নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

‎মানবতা‬

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২১



আমি দিশেহারা হয়ে পৃথীবির মাঝে
মানবতা খুঁজে ফিরি,
মানবপ্রেমির কাছে কোন এক গুধুলিতে
খুঁজে ফিরি মানবতার রঙ।
চলেছি সেদিন দুরগম পথে একা আমি
হেটে হেটে ভীতাতুর মনে,
গহীন আরণ্য ঘেরা নদীর কিনারে,
পেয়েছি খুঁজে বালিকার লাশ,
আঁচড়ানো দেহ আর কামড়ানু মুখে,
নগ্ন হয়ে শুয়ে আছে সে।
তার নাম মানবতা ? পেয়েছি খুঁজে
ধর্ষিত রুপে প্রকাশিত হবে !!

ওরা জ্যন্ত মানুষ ভাসিয়ে দিয়েছে,
উত্তাল ডেউয়ের সাগরের মাঝে,
হাহা-কার করে কেঁদে ওরা মরে ।
চিৎকার করে স্রষ্টাকে বলে,
জমিনের মালিক করেছ কারে ??
তার নাম মানবতা ?পেয়েছি খুঁজে
জুলুমের রুপে, প্রকাশিত হবে !!

এইতো সেদিন রাতে ভুড়ি পুরে খেয়ে,
বেরিয়েছি আমি যেতে ওপারে,
হাভাতি ঘরে কান্নার আওায়াজ,
সমাজের তাতে নেই কোন লাজ।
তার নাম মানবতা ? পেয়েছি খুঁজে ,
পিচাশ রুপে প্রকাশিত হবে !!

এইতো সেদিন বিয়ে দিয়েছিল,
গরিব ঘরের কৃষানীর মেয়ে।
কিছু দিন গেছে দুর্ভুগ করে,
দুঃসহ যন্ত্রনা অশ্রু পুহায়ে।
অবলা মেয়ে তার বাবু দুটি আছে,
শুনেছি সে নাকি চলে এসেছে,
তাকে নাকি দিতে হবে বিঘে দুই বেঁচে।

তার নাম মানবতা ? পেয়েছি খুঁজে,
নিষ্টুরতায় প্রকাশিত হবে !!

.............................. সঙ্কেপিত

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: মানবতা শুধুই কাঁদে।
+++++

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১

মোজাহিদ আলী বলেছেন: হাঁসানো যায় না দাদা?

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


এসব মানুষের জন্য আমাদের সম্পদ আছে; তারেক, কর্ণেল ফারুক, ফালু, সালমান, জয়, খালেদা জিয়া, ওরিয়ন, বসুন্ধরা, মেজর মান্নানেরা দখল করে রেখেছে।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

মোজাহিদ আলী বলেছেন: কে বলছে ভাই ওদের ভুড়ি অনেক মোটা ওদের ই পোশায় না আর ...................???? এদের চেয়ে অরাই ভালো !!

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:



মানবতার জয় হোক।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২২

মোজাহিদ আলী বলেছেন: ভাই মানবতা আপনার কথায় লজ্জা পাইছে.......... হে হে হে !!!!!! তবুও বলি জয় হোক মানবতার।

৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: হাসানো যায় কিন্তু আপাতত নয়। কারণ আমরা মানুষরা এখন অমানুষরে পর্যায়ে আছি। আবার যখন মানুষ হবো তখন হাসানো যাবে। পরিবর্তন আসবেই।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

মোজাহিদ আলী বলেছেন: আমি আশাহত মাঝে মাঝে মনে হয় সমাজের এমন অধঃপতন অবলোকন করার চেয়ে নির্জন কোথাও চলে যাই!!

৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: না, আশাহত হওয়া যাবে না। তাহলে সব শেষ। সমাজে এখনো অনেক ভাল মানুষ আছে। এই জন্য সমাজ একবারে শেষ হয়ে যায়নাই।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

মোজাহিদ আলী বলেছেন: ভালও মানুষ গুলি আজ বড় অসহায় দাদা

৬| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: বাস্তবতা খুব লিখেছেন । কিন্তু মানুষ তো নিজের প্রতিই মানবিক না, তা না হলে সে নিজেকে এভাবে প্রকাশ করতো না ।

কবিতায় ভাললাগা ।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে হে সত্যিই মানুষ নিজের প্রতি মানবিক না তাইতো নিজেকে এভাবে প্রকাশ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.