নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল- ৮১

১৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৫৭



শাহেদ। শাহেদ জামাল। আমার বন্ধু।
বড় ভালো ছেলে শাহেদ। অথচ তার চাকরিবাকরি নেই। চাকরিবাকরি তার দরকারও নেই। যার ঘরসংসার নেই সে চাকরি দিয়ে কি করিবে? অবশ্য টাকা এমন এক জিনিস যা সবার প্রয়োজন। আগে শাহেদ জামাল কয়েকটি টিউশনি করতো। এখন করে কিনা জানি না। দুর্দান্ত ভালো ছাত্র ছিলো শাহেদ। আমাদের সবার বিপদ ছিলো, শাহেদের বিপদ। সে ঝাঁপিয়ে পড়তো। একবার নিউ মার্কেটে একজনের সাথে আমার লেগে গেলো। শাহেদ সেদিন পুরো নিউমার্কেট গরম করে ফেলেছিল।

শাহেদ জামালের জীবনটা সুন্দর।
সহজ সরল। ঝামেলা মুক্ত। কুটিলতা জটিলতা মুক্ত। গত মাসে সে নাইক্ষংছড়ি থেকে ঘুরে এলো। যাওয়ার আগে আমাকে ফোন দিলো। বলল, অনেকদিন পাহাড় আর সমুদ্র দেখি না। আমি কক্সবাজার হয়ে বান্দরবান যাবো। তুই যাবি? আমি ইচ্ছে করলেই শাহেদ জামালের মতো হুটহাট করে কোথাও চলে যেতে পারি না। আমার পিছু টান আছে। স্ত্রী কন্যা রেখে কোথাও যাওয়া যায়? সুরভি দিবে আমাকে যেতে? একবার থাইল্যান্ড গিয়েছি, এক মুহুর্ত সে আমাকে চোখের আড়াল হতে দেয়।

ক্যাম্পাসে আমি, শাহেদ আর রুপা খুব ভালো বন্ধু ছিলাম।
রুপা আর শাহেদের কঠিন প্রেম ছিলো। পুরো ক্যাম্পাস ওদের প্রেমের কথা জানতো। প্রতিদিন শাহেদ আর রুপা ফুলার রোড থেকে হেটে হেটে শহীদ মিনার পর্যন্ত যেতো। ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে, দৃশ্যটা দেখতে আমার ভালো লাগতো। জগাদার সিংগাড়া আর চা খেয়ে কত দুপুর পার করে দিতাম আমরা। পাচ নম্বর টেবিল আমাদের জন্য অলিখিত ভাবে বরাদ্দ ছিলো। রুপা ওয়াশরুমে গেলেই আমি আর শাহেদ চট করে সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে মুখ ভরতি করে ধোয়া ছাড়তাম। বড় সুখের দিন ছিলো আমাদের। ছাত্র জীবনটাই বেস্ট। মনে সাহস থাকে, বুক ভরা স্বপ্ন থাকে। অসাধ্যকে সাধন করার তীব্র ইচ্ছা থাকে।

লেখাপড়া শেষ করেই, আমি একটা চাকরি পেয়ে গেলাম।
ফালতু চাকরি। এনজিও'তে। আমি চলে গেলাম, মানিকগঞ্জে। অফিস থেকে প্রথম দিনই আমাকে একটা ছাড়া ধরিয়ে দেওয়া হলো। এই ছাতা কেন, আমি জানি না। সেই সময় মোবাইল ফোন ছিলো না। বন্ধু শাহেদ জামাল আর রুপার খবর কিছুই জানি না। তাদের জন্য মন কাদে। জগাদার চায়ের দোকানের সেই আড্ডার দিন গুলোর কথা খুব মনে পড়ে। চাকরিতে অক্সিজেন নেই। অক্সিজেন আছে জগাদার চায়ের দোকানে।

এনজিওর চাকরি ছেড়ে দিয়ে ছয় মাস পর ঢাকা ফিরলাম।
নিজেকে হালকা মনে হচ্ছে। বেশ ফুরফুরা লাগছে। বাচপানকা দিন ভুলানা দেনা, গুনগুন করে গান গাইতে গাইতে শাহেদ জামালের মেসে যাচ্ছি। গেন্ডারিয়া ধূপখোলা মাঠের কাছে শাহেদ জামালের মেস। তার বাবা মা গ্রামে থাকে। শাহেদের বাবা শাজাহান তালুকদার একজন পল্লী ডাক্তার। শাজাহান তালুকদার আমাকে খুব পছন্দ করেন। রসূলপুর বাজারে তার চেম্বার। একদম সুন্দরবনের কাছে। বিদ্যুৎ নেই, পাকা রাস্তা নেই। আছে একটা সাইক্লোন বিল্ডিং। ঝড় তুফান হলে গ্রামের সব মানুষ সেই সাইক্লোন বিল্ডিং এ আশ্রয় নিতো।

শাহেদ জালাল মেসে নেই।
সে কোথায় গেছে কেউ জানে না। কারণ রুপার বিয়ে হয়ে গেছে। এখন সে প্রায় পাগল-পাগল। রুপার বিয়ে হয়ে গেছে! এই বিষয়টা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমার ভাবতে কষ্ট হচ্ছে। রুপা অন্য কাউকে বিয়ে করবে, এটা অসম্ভব। আমি রুপার খোজে, তার বাসায় গেলাম। রুপা নেই। সে তার স্বামীর সাথে আমেরিকা চলে গেছে। আমি সাক্ষী এক শ্রাবনের দুপুরবেলা ঝুম বৃষ্টির মধ্যে রুপা শাহেদের হাত ধরে প্রতিজ্ঞা করেছিলো সে কখনো শাহেদকে ছেড়ে যাবে না। কথা দিয়েছিল সে শাহেদকে বিয়ে করবে। মানুষ কথা দেয়, কথা না রাখার জন্য। বন্ধু শাহেদের জন্য আমার চোখ ভিজে উঠলো।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভেরী গুড না।

১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের এখানে ক্যাশ টাকা খুব বেশী চলে না।
আমি ক্যাশ টাকা ধরিনি প্রায় ৫ মাস হয়ে গেল।

১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: আমাদের ক্যাশ টাকা মুক্ত হতে ৫০ বছর লাগবে।

৩| ১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নীলার আরেক নাম কি রূপা?

১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক ধরেছেন।
দশে দশ পেয়েছেন।

৪| ১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




রুপা একদিন ঠিক ফিরে আসবে।

১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: তাতে লাভ কি?
সময় কি আর ফেরত আসিবে?

৫| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন: তাতে লাভ কি?
সময় কি আর ফেরত আসিবে?
==================

মনের মিল থাকলে, তারা একদিন সুখে ঘর-সংসার করবেন।

এই দিন না আসা পর্যন্ত, অপেক্ষা করতে রাজি আপনার বন্ধু?

৬| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:২২

রানার ব্লগ বলেছেন: রুপাদের কাজ কথা দেয়া আর শাহেদদের কাজ কথা শুনে হাজার কাল অপেক্ষা করা । প্রক্রিয়া চলমান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.