নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। পদ্মার ইলিশ বিখ্যাত গোটা পৃথিবীতে , কেন ??[/sb

১৫ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১২









Padma Hilsa- বিশেষজ্ঞদের একাংশ দাবি করেন, পদ্মার জলে পুষ্টিগুণ ভাল। সেখানে কাঁকড়া, ঝিনুক, শৈবাল ইলিশের খাবার। আর তা থেকে পর্যাপ্ত পুষ্টি পায় ইলিশ। ফলে মাছের স্বাদও হয় ভাল।পদ্মার ইলিশ। নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। সারা দুনিয়ায় বিখ্যাত পদ্মার ইলিশ। এই ইলিশের স্বাদই আলাদা। পদ্মার ইলিশের মতো স্বাদ আর কোনও নদীর ইলিশের হয় না।কিন্তু দিন যতই যাচ্ছে পরিবেশগত কারণে ইলিশ আগের স্বাদ ও সুগন্ধ হারাচ্ছে। এছাড়াও কমছে ইলিশের পরিমাণ। ইলিশের পরিমাণ কম হওয়ায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী তার সুযোগ নিচ্ছে। ইলিশ সদৃশ্য মাছকে ইলিশ মাছ বলে বিক্রি করছে। বাজার থেকে ইলিশ মাছ ভেবে নকল ইলিশ মাছ কিনে এনে অনেক সময় ঠকতে হয় ক্রেতাদের। পদ্মার ইলিশ মাছ কীভাবে চেনা যায়, তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে।আসল ইলিশ কিনে বাড়িতে আনাটাই যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারে ইলিশের নামে চন্দনা গচিয়ে দিতে চাইছে অনেক অসাধু মাছ ব্যবসায়ী। বর্ষার এই সময় অনেকে ইলিশ খাওয়ার লোভ সামলাতে পারেন না। তবে তাড়াহুড়োয় ভুল হয়ে যায়।কখনও কি ভেবে দেখেছেন, কেন পদ্মার ইলিশের স্বাদ এত ভাল হয়! বিশেষজ্ঞদের একাংশের দাবি, পদ্মার স্রোত তীব্র। ফলে সেখানে প্রবল প্রবাহে সাঁতার কাটায় ইলিশের শরীরে চর্বি কমে, মাংস হয় টানটান।বিশেষজ্ঞদের একাংশ দাবি করেন, পদ্মার জলে পুষ্টিগুণ ভাল। সেখানে কাঁকড়া, ঝিনুক, শৈবাল ইলিশের খাবার। আর তা থেকে পর্যাপ্ত পুষ্টি পায় ইলিশ। ফলে মাছের স্বাদও হয় ভাল।পদ্মা নদীর জলের রাসায়নিক গঠন ও খনিজ গুণ ইলিশের স্বাদে প্রভাব ফেলে। আর তাই পদ্মার ইলিশের স্বাদ আর কোনও নদীর ইলিশে হয় না। পদ্মার ইলিশের ন্যাচারাল তেল আলাদা একটা ফ্লেভার যোগ করে।

৯৫ সালে খুলনাতে মাছ পেলাম ৩ কেজি ৯০০ গ্রামের । ৭০ টাকা কেজি । অনেকগুলো মাছ কিনেছিলাম । ওটাই আমার রেকর্ড কেনা কাটা । বড় ইলিশের তেল বড়ই স্বাদের । গেলো ১৫ বছর ইলিশ কিনিনা । দেশের বাইরে চীনের নিং বোতে ইলিশ পেয়েছিলাম , ইচ্ছে হয়নি খেতে ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

সৈয়দ কুতুব বলেছেন: চায়নায় ইলিশ হয় ?

১৫ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: বিষুব রেখা বরাবর সব সমুদ্রে ইলিশ হয় শুধু স্বাদে ভিন্ন ।

২| ১৫ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

এইচ এন নার্গিস বলেছেন: কেনিয়ার ইলিশ একবার কিনে রান্না করে একেবারে ঠকেছি , স্বাদ গন্ধ কিছুই নাই । ছবি দেখে জিভেই লালা আসছে ।

১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: টিস্যু দিমু ??

১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩০

শাহ আজিজ বলেছেন: হুম আমিও জানতাম অন্য মহাদেশের ইলিশ বাংলাদেশের মত নয় '

৩| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৯

নাহল তরকারি বলেছেন: ১৯৯৯ বা ২০০০ সালের কথা। আব্বুর তখন ঢাকায় পোস্টিং। আমি স্কুল থেকে ফিরেছি। আমাদের সরকারি কলোনি তে মাত্র প্রবেশ করলাম। সেখানেই আমি ইলিশ মাছ ভাজার ঘ্রাণ পেয়েছি। বাসায় গিয়ে দেখি আমাদের বাসায় না, অন্য বাসায় ইলিশ ভাজা হচ্ছে। অতিরিক্ত কাটার জন্য ইলিশ মাছ বিরক্ত লাগে।

নোয়াখালী তে পোস্টিং থাকাকালীন আমি খেয়াল করি যে একটি বিলাই আমাদের মাছের কাটা খায়। তাকে নিয়মিত মাছের টুকরা দিতাম। আমি অর্ধেক খেয়ে বিলাই কে অর্ধেক খেতে দিতাম। ইলিশ মাছের মাথা ও লেজ সেই বিলাই এর পেটে যেতো। আমরা ইচ্ছে করেই এই দুইটি বিলাই কে খেতে দিতাম।

১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: বাহ গুড কেয়ার ।

৪| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার দেওয়া ইলিশ মাছের ছবি দেখে কষ্ট পেলাম।
এই দেখেন একদম পিউর পদ্মার তাজা ইলিশ।‌


১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: গুড শো

৫| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ৯:২৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি তো সচ্ছল ব্যক্তি বলে মনে হয়? গত ১৫ বছর ইলিশের উপর রাগ কেন?
ডাঃ খেতে নিষেধ আছে নাকি? ইংলিশের কোন রেসিপি আপনার প্রিয়?

১৫ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: ১ বৈশাখ আর পান্তা ইলিশের সংঘাতের সুত্র ধরেই এই সিদ্ধান্ত ।

৬| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৩

মাথা পাগলা বলেছেন: পদ্মা সেতু হবার পর নাকি টেষ্ট কমে গিয়েছে। আগে যখন ফেরি চলত, মাঝেমধ্যেই দুর্ঘটনা হতো - পানিতে মানুষ পড়ত, কেউ বাঁচত, কেউ মারা যেতো। মরা মানুষের পানিতে নাকি প্রোটিন-ভিটামিন বেশি পাওয়া যেতো তাই নাকি বেশি সুস্বাদু হতো। এখন সেতু হবার পর ফেরির ঝামেলা নেই, দুর্ঘটনাও নেই - তাই নাকি ইলিশও আগের মতো রসাল না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.