নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা সাঁরস হয়ে উড়ে গিয়েছিলাম......

মোহাম্মাদ ছাব্বির

সভ্যতার নেশায় ছুটছি অবিরত। প্রতিটি সভ্যতার মৃত্তিকায় পায়ের আওয়াজ বাজাবোই আমৃত্যু।

মোহাম্মাদ ছাব্বির › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি এলোমেলো নগরে

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭



আর এই শহরটাকে মনে হচ্ছে,
একটা পিপে ভরা মদ।
লোকজন, ইমারত, কাদাচিৎ গাছেরা
বুদবুদ আওয়াজ তোলে ক্রমাগত।
ইয়ুথক্লাবে থমথমে শূন্যতা;
এবং গির্জাগুলো হাই তোলে আলস্য তন্দ্রায়।
রাজপথ আর সেইসব আভিজাত আবাসিক;
নিদারুন রুক্ষতায় ভর করে।
একে একে ল্যাম্পপোষ্টগুলো ঝিম ধরে যায়,
লেকের জলের আদলে,স্রোতহীনতায়।
আর্টিস্টগুলো মগ্ন হয় তেলরংয়ে-
সিঙ্গারগুলো ক্রমশ হয়ে যায় হ্যারিসনের রক কনসার্ট।
পেইন্টাররা পাবলো।
এবং সমস্ত কবিরা, যারা কবিতা ভুলতে বসেছে-
তারা ফিরে আসে পার্সি বাসি শেলীতে।
তাদের প্রতিটি প্রেয়সী,
যারা বুদ ছিল আফিমে,
তারা কি সুন্দরইনা গান ধরে।
প্রতিটি নেশার পরেই একটা স্বতন্ত্র কন্ঠস্বর;
প্রতিটি কন্ঠস্বর ই স্বতন্ত্র একটা নেশা।
প্রতিটি নগরবাসী ভুলতে বসেছে মৃত্যু যন্ত্রনা
গ্রাস করছে কেয়ামতের উদাসীনতা।
প্রতিটি কাপলের মত ক্যাফেটেরিয়ায় ঢুকে পড়ে আর্মড-পুলিশগুলো।
নি:পৃহ, শীতলতায় উইন্টার আসে।
বিদেশী শৈলীতে ফুটে ওঠে
বাঙালি কবির কবিতার ইমেজ ।
সন্ধা ঘনায়,
অত:পর , প্রতিটি দিনের মত শেষ হয় –
এলোমেলো নগরে।
প্রতিটি এলোমেলো নগরেই কবিতা লেখে
একজন স্বভাব কবি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

ভাচুয়াল ফন্ট বলেছেন: কথাগুলো ভালো লাগলো ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

মোহাম্মাদ ছাব্বির বলেছেন: ভাললাগায় অনুপ্রানিত হলাম। ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল ছিল। কথাগুলো সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

মোহাম্মাদ ছাব্বির বলেছেন: প্রতিটি সুন্দরের জয় হোক। ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগলো।

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মাদ ছাব্বির বলেছেন: ভাল লাগল ভাল লাগায়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.