উনার বিদায় হজ্জের ভাষণ শেষ হওয়ার সাথে সাথে কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়ঃ "আজ আমি তোমাদের জন্য আমার দ্বীন পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ন করলাম আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন মনোনীত করলাম।"
এই আয়াতের মাধ্যমে যখন আল্লাহ নবুওয়তের দায়িত্বের সমাপ্তি ঘোষনা করলেন, তখন রসূলুল্লাহ(সঃ) এর শরীরে সেই বিষের প্রতিক্রিয়া প্রকাশ পেলে লাগল।
632 সালের 7 জুন সন্ধ্যায় রসূল(স) ইন্তেকাল করেন। ঐ দিন তিনি বলেছিলেনঃ "আয়েশা, খায়বারের ইহুদি নারীর গোশতে মিশ্রিত বিষক্রিয়া এতদিনে আমার শরীরে প্রতিক্রিয়া শুরু করল।"
ইহুদিরা খাদ্যে বিষ মিশিয়ে রসূল(স) কে আহার করানো এবং রসূল(স) এর শরীরে বিষের প্রতিক্রিয়া শুরু হওয়ার মধ্যে 3 বছরের পার্থক্য ছিল। তাই আমি মনে করি রসূল(স) এর স্বাভাবিক মৃত্যু হয় নি বরং ইহুদিরা ষড়যন্ত্রমূলকভাবে উনাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে।
আমার কৈফিয়তঃ আমার স্বল্প জ্ঞানে যা সঠিক মনে হয়েছে তা ই প্রকাশ করলাম। অন্যদের কাছে যদি তা ভুল মনে হয়, তাহলে জেনে রাখবেনঃ "মহান আল্লাহ ই একমাত্র সর্ব বিষয়ে অভিজ্ঞ"
©somewhere in net ltd.