![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন
মহান আল্লাহ কাদা মাটি থেকে হজরত আদম (আঃ) কে সৃষ্টি করলেন। তিনি ফেরেশতাদের ডেকে নির্দেশ দিলেনঃ যখন আদমকে পরিপূর্নতা দেয়া হবে এবং রূহ সঞ্চালিত করা হবে তখন তোমরা সেজদাবনত হয়ে যেয়ো।
.
তারপর সকল ফেরেশতাই একযোগে আদমকে সেজদা করল। কিন্তু শয়তান সেজদা করতে অস্বীকৃতি জানাল।
.
আল্লাহ শয়তানকে প্রশ্ন করলেনঃ কেন তুমি সেজদা করা থেকে বিরত থাকলে?
.
শয়তান অহংকারের সাথে জবাব দিল: আমি আদম হতে শ্রেষ্ঠ। কারন আমি আগুনের তৈরী আর আদম মাটির তৈরী।
.
আল্লাহ বললেনঃ এখান থেকে বের হয়ে যা। কারণ, তুই অভিশপ্ত। এ অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে।
.
শয়তান আল্লাহর নির্দেশ অমান্য করে গুরুতর অপরাধ করেছে, তারপরেও সে মিথ্যা যুক্তি-তর্ক প্রদর্শন করছে: সে আগুনের তৈরী আর আদম মাটির তৈরী তাই সে আদম থেকে শ্রেষ্ঠ।
.
এ থেকে প্রমাণিত হয়, "যেকোন মিথ্যা ঘটনাকে সত্য হিসাবে দাবি করে অসংখ্য যুক্তি উপস্থাপন করা সম্ভব, তবে বিশ্বাসী মুসলিমদের কাজ হল এই সব ধোকাবাজদের সাথে তর্ক যুদ্ধে লিপ্ত না হয়ে এদেরকে উত্তমরূপে বর্জন করা। যেমন, আল্লাহ ধোকাবাজ শয়তানের মিথ্যা যুক্তির জবাব না দিয়ে সরাসরি বলে দিলেনঃ বের হয়ে যেতে।"
.
ফেসবুকে অনেক "আস্তিক বনাম নাস্তিক যুক্তি দিয়ে আলোচনা" এই ধরনের গ্রূপ চোখে পরে। আমার মনে হয় নাস্তিকদের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হওয়া বোকামী ছাড়া আর কিছু না।
.
[যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব। যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেয়ো। অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সেজদায় নত হল, কিন্তু ইবলীস; সে অহংকার করল এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বললঃ আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ বললেনঃ বের হয়ে যা, এখান থেকে। কারণ, তুই অভিশপ্ত। তোর প্রতি আমার এ অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে।
সূরা ছোয়াদ, আয়াত সংখাঃ ৭১-৭৮]
©somewhere in net ltd.