![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতার নেশায় ছুটছি অবিরত। প্রতিটি সভ্যতার মৃত্তিকায় পায়ের আওয়াজ বাজাবোই আমৃত্যু।
আর এই শহরটাকে মনে হচ্ছে,
একটা পিপে ভরা মদ।
লোকজন, ইমারত, কাদাচিৎ গাছেরা
বুদবুদ আওয়াজ তোলে ক্রমাগত।
ইয়ুথক্লাবে থমথমে শূন্যতা;
এবং গির্জাগুলো হাই তোলে আলস্য তন্দ্রায়।
রাজপথ আর সেইসব আভিজাত আবাসিক;
নিদারুন রুক্ষতায় ভর করে।
একে একে ল্যাম্পপোষ্টগুলো ঝিম ধরে যায়,
লেকের জলের আদলে,স্রোতহীনতায়।
আর্টিস্টগুলো মগ্ন হয় তেলরংয়ে-
সিঙ্গারগুলো ক্রমশ হয়ে যায় হ্যারিসনের রক কনসার্ট।
পেইন্টাররা পাবলো।
এবং সমস্ত কবিরা, যারা কবিতা ভুলতে বসেছে-
তারা ফিরে আসে পার্সি বাসি শেলীতে।
তাদের প্রতিটি প্রেয়সী,
যারা বুদ ছিল আফিমে,
তারা কি সুন্দরইনা গান ধরে।
প্রতিটি নেশার পরেই একটা স্বতন্ত্র কন্ঠস্বর;
প্রতিটি কন্ঠস্বর ই স্বতন্ত্র একটা নেশা।
প্রতিটি নগরবাসী ভুলতে বসেছে মৃত্যু যন্ত্রনা
গ্রাস করছে কেয়ামতের উদাসীনতা।
প্রতিটি কাপলের মত ক্যাফেটেরিয়ায় ঢুকে পড়ে আর্মড-পুলিশগুলো।
নি:পৃহ, শীতলতায় উইন্টার আসে।
বিদেশী শৈলীতে ফুটে ওঠে
বাঙালি কবির কবিতার ইমেজ ।
সন্ধা ঘনায়,
অত:পর , প্রতিটি দিনের মত শেষ হয় –
এলোমেলো নগরে।
প্রতিটি এলোমেলো নগরেই কবিতা লেখে
একজন স্বভাব কবি।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬
মোহাম্মাদ ছাব্বির বলেছেন: ভাললাগায় অনুপ্রানিত হলাম। ধন্যবাদ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল ছিল। কথাগুলো সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
মোহাম্মাদ ছাব্বির বলেছেন: প্রতিটি সুন্দরের জয় হোক। ধন্যবাদ।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগলো।
১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মাদ ছাব্বির বলেছেন: ভাল লাগল ভাল লাগায়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
ভাচুয়াল ফন্ট বলেছেন: কথাগুলো ভালো লাগলো ।