![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতার নেশায় ছুটছি অবিরত। প্রতিটি সভ্যতার মৃত্তিকায় পায়ের আওয়াজ বাজাবোই আমৃত্যু।
______________________
তারপর একদিন হ্যালোইনময় সন্ধাগুলো
গড়াতে গড়াতে শেষ হল লাস্ট উইন্টার।
যাদুবিদ্যা ছেড়ে ম্যারাথন দৌড়।
উপক্রমণিকার বদলে সেখানে জুড়ে
দিলাম বিদ্ধস্ত দুপুর। রিলেটিভ বার্ডের
যৌনতায় ঝুলে উড়ে গেলাম সাইবেরিয়া।
ঋত্মিক তোমার যুক্তি...
ডুবে আছ
**************
অতলান্তের নীলে ডুবে যাবে-
বিমুগ্ধ মানবতা।
বৈঠক শেষ হবে মাছেদের।
ইনস্টাগ্রামে লীন হবে ধূসর অপরাহ্ন,
আর ওরা নক্ষত্র হয়ে খসে পড়বে
ব্যবিলনে।
তোমরা তো অজ্ঞাত,ডুবে আছ
ভদকায়।
পিপাসার...
আর এই শহরটাকে মনে হচ্ছে,
একটা পিপে ভরা মদ।
লোকজন, ইমারত, কাদাচিৎ গাছেরা
বুদবুদ আওয়াজ তোলে ক্রমাগত।
ইয়ুথক্লাবে থমথমে শূন্যতা;
এবং গির্জাগুলো হাই তোলে আলস্য তন্দ্রায়।
রাজপথ আর সেইসব আভিজাত আবাসিক;
নিদারুন রুক্ষতায় ভর করে।
একে একে ল্যাম্পপোষ্টগুলো...
পুনঃরূত্থানে অবিশ্বাসী নই ,
নবতর আনন্দে জাগ্রত হব-
বৃত্ত সংহারের পরে; হাশরে।
আমি জ্ঞাত, আবশ্যক সেই লগ্নের-
এবং ক্ষমতাহীনতায় অসর্মথ্য হব,
অপর বদনে দৃষ্টিপাতের।
সর্বদা স্মীয় পাপ মোচনের প্রার্থনায়
ভয়ার্ত হব।
নিরপেক্ষ হাবুডুবু খাব; নিজস্ব ঘর্মসিক্ততায়।
প্রতিক্ষনেই বিচারের...
বন্যশিশুর হাঁটুর কাছে গড়াগড়ি খায় বৃত্তাকার অরেন্জ। হঠাৎ অরেন্জ ;হয়ে যায় ইয়োলো। নিকটেই ইউফেরাস মেডিটেডে মগ্ন। মগ্ন ইকারাস ও নিত্য দিনের লেখায়। সব থেকে ভাল জ্ঞাত যে ,প্রমিথিউসে, সে ই...
চন্দ্র আলোয় শুকোতে দিয়েছ আর্দ্র কেশ।
নবণীতা,
বাতাসে ঘ্রান আসে-
তোমার শুভ্র দেহের।
ক্রমাগত জোছনায় হারিয়ে যায়-প্রত্যাহিক ব্যস্ততা
অবসর আসে কবিতা পাঠের,
আর সেইসব আদ্যোপান্ত স্মৃতিরা ফিরে আসে,
বিমুগ্ধ ভালবাসায়।
একে একে বদলায় যাপন,
প্রেমের বয়স বাড়ে-
বাড়ে বন্ধন,...
©somewhere in net ltd.