নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

আমার মা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সময়ের পরিবর্তনে মানুষের মানসিকতা পরিবর্তন হয়.....

আমার কথাই বলি ছোটবেলা ক্ষিদে লাগলে কাঁদতাম মায়ের কাছে দুধ চাইতাম.....একটু দুধ পেলেই যেন আমার সব চাওয়া পুর্ণ....!
একটু বড়ও হলাম মায়ের কাছে একটু বিস্কিট চাইতাম মা বকা দিত ওটুকু পেলেই আমার সব চাওয়া পুর্ন......
স্কুলে ভর্তি হলাম প্রতিদিন মায়ের কাছে ১০ টা টাকা চাইতাম..... টাকা পেলে আমার সব সাদ পূর্ণ হত...
অনেক দিন এভাবে চলছে যদিও টাকার অঙ্কটা বাড়ছিল..,,,...
এই স্কুল জীবন পর্যন্ত মায়ের বকাটা কে খুব বিরক্ত লাগত.....
আজ মায়ের বকাটা চেয়ে নেই, খুউব ভালও লাগে...,.!
আজ যদি বলেন মায়ের কাছে কি চাই..,,.?
আজ আমার চাওয়ার ফর্দ টা অনেক ছোট্ট শুধু চাই যতদিন বাঁচবো ততদিন যেন আমার মা আমার দিকে হাসিমুখে তাকায়......
আমাকে একটু দুআ করে...!!!!!
মন চায় আজ মাকে অনেক কিছু দেই.....!
কিন্তু আমি যেরকম চাইতাম মা তো ওরকম চায় না..... ! চাইবে কেমনে মা আজও বিশ্বাস করে না আমি যে অনেকটা বড়উ, অনেক বুঝি....!
সে ভাবে আমি অনেক অবুঝ.....,!!!.
আর চাইলেই কি হবে মা যা দিয়েছে তা দেয়া কি আদৌ সম্ভব..!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.