![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে । সেখানে ৭ বছর কাটিয়ে আবার চট্টগ্রামের হালিশহরে । ২০০০ সাল থেকে ঢাকায়। ভাল লাগে স্বপরিবারে স্ববান্ধব দ্যাশ ঘুরতে, যখন তখন। আমি অপেক্ষা করি বন্ধুর ই-মেইলের : [email protected]
(তার কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)
ইমোশনাল মানুষ তো হরহামেশাই দেখা যায়। স্বভাবতই মেয়েরা একটু বেশী ইমোশনাল হয়। পেশাগত কারনেও ইমোশন কম বেশী হয়। ডোম, কসাই, গোরখোড়দের ইমোশন কম হওয়ার কথা। আমাদের ব্লগের অনেকেই হয়ত ইমোশনাল।
সাংবাদিকদের পেশাগত কারনে ইমোশন কম হওয়ার কথা। কিন্তু আমাদের পরিচিত সিলেটের একজন সাংবাদিক ব্লগারকে দেখলাম খুবই ইমোশনাল। আমি ভাস্কর চৌধুরীর কথা বলছি, আমাদের প্রিয় ভাস্করদা। তার সাথে আমার একদিন মাত্র কথা হয়েছে ৫ মিনিটের জন্য। উনি কম লিখেন তাই উনার সব লেখাই আমার পড়া হয়। আমার সব হয়ত তার পড়াই হয় না। আমি জানি না তিনি দেখতে কেমন। মোটা না চিকন, লম্বা না বেটে, কালো না ফর্সা। তবুও তার সাথে কথা বলে আমার তাকে ভাল লেগেছিল।
ভাস্করদাকে দেখলাম খুবই ইমোশনাল। ব্লগের উপর অভিমান করে ব্লগও ছেড়ে দিতে চেয়েছিলেন। তার খুব প্রিয় এক বন্ধুর অনুরোধে আবার লিখছেন। তার সাথে ঐ কয়েক মিনিটের আলাপে তার নরম মনের খোজ পেলাম। মনে হল তিনি খুবই বন্ধুবৎসল। সাংবাদিকরা খবরের খোজ করেন। নিজে কোন খবর ঘটায় না। অন্যের দুঃখী গল্প পত্রিকায় লিখে। নিজে তার দুঃখ কমানোর কিছু হয়ত করে না। এইটা সাংবাদিকের দায়িত্বও না। কিন্তু আমাদের ভাস্করদার নিজে কিছু করার উদ্যম অনুভব করি। বিপদগ্রস্ত মানুষের সাথে মিশে যাওয়ার ইচ্ছা দেখি। ব্লগে আমরা ছাইপাশ যাই লিখি তার উৎসাহ দেয়ার ভাষায় কম পড়ে না। মনে হয় ডঃ জাফর ইকবালের মত লিখে ফেলেছি। এই ভাস্করদাকে ক্ষেপানোর জন্য একটা পোস্টে লিখেছীলাম পরবর্তী ব্লগার সম্মেলন সিলেটে করার কথা এবং সব খরচ সিলেটের ব্লগারদের। উনি ক্ষেপলেন না বরং দূরের ব্লগাররা কিভাবে যাবে তা নিয়ে টেনশন করলেন। আমার চেষ্টা ফ্লপ মারল।
কাল রাতে হটাৎ মনে হল এই মানুষটাকে যতটুকু বুঝেছি তাই নিয়ে লিখি। আমাদের প্রিয় ভাস্করদার সুখী জীবন কামনা করছি।
২| ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:০৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমাদের প্রিয় ভাস্করদার সুখী জীবন কামনা করছি।
৩| ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:২১
চির সবুজ বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ।
৪| ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:২২
ইমন০০৭ বলেছেন:
আপাদমস্তক তারুণ্যে উদ্ভাসিত আমাদের প্রিয় ভাস্করদা।
সুখী জীবন কামনা করছি দুজনের।
৫| ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৪৪
মিসকল বলেছেন:
এই জগন্য ভাল মানুষটাকে আমারও দেখার সুভাগ্য হয়নি। প্রথম পরিচয় ব্লগে, তারপর ফোনে। সে কি সুরেলা কন্ঠ, গুছিয়ে কথা বলা, এক কথায় আমিও তার প্রেমে পড়ে গেছি।
প্রেমিক এ মানুষটাকে আমারও শুভেচ্ছা।।
৬| ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৫২
`হাসান বলেছেন:
ভাস্কর চৌদুরী নামক সেই পারভার্টের কতা কইতাছো নাকি যে কিনা "গৃহকর্তার সাথে কাজের মেয়ের অবৈধ প্রেম অতপর পলায়ন" টাইপ রগরগা অশ্লিল বাংলা সিনেমা টাইপ কপিপেস্ট পোস্ট ব্লগে দিয়ে বিকৃত আনন্দ পেতে এবং তার বিকৃত মানসিকতা ফুটিয়ে তুলতো।
৭| ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৫৫
সাইফুর বলেছেন: সুন্দর লিখেছেন
৮| ০৮ ই মে, ২০০৮ দুপুর ১:৫৪
প্রীটি সোনিয়া বলেছেন: ভাস্কর দা এর মন্তব্য গুলো আসলেও খুব উৎসাহ দেয় লেখায়।ভালো লাগলো ++
৯| ০৮ ই মে, ২০০৮ দুপুর ২:৪০
কেএসআমীন বলেছেন: ভাস্করদা ও মুহীব ভাইয়ের সুখী জীবন কামনায়...
