নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের দুরত্ব

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫



এই তুমি আমার সাথে আজ ওরকম করছো কেন? বাহিরে গেলেই হাসি খুশি আমার কাছে আসলেই মুখ ভার করে বসে থাকো..... নিজেকে কি ভাবও.... আমি কি তোমার কাঁধে বসে আসি.... নিজের মতো করে ঘর ঘোচাচ্ছি, রান্না করছি..... এতো কিছুর পরও হচ্ছে না...... আমার ওগুলির তুমার কাছে কোন দাম নেই....? ঘর ঘুচাতে ঘুচাতে কথাগুলি বলছিল ফারিহা......
অরুনের ভাব দেখে মনে হচ্ছে কেউ যেন তাকে হাতুড়ী দিয়ে তাকে আঘাত করছে.......!!!!
ফারিহা খুব সহজ সরল একটি মেয়ে..... মনে হয় স্রষ্টা সব ভালবাসা তাকেই শিখিয়েছে... নিজেকে নিয়ে যতটা না ভাবে তার চেয়ে বেশি ভাবে অরুণকে নিয়ে.....
স্রষ্টার কি অপার মহিমা.... অরুন কি কোনোদিন ভাবতো ফারিহা নামের কেউ তার অবিভাবক হয়ে.... তাকে সর্বক্ষণ জ্বালাবে.... অরুনের জীবনে যতটা না হওয়ার সম্ভাবনা তার চেয়ে বেশি আশঙ্কা করবে?
অরুণ কম নেই... প্রতিদিন লুকিয়ে একটি চকলেট নিয়ে আসতো ফারিহার জন্য...! মনে হত এই চকোলেট এর মাঝে তাঁর সব ভালবাসা লুকিয়ে আছে... ফারিহা যতটা না মজা লাগতো তার চেয়ে বেশি মজা করে খেত.......!
আজ কাল ভীষন ব্যাস্ততার মাঝে ফারিহাকে সময় দিতে পারছে না..... তবে সে যে ফারিহাকে খুব ভালবাসে না তা না.....
মনের গভীর থেকে ভালবাসে..... ব্যাস্তময় জীবনে তার প্রকাশ হয়ত অন্যরকম......!
ফারিহা সেটা মেনে নিতে পারছে না....! এত্ত ভালবাসার মাঝেও হারিয়ে যাচ্ছে অরুন....! যার মুখে একটু হাসি সর্বক্ষণ দেখতে চাইতো.... প্রতিটি মুহূর্ত যার সাথে কাটত সেই অরুণ আজ এত কথা বলার পরও ভাব নিয়ে বসে থাকে.....
আজকাল অরুণ বড্ড বেশি স্বার্থপর হয়ে গেছে....!
তবে মেয়েটি নাছোড়বান্দা সর্বক্ষণ অধীকার আদায়ের গেটগেটানি। অনেক কিছুর পরও অরুণের একটি মিষ্টি কথা ফারিহার পৃথিবীই আলোকিত হয়ে যেত...
কিন্তু আজকাল অরুনের সময় না দেয়া তাকে হতাশ করছে...
একটি সুখের সংসারে ওভাবেই অবিশ্বস্ততা আর তিক্ততা চলে আসে....
কিছুই করার নেই এই হল ব্যাস্ততা..... জীবনের টানে জীবনের প্রয়োজনে অনেক কিছু মিস করতে হয়.....
হাজারো ব্যাস্ততার মাঝে বলি তবুও ভালোবাসি !!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.