নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

দিন মজুর

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬



তোমরা করো নীতি চর্চা
বইয়ের পাতা ঘেঠে।
ওরা খুঁজে বাস্তবতা,
রাস্তা-ঘাঠে শুয়ে।
দুপুর বেলা ঘুম ছেড়ে ,
ব্র্যাকফাষ্ট করো কতো।
কৃষক পাড়ার করিম চাচা,
বড্ড ব্যাস্ত উনি।
প্রভাতে উঠে কাঁথা ঝেড়ে ফেলে,
হাল নিয়ে ছুটে মাঠে।
জেলে বস্তির সমির মিয়া,
জাল বুনে মাছ খুঁজে।
মাঝি পাড়ার কলিম উদ্দিন,
ডিঙ্গি নিয়ে ভাসে।
রেল বস্তির পিচ্চি টুকাই,
বস্তা কাঁধে ছুটে।
কলোনি পাড়ার আবুল মিয়া,
রিক্সা নিয়ে ঘুরে।
মিলির মায়ে অবসর নেই,
সাহেবের বাসার মাসি।
বেস্যা-পাড়ার অজিতা দেবি,
ফুপরে ফুপরে কাঁদে।
কালো চশমায় বাবু সেজেছো,
লাগছে কতনা ভালো।
কোট-টাই আরো ঢের হয়েছে,
সাজবে নাকি আরো ??
বৃদ্ধ আছেন করিম চাচা,
দারিদ্রতার ঘাটি।
ছেঁড়া বস্ত্রে অন্ন যোগায়,
পুরোটা দেশের লাগি।
জেলে বস্তিতে অভাব অনেক,
খাবার জুটানো দায়।
চেয়ে দেখতে লজ্জা লাগে,
এ কোন সম্প্রদায়।
অজিতা দেবি বেস্যা পাড়ায়
মিন্টু সাহার সাথে।
সে অনেক গভীরের কথা,
না হয় থাকলো ডাকা।
খোলা দেহে তার ঢাকনা কিসের?
উদর পুর্তি শ্রেয়।
এসব দেখে সদ্য শিশু...
ঘৃনা করে এই সমাজের...।
কোট টাই পরা সব মানুষের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.