১০| ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: মেয়েরাই শুধু বেশী ইমোশনাল হয়, কথাটা ঠিক নয়। বিপ্লবীরাও ইমোশনাল হয়। বিপ্লবীরা হাঁসতে হাঁসতে দেশের জন্য ও দেশের জনগণের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দেয়। স্মরণ করা যেতে পারে, মাষ্টার দা সূর্যসেন, শান্তি-সুনীতি, তিতুমীর, ক্ষুধিরাম, মঙ্গল পান্ডে, শহীদ আসাদ, মতিউর'৭১-এর বীর মুক্তযোদ্ধারাসহ নাম জানা-অজানা আরও অনেকে।
তবে পেশাগত কারনে ইমোশনাল হওয়া ঠিক কিনা, তা নিয়ে নানা বিতর্ক আছে।
ডোম, কসাই, গোরখোড়দের প্রসঙ্গে যে কথা এখানে বলা হয়েছে, তাও কিন্তু যথাযথ নয়। কারণ ডোম, কসাই, গোরখোড়ও তো মানুষ, তাদেরও আবেগ আছে, অনুভূতি আছে।
ভাস্কর ও মুহিবের জন্য শুভ কামনা।
১১| ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
আবেগী মাহবুব বলেছেন:
ভাস্কর হইলো একটা লোল দি গ্রেট।
সে সব মহিলা ব্লগে লুলায়।
১২| ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
ভাস্কর চৌধুরী বলেছেন:
আবেগী মাহবুব @ সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আমি হাতে গনা ৫/৬ জন মহিলা ব্লগে মন্তব্য দেই। ২/১ জন বাদে সবাই আমার পরিচিত এবং ঘনিষ্টজন। যারা আপনার বোন, বন্ধু, সহকর্মী, এবং আপনার আমার মায়ের মত।
কিন্তু এতে অপরাধের কি?
আর আমি যদি একজন মহিলা ব্লগারকে মন্তব্য দেই তাহলে এর সাথে ১০ জন পুরুষ ব্লগারকে মন্তব্য দেই।
এক কাজ করেন মহিলা ব্লগারদের আপনাদের এই ব্লগে নিষিদ্ধ করে দেন। তাহলে আপনার আমার বোন, বন্ধুদের উপর কেউ আর লুলাবে না।
১৩| ০৮ ই মে, ২০০৮ রাত ৮:৩৮
শেখ রহিম বলেছেন:
যান্ত্রিকতার মাঝে বেঁচে থাকা একটি মানুষের গল্প.....! বোধ ও বোধগম্মের বহিঃপ্রকাশ যার মাঝে সর্বদা ছুঁয়ে যায়। ছুঁয়ে যায় ভাললাগা ভালবাসা......! সকলের তরে উজাড় করা ভালবাসা! নিজস্ব ভালবাসার থলেগুলো খালি পড়ে থাকা একটি মানুষের চরিত্রে। যে চরিত্রে মূল নায়কের দাবী আমি এই গল্পের নায়ক নই......নায়কত্বের ভাবলেস আমার মাঝে নেই....!
ভাস্কর চৌধুরী (ভাস্কর দা) কলম সৈনিক একটি মানুষের নাম....! নেশা ও পেশা সাংবাদিকতা। ভাস্কর দাকে নিয়ে একটা লেখা দেওয়ার ইচ্ছা অনেক আগ থেকেই ছিল। সময়ের জটিলতায় আর লেখা হয়নি। মুহিব ভাইয়ের এই পোস্টে কিছু লিখতে পারছি বলে নিজেকে ধন্য মনে করছি।
ভালো থাকুন মুহিব ভাই। আর ভাস্কর দা অনাহতকাল বেঁচে থাকুন আমাদের মাঝে এই ব্লগ পরিবারে.........
১৪| ০৯ ই মে, ২০০৮ রাত ১২:৫৪
সমকালের গান বলেছেন: ভালো লাগল।
১৫| ২২ শে মে, ২০০৮ সকাল ১১:৩২
এস রহমান বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০০৮ সকাল ১১:০০
প্রিয়তি বলেছেন: ভাল লাগলো পড়ে।
শুভেচ্ছা দুজনকেই।