নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

অবহেলায়

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩



জানি আজ খুব কাছে আছি অবহেলায়,
এত্ত জ্বালাচ্ছ! এত্ত কথা! আহঃ বিরক্তি।
একদিন সেই কথা খুব জ্বালাবে তোমায়,
নিদ্রাহীন চোখের জল বালিশ বেজাবে,
কি আকুতি সেই বিরক্তির কথা শুনার;
খুব দূরে নয় এইতো কাছে কাঁদবে তুমি,
জানি খুঁজবে আমায় গায়কের মলিন সুরে!

উফঃ একটু একা থাকতে দাও! কি হইছে?
ওখানে কি? কোথাও যাও ঘুরে এসো,
তাড়ানোর কর্কট সুর শুনে ভাবতাম ;
হয়তো আমি ঘাড়ে চেপে বসা কোন ভুত!
ভেবোনা খুব দূরে নয় সঙ্গিহীন অবেলা,
নিদ্রাহীন নিশ্চুপ রাত কাঁদাবে তোমায়;
জানি খুঁজবে আমায় ঘোর নিশি রাতের তারায়!

কপালের টিপ লাল নয় নীল তোমার কি?
শোন কখনো আমায় উপদেশ দিতে এসোনা!
কি বুঝ তুমি হে? কিনে দিতে পারো হীরের হার!
খুব সোহাগে দিয়েছিনু আমি শঙ্খের মালা,
কথা শুনে ভাবি অসহায় আমি এটুক সাধ্য নেই!
খুব দূরে নয় টিপ দিতে গিয়ে কাঁদবে তুমি,
জানি খুঁজবে আমায় শঙ্খের মালা হাতে!

চিমটি কেটে বলেছি আমি ভাত খেতে এসো,
আমি খেলে খাবো তোমার কি? নিজে খাও গিয়ে।
তার নাম ভালোবাসা? নাহঃ এ আমার ভুল দেখা।
ভালোবেসে যাবো আজীবন ভরে জ্বালাতন করে।
সুঃখ খুঁজে নেব তোমার অগ্নিসম কর্কট সুরে।
খুব দূরে নয় কাঁদবে তুমি অঝোর ধারে,
জানি খুঁজবে আমায় অন্ন হাতে অনুশোচনায়।

জ্বালাতাম খুব বেলা অবেলায়,চঞ্চলতায়,ভালোবাসায়
সেই জ্বালানোটা হারিয়ে যাবে সন্ধ্যাবেলার সুর্যের সাথে।
উঁকি দেবে শুধু গভীর রাতের মিটিমিটি তারার সাথে,
তবুও বিশ্বাস আমার ভালোবাসো তুমি কর্কট সুরে !!!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২

বিজন রয় বলেছেন: আপনার কবিতা যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৬

মোজাহিদ আলী বলেছেন: দাদা লজ্জা দিলেন? আপনার ধারে কাছে ঘেঁষা অসম্ভব ,
তবুও প্রেরনা পেলুম। ধন্যবাদ আপনাকে

২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭

বিজন রয় বলেছেন: উপরের একটি মন্তব্য মুছে দিন দয়াকরে।

এই কবিতায় এমন কিছু শব্দ, উপমা, অভিব্যক্তি এনেছেন এককথায় যা অনবদ্য।
আপনার ভিতরে অজস্র কবিতা সুপ্ত আছে।
সব জ্বলে উঠুক এমনি ভাবে।

জয় জোক আপনার।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৫

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ দাদা ,
তবে আমি এতো নই যতোটা বলছেন !

৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২

কল্লোল পথিক বলেছেন:








চমৎকার কবিতা।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.