![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫ ♪ ♫ ♪ ♫।গেয়ে উঠি হরিৎমুখর গান অথবা সুর। muiz_mahfuz@yahoo muiz_mahfuz@hotmail
কখনো হইনি অচেতন,জেগে আছি বহুবছরের ঘুম বিসর্জন দিয়ে
সমস্ত ঘুম উড়ে গ্যাছে বিভিন্ন রোদের উত্তাপে-
আমার শয়নভংগির অনাচারে সবুজ ঘাস হয়েছে হলুদ-
তবুও জানি আত্নমেহন নয় এ-কারো রুপে গুণমুগ্ধতা নয়।
স্রেফ সদর্থক জীবনের স্রোত।
স্রোত হল চলমান জলে থমকে থাকা পৃথিবীর রোদ।
এইসব ক্লান্তিতে নিরাময় নিয়ে এসো উত্তরের ঝড়,প্লিজ।
নিরাসক্ত ফুল কিংবা আসক্ত কীটের জীবন
আসলে আম্বুলেন্সের সাইরেনের মত সমান কাব্যিক।
আম্বুলেন্স ক্লান্ত হয়ে হাসপাতালের কাছে গিয়ে নতজানু হয়।
ভেতরে অসুখ,ভেতরে আসুরিক রোগ নিয়ে দৌড়ে চলা,
অতঃপর সেবিকার শুভ্রতা,চার্টশীট আর একদিন
জরুরী যানবাহন হেডলাইট জেলে বলবে,
তোমার আর একটা পিপড়ার ক্লান্তির ভংগিমায়
কোনোই পার্থক্য দেখিনা কখনোই।
আমার ক্লান্তিও আরব্য রজনীর বোতলের দৈত্যর মতো করে
মুক্তি পেয়ে গিয়েছে,
সরু ছিপি খুলে যায়,কোন আদম সন্তানের ভুলে মাশুল
এবং শেষমেশ ভয়ের বিলুপ্তি ও অভাব উথ্যাপন করা।
ক্লান্তিরা তবুও লিপ্সার বুদবুদে বন্দী থাকে,অক্লান্ত অবসর নিয়ে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৪
দেবদারু বলেছেন: দারুন লিখেছেন.............. আপনার উপস্থাপন কৌশলটাই ভিন্ন! ++
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: +++++
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভাইজান খুবই ভালো লাগলো পড়ে। ভালো লিখসেন খুবই। আরো লিখবেন এরকম......
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৯
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংকস,
ছন্নছাড়ার পেন্সিল
বিষাক্ত মানুষ
দেবদারু
তািরক টুকু
সবাইকে।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
মিরাজ বলেছেন: স্রোত হল চলমান জলে থমকে থাকা পৃথিবীর রোদ।
-----------------
ক্লান্তিরা তবুও লিপ্সার বুদবুদে বন্দী থাকে,অক্লান্ত অবসর নিয়ে।
বাহ!
চমৎকার ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৪
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংকস মিরাজ ভাই।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৬
অভিজিৎ বলেছেন: ক্লান্তিরা তবুও লিপ্সার বুদবুদে বন্দী থাকে,অক্লান্ত অবসর নিয়ে।
অনেক ভালো লাগল।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২১
মৃদুল মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫
মুয়ীয মাহফুজ বলেছেন: ধন্যবাদ মৃদুল ও অভিজিৎ-কে।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৬
সবুজ আরেফিন বলেছেন: 'স্রোত হল চলমান জলে থমকে থাকা পৃথিবীর রোদ।'
আপনি তো দেখি পৃথিবীর একটা চলমান বিষয়কে স্থিতি দান করে ফেলেছেন। চমৎকার!
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬
মুয়ীয মাহফুজ বলেছেন: সবুজ,
একটি গতি আরেকটি গতি সাকেক্ষে স্থির হতে পারে।
যেমন,দুটি ট্রেন যদি একই গতিতে পাশাপাশি চলে তবে তারা যে গতিতেই চলুক না কেন যাত্রীদের কাছে পরস্পরের ট্রেনগুলো থেমে আছে বলে দেখে মনে হবে।
তো,রোদের গতির কাছে স্রোতের গতি স্থিরতারও অনুগামী বটে।হাহাহাহা
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৮
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫০
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংক য়ু।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
সবুজ আরেফিন বলেছেন: মুয়ীজ ভাই লাইনটি পড়ে আমার এতো বেশী ভালো লেগেছে যে এই লাইনটি দিয়েই আমি একটা গদ্য লিখে ফেলার চিন্তা করছি। সমকালিন কবিতাকে যারা বুঝতে চাই না অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে। আসলে কবিতার পাঠক হওয়াটাও একটা প্রক্রিয়ার ব্যাপার। এটা কেনো অনেকেই বুঝতে চায় না, আমি বুঝিনা।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৩
সবুজ আরেফিন বলেছেন: এইটা তো বললেন বিজ্ঞানের কথা। স্রোতকে এরকমভাবে ভাবা যায়; এইভাবনাটা আমি কোনো বিজ্ঞানীর কাছ থেকে পাইনি। পেয়েছি একজন কবির কাছ থেকে।
'স্রোত হল চলমান জলে থমকে থাকা পৃথিবীর রোদ।'
আমার আক্ষেপটা এখানেই, আমি কোনো আপনার আগে স্রোতকে পৃথিবীর রোদ মনে করতে পারলাম। হা হা হা হা......
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৫
মুয়ীয মাহফুজ বলেছেন: সবুজ,
যাই লিখেন না কেনো ট্যাক্স দিতে হইবেক!!!
ট্যাক্স হলো আমাদের সহিত সেই লেখা শেয়ার করতে হইবেক!!!
ট্যাক্স=লেখা শেয়ার=নতুন লেখা!!!
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৬
নরাধম বলেছেন: +++++++++++++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৯
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংকু য়ু।
১৭| ০৯ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
অ রণ্য বলেছেন: এসব লেখাগুলো খুঁজে খুঁজে পড়তে বেশ রাগে
এবং পড়া শেষ হলে মনে হয় কেন
আগে পড়িনি
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৬
মুয়ীয মাহফুজ বলেছেন: ধন্যবাদ অরণ্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭
তারিক টুকু বলেছেন: ভালো লাগলো।
কিছুদিন পরপর ভালো ভালো লেখা পোস্ট করেন। ভালো লাগবে। ব্লগ দেখলে মনে হবে সময় নষ্ট হচ্ছে না।