![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, আমি আরও বেশী জানতে, শিখতে, অর্জন করতে চাই, মহান আলাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া, তিনি যেন আমাকে সঠিক জ্ঞান দান করেন
একবার এক নাস্তিকের সাথে আমার তর্ক বেঁধেছিল। সে বিভিন্ন যুক্তি দেখিয়ে বোঝাতে চাচ্ছিল যে, এই পৃথিবীটা কেউ সৃষ্টি করেননি বরং এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এখানে পরম কোন সত্তার ভূমিকা নেই।
উদাহরন হিসাবে সে, ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের কথা উল্লেখ করল। ডারউইন নাকি বলে গিয়েছেঃ পৃথিবীতে সকল প্রানীর সৃষ্টি হয়েছে একটি সরল এককোষী জীব থেকে। আর এককোষী জীবের সৃষ্টি হয়েছিল রাসায়নিক বিবর্তন প্রকৃয়ায়।
পৃথিবীর শুরুতে কোন প্রানের অস্তিত্ব ছিল না। তারপর লক্ষ লক্ষ বছরের বিবর্তনে উদ্দেশ্যহীন ও দৈবক্রমে অজৈব পদার্থ থেকে জীবের মৌলিক উপাদান ডিএনএ ও প্রোটিন তৈরী হয়। এরপর এগুলো লক্ষ লক্ষ বছর ধরে ট্রায়াল এন্ড এরর(Trial & error) প্রক্রিয়ায় কোনভাবে জোড়াতালি লেগে তৈরী হয় এককোষী জীব বা আমাদের আদি পিতা(নাস্তিকদের বিশ্বাস অনুসারে)।
সেই এককোষী জীব থেকে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে উদ্দেশ্যহীন ও দৈবক্রমে অপরিকল্পিত মিউটেশনের(জীনগত পরিবর্তন) মাধ্যমে ধাপে ধাপে তৈরী হয়েছে পৃথিবীর সকল প্রজাতি।
*** প্রাকৃতিক নির্বাচন বলতে বুঝায়ঃ "শক্তিমানেরাই টিকে থাকবে আর দুর্বল বা অনুপোযুক্তরা বিলুপ্ত হয়ে যাবে।"
আমি তখন ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে তেমন কিছু জানতাম না। তাই ঐ নাস্তিককে বললাম, শুধুমাত্র ডারউইন কেন, পৃথিবীর সকল নাস্তিক একত্র হয়েও যদি বলে, পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, এখানে সৃষ্টিকর্তার কোন ভূমিকা নেই তবুও আমাকে মহান আল্লাহর অস্তিত্বের উপর অবিচল বিশ্বাস থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবে না।
এরপর, বিবর্তনবাদ সম্পর্কে অনেক বই সংগ্রহ করে এটা নিয়ে জানতে চেষ্টা শুরু করলাম।
আসলে, ডারউইন তার তত্ত্বের বৈজ্ঞানীক ভিত্তি হিসাবে বলে গিয়েছিলঃ এই তত্ত্ব প্রমানের জন্য জীব সৃষ্টির পর্যায়ক্রমিক ধাপ বা ট্রানজিশনাল স্পিসিজ দেখাতে হবে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত 155 বছর ধরে এই স্বপ্নের ট্রানজিশনাল স্পিসিজের ফসিল সন্ধানে পৃথিবীর বিভিন্ন স্থানে অনেক খোঁড়াখোঁড়ি করা হয়েছে। কিন্তু কল্পিত "ট্র্যানজিশনাল স্পিসিজ" এর কোন সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। অথচ, এদের সংখ্যা পৃথিবীতে বিদ্যমান প্রজাতির সংখ্যা থেকে অনেক অনেক গুন বেশী থাকার কথা ছিল।
©somewhere in net ltd.