![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫ ♪ ♫ ♪ ♫।গেয়ে উঠি হরিৎমুখর গান অথবা সুর। muiz_mahfuz@yahoo muiz_mahfuz@hotmail
আমাদের এ গানটি জি সিরিজ থেকে রিলিজ হওয়া বন্ধুতা এলবামে ছিলো।গানটি শুনুন
"পালিয়ে বাঁচি"
কথা ও সুর,কম্পজিশন,লিড ও রিদম গিটার:মুয়ীয মাহফুজ।
ভোকাল:প্রবর রিপন।
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি ।।
জলের ভাজে জ্বলছে আগুন,
অন্য গ্রহে পালায় ফাগুন,
অন্য কোথাও বইছে বাতাস।
চলনা,একটু কাঁদি...চলনা একটু কাঁদি।
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
অন্ধ হয়েছ বলে
কাব্যেরা বলেনি কথা!
রুপকথা বলবে বলে,
উৎসাহে ভাসছে নদী!
চলনা,পালিয়ে বাঁচি...চলনা পালিয়ে বাঁচি...চলনা পালিয়ে বাঁচি ।।
জলের ভাজে জ্বলছে আগুন,
অন্য গ্রহে পালায় ফাগুন,
অন্য কোথাও বইছে বাতাস।
চলনা,পালিয়ে বাঁচি...চলনা পালিয়ে বাঁচি।
অতিথি শিল্পী:
স্যাক্সোফোন:এ্যান্ড্রু মরিস।
বেস গিটার:শান্ত
পারকাশন ও অর্গান ও মিক্সিং:জুয়েল
এখান থেকে ডাউনলোড করুন
মনোসরণি দুইজনের ব্যান্ড।আমি(মুয়ীয মাহফুজ) ও প্রবর রিপনের ব্যান্ড।মনোসরণীর সমস্ত গানই এ দুজনের কথা সুর ও কম্পোজিশন নির্ভর।
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১২
মুয়ীয মাহফুজ বলেছেন: জটিল এখন তানজিল!!!
কি খবর?
আপনের জ্যাকসন গিটার দেখার দাওয়াত তো দিলেন না মিয়া!!!
২| ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৪
জামালiiuc বলেছেন: আগে গান ডাউনলোড করি। তারপর ---------
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫
মুয়ীয মাহফুজ বলেছেন: ঠিক আছে,
ধন্যবাদ।
৩| ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১
তানজিল আহমেদ বলেছেন: জটিল নিক এ পোস্ট দিতে পারছিনা রে ভাই , আর জ্যাকসন টা নিয়ে আমি ঢাকার বাইরে আপাতত , রিপন ভাই সৌভাগ্যবশত সেদিন এসেছিল বাসায় , দাওয়াত হবে আশা করা যায় , আপনার কি খবর !!
গান্টার acoustic ভার্সন্টাই কিন্তু অনেক বেশি সুন্দর ।
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৩
মুয়ীয মাহফুজ বলেছেন: ঠিক আছে আপাতত ফ্রী হন।পরে দেখা হবে।
হ্যা,আমাদের সলো এলবামে গানটার একস্টিক ভার্সনই দেবো।
ধন্যবাদ।
৪| ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৩
জামালiiuc বলেছেন: গান শুনেছি। ভালই তো
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৩
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংকস।
৫| ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪
হিমালয়৭৭৭ বলেছেন: গানের কথা এবং সুর দুটোই খুব সুন্দর, তবে শিল্পীর কণ্ঠটা ততটা সুরেলা না হওয়ায় মাঝে মাঝে মাধুর্য বিশ্রাম নিয়েছে.....তবুও গানটি বেশ কয়েকবার শোনার মত, আমি এখনো পর্যন্ত ৫বার শুনলাম, এখনো শূনছি....
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৬
মুয়ীয মাহফুজ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৬| ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: চমৎকার কম্পোজিশন
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
মুয়ীয মাহফুজ বলেছেন: ধন্যবাদ বিষাক্ত মানুষ।
আপনার ভালো লাগলো জেনে আসলেই ভালো লাগলো।
আবারো থ্যাংকস,ভালো থাকুন।
৭| ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭
অচন্দ্রচেতন বলেছেন:
দ্বিতীয়বার শুনে আরো ভালো লাগলো। অ্যালবাম কবে আসছে?
