নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু ভাল লাগে, কিছু লাগে না

মুহিব

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে । সেখানে ৭ বছর কাটিয়ে আবার চট্টগ্রামের হালিশহরে । ২০০০ সাল থেকে ঢাকায়। ভাল লাগে স্বপরিবারে স্ববান্ধব দ্যাশ ঘুরতে, যখন তখন। আমি অপেক্ষা করি বন্ধুর ই-মেইলের : [email protected]

মুহিব › বিস্তারিত পোস্টঃ

সেইন্ট মার্টিনে রিসোর্ট

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫

নিজের ঘুরাঘুরির দিকে একটা আগ্রহ সব সময় ছিল। তবে আমি ট্রাভেলার না, ট্যুরিষ্ট। আজকালকার ছেলেমেয়েরা যেমন হুট করে দল বেধে দুর্গম পাহাড়ি পথে চলে যায় বা গহীন বনে বা ঝরনার পাশে তা আমার কোন কালেই করা হয়নি। এমনকি বাকি জীবনে করব বলেও মনে হয় না।

আমি এখনও চাকরী করি। পাশাপাশি ব্যবসা করার ইচ্ছা ছিল। তবে ব্যবসা করাটা শুধুমাত্র টাকা কামাইয়ের জন্য না। মনের আনন্দও যেন থাকে সেইটা ছিল অন্যতম ইচ্ছা। এই করে করে ট্যুরিজম ব্যবসায় কি করে যেন জড়িত হয়ে গেলাম। আর তার পরপরই আসল সেইন্ট মার্টিনে রিসোর্ট লীজ নেয়ার সুযোগ।

প্রাসাদ প্যারাডাইজ সেইন্ট মার্টিনে বেশ পরিচিত একটা রিসোর্ট। এর মূল মালিক রিসোর্টটি লীজ দিয়ে দেন। রিসোর্টের লোকেশন আমার খুব পছন্দের ছিল। আগে দ্বীপে গিয়ে যেখানেই থাকতাম না কেন এই বীচে এসেই সাগরে নামতাম। তাই যখন এই রিসোর্ট নেয়ার সুযোগ হল তখন আর হাতছাড়া করলাম না।

সেইন্ট মার্টিন আমার প্রিয় একটা জায়গা। এই দ্বীপে খুব বেশী যাই নি। কিন্তু গেলেই ভাল লাগে। আমার এক বন্ধুর সহযোগিতায় এই রিসোর্টিটি আগামী তিন বছরের জন্য লীজ নিলাম। লোকেশন তো আগে থেকেই ভাল ছিল। এখন সার্ভিস আরও ভাল করার চেষ্টা।

আপনারা যারা সেইন্ট মার্টিনে যান এই রিসোর্টে থাকতে পারেন। মান উন্নয়নের জন্য পরামর্শ দিলে ভাল লাগবে। প্রয়োজনে যোগাযোগ করবেন ঃ ০১৭১৭-০২৯৮২, ০০১৭৯৬৮৮০২০৭ (ঢাকা অফিস)। আপডেট পেতে আমাদের ফেসবুকের এই পেজে থাকতে পারেন :

Click This Link

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: প্রাইস লিস্ট থাকলে কাইন্ডলি এড করে দেন।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩

মুহিব বলেছেন: একেক দিন একেক রকম রেট থাকে। আপনি কখনও গেলে আমাকে জানাতে পারেন বা উপরের নম্বরে ফোন করতে পারেন।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪

অতঃপর জাহিদ বলেছেন: নম্বর টা সেভ করে রাখলাম!

