নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

অবহেলিত

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭



আমি দুর্বল আমি অসহায়
আমি নির্যাতিত অবলা ।
আমি নিঃস্ব আমি রিক্ত,
করুনা কামি সারাবেলা।

আমি সেই অবলা নারি,
পরগাছার মত বাঁচি।
জীবন যেন শঙ্কা আমার,
পরাধিনতার গ্লানি।

শোষিতের এই সমাজে আমি,
কেমন করছি থাকি,
অচেতন এই জীবন নিয়ে,
একাই বসে ভাবি।

হতাশ আমি ইতিহাস খুঁজি,
এই কি আমার সব।
বিশ্ব নবি দেখিয়ে দিলেন,
জয় জয়াকার রব।

বিদ্রোহি কবি প্রেরনা দিলেন,
নতুন করে বাঁচার।
মরে গিয়েও বাচতে শিখেছি
অনুপ্রেরনায় তাহার।

রোকেয়া নামের সেই মহীয়শি
আলোর মসাল জ্বেলে।
অধীকার আদায় শিখিয়ে গেলেন,
চোখে আঙ্গুল দিয়ে।

মায়ের জাতী সম্মান আমার
করুণার কথা কেনো ?
পুরুষ তাতে কি হয়েছে,
বড়াই কেন এতো ?

নারির বেলায় সমাজ কেন,
এতই বেগবান ?
পুরুষ জাতের বাহবা সব,
আর নারির বদনাম।

দশমাস তরে পেটে ধরেছিল
কতনা যত্ন করে।
সেই পুরুষে বদনাম করে,
হাঁটাচলা টাই শিখে।

তার পরেও ক্ষান্ত নেই ,
নারীরা মায়ের জাত।
ঘরে ফিরলেই খাবার যোগায়,
পাতে পড়ে তাতে ভাত।

আমার বেলায় কানাঘুষা সব,
তোমার বেলায় কি?
পুরুষ বলে জয় জয়াকার
সেই যুগ আছে কি ?

জ্যান্ত মোদের কবর দিয়েছো,
আজো ভুলে যাই নি।
বিনিময়ে আজোও সেবা করে যাই,
শোধ কিছু চাই নি।

প্রাপ্তি মোদের যতটুকু,
তার সবটুকু পাই নি।
মুর্তির মতো দাঁড়িয়ে আছি,
আমি যে হতভাগি !!

তোমাদের কাছে বজ্র কন্ঠে ,
এটুকুই বলে যাই।
বিধাতার দেয়া উঁচু শীর নিয়ে,
বাঁচিবার আমি চাই ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.