নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিসাবে আমার সবচেয়ে বড় পরিচয়: আমি একজন মুসলিম। মুসলিম পরিচয় বিহীন বাঙ্গালী হওয়ার কোন ইচ্ছে আমার নেই।

সত্য খুঁজিয়া বেড়াই

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন

সত্য খুঁজিয়া বেড়াই › বিস্তারিত পোস্টঃ

Signs of the Appearance of Dajjal

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩১

ইহুদী ক্যালেন্ডার অনুযায়ী প্রতি সপ্তম বছরটি হবে একটি শেমিট্টাহ বছর। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যেমন প্রতি চতুর্থ বছরকে আমরা লিপ ইয়ার বলি, শেমিট্টাহ-র কনসেপ্টটা সিমিলার। তবে লিপ ইয়ার ধরা হয়, বছর গোণায় সুবিধা হবার জন্য। আর শেমিট্টাহ হিসেব করা হয় ওল্ড টেস্টামেন্ট এর বক্তব্যের উপর ভিত্তি করে। ছয় বছর বানী ইস্রাইল শস্য বপন করবে, ফসল ফলাবে এবং সেই ফসল নিয়ে যাবে। কিন্তু সপ্তম বছরে তারা তাদের জমিকে সম্পূর্ণভাবে অবকাশ দেবে। এই সময় যদি জমিতে আপনা থেকে কিছু ফলে তবে সেটা জমির মালিক নিতে পারবে না। এক বছরের জন্য স্বতঃত্যাগ করতে হবে। ২০১৫ সালে ইহুদীরা ৮২৫ তম শেমিট্টাহ পালন করেছে। তালমুদের বর্ণনা অনুযায়ী মাসীহর আবির্ভাব ঘটবে এমন এক বছরে, যা হবে একটি শেমিট্টাহ-র পরের বছর। যেমন ২০১৬ এর মাঝামাঝি থেকে ২০১৭ সালের মাঝামাঝি আথবা, ২০২৩ সালের মাঝামাঝি থেকে ২০২৪ সালের মাঝামাঝি।
এবার দাজ্জালের আবির্ভাব সম্পর্কে দ্বিতীয় ব্যাখ্যা দিব, মনোযোগের সাথে পড়ার অনুরোধ করছিঃ
পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণকে ব্লাড মুন বলা হয়। ব্লাড মুনের সময় চাঁদ লাল রঙ ধারণ করে। সর্বশেষ চারটি ব্লাড মুন দেখা গিয়েছিল:
১। ১৫ই এপ্রিল ২০১৪
২। ৮ই অক্টোবর ২০১৪
৩। ৪ই এপ্রিল ২০১৫
৪। ২৮শে সেপ্টেম্বর ২০১৫
ছয় মাস পর পর ৪ টি ব্লাড মুনের সাইকেলকে বলা হয় টেট্র্যাড (Tetrad) । ইহুদীদের কিতাবাদি এবং আলেমদের মতে, ব্লাড মুন টেট্র্যাড ইহুদিদের জন্য অমঙ্গল বয়ে আনে। তবে, যদি ব্লাড মুনগুলো কোন ইহুদী ধর্মীয় অনুষ্ঠানের দিনে হয়, তবে সেটা তাদের জন্য কল্যান বয়ে আনবে।গত পাঁচশ বছরে মাত্র চারবার ব্লাড মুন টেট্র্যাড ইহুদিদের ধর্মীয় উত্সব বা অনুষ্ঠানের সাথে মিলে গেছে।
প্রথমবার ঘটে ১৪৯২ সালে। ১৪৯২ সাল ক্রিস্টফার কলম্বাসের আমেরিকা আবিস্কারের জন্য প্রসিদ্ধ। স্পেনের রাজা ফারডিন্যান্ড এবং রানী ইসাবেলা, ১৪৯২ সালে স্পেন থেকে প্রায় দুই লক্ষ ইহুদীকে বহিস্কার করেন। রাতারাতি উদ্বাস্তু বনে যাওয়া এই ইহুদীরা একটি নিরাপদ আশ্রয় খুঁজে পায় নব আবিষ্কৃত আমেরিকায়।সম্ভাব্য একটি ট্র্যাজিডি থেকে বেঁচে যায় ইহুদীরা।
পরের বার টেট্র্যাড ব্লাড মুনের তারিখ ইহুদিদের ধর্মীয় উত্সবের দিনের সাথে মিলে যায় ১৯৪৮ সালে। এই বছর পবিত্র ভূমি ফিলিস্তিনে অসংখ্য নিরীহ মুসলিমের রক্ত আর পুরো মুসলিম উম্মাহর স্বপ্নের ধ্বংসাবশেষের উপর প্রতিষ্ঠিত হয় যায়নিস্ট “স্টেইট অফ ইস্রায়েল”।
১৯৬৭ ছিল টেট্র্যাড ব্লাড মুন আর বানী ইস্রাইলের উত্সবের দিনক্ষণ মিলে যাবার পরের বছর। এই বছর জুনের ৭ তারিখ, হাজার বছর অপেক্ষার পর, “ছয় দিনের যুদ্ধের” মাধ্যমে ইহুদীরা জেরুসালেম এবং টেম্পল মাউন্টের (ইনক্লুডিং মাসজিদুল আকসা) নিয়ন্ত্রন ফিরে পায়।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ছিল চতুর্থ টেট্র্যাড ব্লাড মুন, যা ছিল ইহুদীদের উত্সবের দিন। ২৮শে সেপ্টেম্বর ছিল ৮ দিনব্যাপী চলা সুক’খুত (The Feast of Tabernacles) উত্সবের এর প্রথম দিন। ২০১৫ সালে শেমিট্টাহ এবং ২৮ সেপ্টেম্বরের উত্সবের দিনে টেট্র্যাড ব্লাড মুন হওয়ার ঘটনা থেকে ধারনা করা যায়ঃ দাজ্জালের আবির্ভাব ঘটতে বেশী দিন বাকি নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.