নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

জীবন যখন বোঝা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫



বেলা ফুরাবার নয়
সেতো কঠিন দুঃসময়
বৃক্ষ ছায়ে অবশ দেহে
বসেছে নিরঞ্জন......।।।

নিরঞ্জন যে নামটি তাহার,
মা ডাকিত নিরু।
পুর্ব পাড়ার জেলে বস্তির,
কুড়ে ঘরে যার শুরু...।।

নিরু জেলে জাল ধরিত,
শেওলা নদীর পারে।
বিকাল বেলা হাটে যেতো,
ডিঙ্গি নৌকা বেয়ে...।।।

সারাটা দিনের শ্রম যে তাহার
ক্ষনিকে দিতো বেঁচে।
অর্ধশত টাকা পেয়ে
হাঁসি ফুটাতো মুখে।

বিশ টাকা দি চাল কিনিতো,
দশ টাকাতে ডাল।
পনেরও টাকায় বাকি সবটুক,
পাচ-টাকাতে পান...।।

সারা দিনের শ্রান্ত নিরু,
ফিরলো এবার ঘরে।
সারাটা দিন মাছ ধরে সে,
মাছ নাহি তার ঝুঁটে...।।

অবলা দু'জীব সপ্ন ভুনে,
ভাঙ্গা কুড়ে ঘরে।
তাদের ঘরে আসছে বাবু,
মাস খানিকের পরে...।।

ঘরের লক্ষি বলে উঠিলো
সেদিন মধ্যো রাত,
সুনেছো ওগো ভেবে দেখেছি
লক্ষি যে তার নাম রেখেছি...।।

এভাবেই কাটছে তাদের
অভাবি সংসার।
অর্ধ খেয়ে নিদ্রা যেয়ে,
ছেঁড়া ছেঁচড়া কাপড় পরে...।।

বছর দশের পরে,
নিরুর ঘরে যোগ হয়েছে,
আরও সাতটি ছেলে,
আহঃ কি কষ্টে আছে জেলে...।।

সেদিন দুপুর বেলা,
রোষ্ট-রোদ্র ডেলা।
বড্ডও জ্বরে কাপছে শরির,
নিরুর সারা বেলা...।।

খরার দিনে জাল শুকিয়ে,
ঘা খাটুনীই কাজ।
কাঁদছে নিরু চিৎকার করে,
জ্বর সারিয়ে উঠবে কবে...।।

সব বাবুরা কাঁদছে দেখে,
নিরুর মনে কষ্ট জাগে।
উঠে বসে নড়ে চড়ে,
উজানতলির হাটে যেতে...।।

সেদিন না হয় নিরূ,
হাটে থেকে ধার করে।
অল্প কিছু খাবার এনে,
কাঠিয়ে দিলো রাত।।

প্রশ্ন আমার এই সমাজের
নিরুর মতো সবার কাছে।
দুঃখ কি আর এমনি আসে?
নিজের কামাই দির্ঘঃশাসে...।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: জীবন এখানে বিষাদ - করুণ :(
অনেক সুন্দর লিখেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

মোজাহিদ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

সৈয়দ খায়রুল আমীন বলেছেন: খুব সুন্দর হয়েছে @ মুজাহিদ ভাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.