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯
মুয়ীয মাহফুজ বলেছেন: ধন্যবাদ।
এখনো কাজ শুরু হয়নাই রে ভাই
তবে শীঘ্রই আরম্ভ হবে বলে আশা রাখি।
ভালো থাকুন।
৮| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৫
ফারহান দাউদ বলেছেন: অ্যাকোস্টিকটা দারুণ লাগসে।
১৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৫
মুয়ীয মাহফুজ বলেছেন: ধন্যবাদ ফারহান।
৯| ১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
সুতরাং বলেছেন: মুয়ীয, আপনার কিছু গানের সফট্ কপি আমাকে মেইল করতে পারেন? এই সময়ে যারা (যে কবিরা) গান লিখছে, তাদের গান নিয়ে একটা ফিচার লিখছি একটি ম্যাগাজিনের জন্য। ২/৩ দিনের মধ্যে পাঠালে ভালো হয়।
১৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:১০
মুয়ীয মাহফুজ বলেছেন: পাঠিয়ে দেবো শাওন।আপনার মেইলিং এ্যাড্রেসটা দরকার।
তবে কাল পরশু পাঠাই।একটা কথা,গানের কথা নাকি রেকর্ডিং দরকার?একটু জানাবেন ক্লিয়ার করে।গান গুলার ডেমো রেকর্ডিং তো সবগুলোর নাই...বড়জোর একটা কি দুইটার ডেমো রেকর্ডিং করা আছে।নাকি শুধু গানের কথা পাঠাবো?
ধন্যবাদ।
১০| ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৩
মাঠশালা বলেছেন: তোমায় যতটা না চিনি
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭
মুয়ীয মাহফুজ বলেছেন: তুমি জলে আগুন জ্বালো।
১১| ১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৭
তানভীর রাতুল বলেছেন: দোস্ত ভালো লাগছে তোমার(তোমাদের) গান । আর কোনটার লিংক থাকলে পাঠাও জলদি।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংকুয়ু্,আছে,কিন্তু ডেমোগুলির কন্ডিশন দেয়ার মতো না,এই রেকডিং শোনার চেয়ে না শোনাই ভালো।
ভালো থাক।
১২| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৬
মহাকালর্ষি বলেছেন: কিছুদিন আগে সম্ভবত চারুকলার বকুলতলায় আপনাদের গানটি প্রথম শোনার সেৌভাগ্য হয়েছিল এবং আপ্লুত হয়েছলাম এই ভেবে যে যাক, কেউ কেউ গানের হাল ধরেছে। খুব ভালো লেগেছিল ঐ রাতে। ধন্যবাদ।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪১
মুয়ীয মাহফুজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।
১৩| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০০
মহাকালর্ষি বলেছেন: কেবলই আবার শুনলাম। তবে ঐ রাতের মত অতটা স্বাদ পেলাম না।
হাল ছাড়বেন না প্লিজ, আরও অনেক অনেক আশা করছি।
আমার এবং আমাদেরটা এখনও স্বপ্ন-পর্যায়েই রয়ে গেছে...
কবে যে শালার সময় হবে...
আবারো ধন্যবাদ।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪৫
মুয়ীয মাহফুজ বলেছেন: এটা ঠিক যে রেকর্ডিং এ বিভিন্ন এরেন্জমেন্টের কারণে গানটির একস্টিক ফ্লেভারটা নেই।
ঠিক ধরেছেন,চেস্টাই করে যাচ্ছি মূলত,পথ বেশ কঠিনই মনে হচ্ছে।আপাতত হাল ছারছি না।
আশাকরি আপনার স্বপ্নটিও অচিরেই সত্য ও বাস্তব হয়ে দেখা দেবে।
আচ্ছা,আমরা কি পরিচিত?
ভালো থাকুন।
১৪| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪৬
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: কথাগুলো সুন্দর....
ভাল থাকুন।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫০
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংকস সৈয়দ আফসার,ভালো থাকেন।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
মহাকালর্ষি বলেছেন: ব্লগে সদ্য পরিচিত। তবে আর কোনভাবে.....মনে পড়ছে না তো।
আপনার?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০২
মুয়ীয মাহফুজ বলেছেন: আমারও না......তবে মনে না পড়লেও
মহাকালের ঋষিরা সময়ের সকল মাত্রায় সমানভাবে উপস্থিত ও অনুপস্থিত উভয়ই থাকে।
ভালো থাকুন।
১৬| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৯
মানুষ পাখি বলেছেন: ভাল লাগে গানটি. . .
১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:২৮
মুয়ীয মাহফুজ বলেছেন: থ্যাংকস
১৭| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভাই আপনি মনোসরনির লোক? গানটা আমার খুবই প্রিয়।
১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৩
মুয়ীয মাহফুজ বলেছেন: মনোসরণির লোক আমি।
ধন্যবাদ।
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬
অদিতি মৃণ্ময়ী বলেছেন: লিঙ্কে গানটা পাচ্ছিনা, অন্য কোন লিঙ্ক আছে কি? থাকলে একটু দেন প্লীজ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১০
তানজিল আহমেদ বলেছেন: রিপন ভাই একলাই যখন গাইত অসাধারন লাগত ।