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

ল্যাটিচুড বলেছেন: গত ৪ঠা আগষ্ট সেন্টমার্টিনে রওনা হয়ে ছিলাম, সাগর উত্তাল থাকার কারনে জাহাজ ফেরত এসেছে, তাই শেষ পর্যন্ত যা্ওয়া হয়নি।

আপনাকে অনুসরনে রাখলাম।

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

মুহিব বলেছেন: যারা সেদিন গিয়ে আটকা পড়েছিল তাদের জন্য আমাদের রিসোর্টের দরজা খুলে দেয়া হয়েছিল। ব্যবসার জন্য না, মানবতায়।

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২১

মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রাসাদ প্যারাডাইস এর লোকেশন টা এমনিতেই দারূণ, সেন্ট মার্টিন গেলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

মুহিব বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৭

লিখেছেন বলেছেন: chomotkar

৬| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

ইমরান আশফাক বলেছেন: প্রাইস সন্মন্ধে একটু ধারনা দেন এই নভেম্বরের শেষের দিকে, কুপল ও সিংগেল/ডাবল বেড এর জন্য। খাওয়া-দাওয়ার সুবিধা সন্মন্ধেও জানতে চাই।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫

মুহিব বলেছেন: রেট তো চেন্জ হয়। আপনি যাওয়ার আগে আমাকে বা ঐ নম্বরে জানাতে পারেন।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

জুন বলেছেন: জেটির কাছে শান্ত নিরিবিলি প্রাসাদ প্যরাডাইজে বেশ কয়েকবছর আগে একবার ছিলাম। তখন ব্লু মেরিন হয়নি। খুব ভালোলেগেছিল। ব্লু মেরিন হওয়ার পর আর থাকা হয়নি প্রাসাদে। এবার গেলে আপনাদের আতিথ্য গ্রহন করতে চেষ্টা করবো ইনশাল্লাহ ।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪

এহসান সাবির বলেছেন: মুহিব ভাই আমি যোগাযোগ করব.....

৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: প্রাইস চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু একটু আইডিয়া দেয়া যাবে কি, প্রাইসের ব্যাপারে। আর দু,একটা ইনটেরিয়র/এক্সেটিরয়র ছবি আপলোড করলে ভাল লাগত।

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

মুহিব বলেছেন: ট১৫০০/নাইট.

১০| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

দ্যা টাকলু বস বলেছেন: ব্লগের ভাই ব্রাদারদের জন্য কোন বিশেষ সুবিধা নাই ?

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

মুহিব বলেছেন: অবশ্যই।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ১৩ নভেম্বর আসছি।

এসে বুকিং দেয়া যাবে কি?
কত তলায়? সাগরের ভিউ আছে কি? রুম নাম্বার কত?
ঢাকা থেকে বুক করলে অগ্রীম পেমেন্ট কিভাবে দিতে হবে?

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

মুহিব বলেছেন: আগে বুকিং দিলে ভাল রুম পাওয়া যাবে। চমৎকার একটা সি-ভিউ রুম আছে।

১২| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মুহিব ভাই ফ্রি থাকার ব্যবস্থা নাইক্যা?



















হা হা হা ... । মজা করলাম। তবে ভালো হয় প্রাইস লিষ্ট এবং কিছু ছবি দিলে। ধন্যবাদ।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: গিয়া আসলাম, অবকাশে ছিলাম, বিশেষ কারণে ফ্রি =p~
সবই তো খালি দেখলাম

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

মুহিব বলেছেন: হরতাল আর পরীক্ষায় লোকজন কম যাচ্ছে। ফাড়া কাঠতেছে না দ্বীপের। আপনারা বেশী বেশী গিয়ে আমাদের উদ্ধার করুন।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

ইমরান আশফাক বলেছেন: মুহিব ভাই আপনার প্রাসাদ প্যারাডাইজ রিসর্টের নাম্বার দিন, ঢাকার অফিসের নয়।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

আরমিন বলেছেন: রিসোর্টের ছবি দিলে ভালো হত! অনেক আগে একবার সেইনমার্টিন গিয়েছিলাম, আবার যে কবে যাওয়া হবে ! :(

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!

১৮| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:০১

সাইফুর রহমান পায়েল বলেছেন: ব্লগার ভাই ব্রাদাররা কি সুবিধা পাবে? আর অফ সিজনে কি খোলা থাকে এটা? থাকা খাওয়া সহ ২ রাতের খরচ কত পরবে? চার জন এক রুমে থাকতে চাই, না হলে কার্ড খেলবো কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.