নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৩




সে যে অনেক দুখের কথা,

বছর খানিক আগে।

পেয়েছিনু এক বন্ধু আমি,

অনেক দূরের পথে।

সদা হাস্য সদালাপী,

মিষ্টি মুখের হাসি।

কণ্ঠ তাঁহার কতনা মধুর

কোকিল সম ভাবি।

কথা হতো দীর্ঘ সময়

খোঁজ নিত যে কতো।

ভাবতাম আমি ওমন মানুষ

আছে কি অতো শত ?

আমার সকল মনের কথা

কইতাম আমি তাঁরে।

কতো শতও বুদ্ধি আমায়

দিতো যে আপন ভেবে।

সব গুলি যে হারিয়ে গেলো

কিছু দিনের পরে।

ভাবছি আমি এ কুনো নিয়ম

পৃথিবীর উপরে?

জগৎ জুড়ে এক জাতি আছে

সে জাতির নাম বন্ধু জাতি,

মৃত্যু অব্দি সৃষ্টি হবে,

কতো শতও হারিয়ে যাবে

জীবন নামের স্রোতে।

তাদের মাঝে বলছি তোকে

পারলে আমায় মন গভীরে,

একটু খানি রাখিস এঁকে.......!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮

এম এইচ নাজমুল বলেছেন: ভালো কিন্তু আরো ভাল হতে পারত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.