নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

অসহায়ের আর্তনাদ

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

বিয়ের রাতেই আমাকে জাস্ট ছিঁড়ে খেল ও!’'বিয়ের রাতেই আমাকে জাস্ট ছিঁড়ে খেল ও!'”বিয়ের দিন আমি খুব অসুস্থ ছিলাম। বিয়ের যাবতীয় ধর্মীয় আচার, অতিথি অভ্যর্থনা করতে খুব কষ্ট হচ্ছিল। গায়ে ধুম জ্বর নিয়েই সব করে যাচ্ছিলাম দম দেওয়া পুতুলের মতো। রাতে যখন ঘরে ঢুকলাম, তখন আমি ক্লান্ত, অসুস্থ, পরিশ্রান্ত। জ্বরটা বেড়েছে। আমি স্বপ্ন দেখেছিলাম, বিয়ের রাতের সেই চরম মুহূর্তটা আমি আমার ভালোবাসার মানুষটির সঙ্গে চরম উপভোগ করব। কিন্তু সেদিন আমার সেই সামর্থ্য ছিল না। কিন্তু সেই একটা রাতেই যেন সব স্বপ্ন চুরমার হয়ে গেল। অসুস্থ শরীরটাকেই ছিঁড়ে খেল তথাকথিত স্বামী।”এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির বাসিন্দা বৃন্দা নামে এক নারীর সঙ্গে। বিবাহিত জীবনেও প্রতি মুহূর্তে কী ভাবে ধর্ষিত হন নারীরা, তারই নৃশংস নজির এই বৃন্দা।সদ্য প্রকাশিত ইন্টারনেট দুনিয়ায় বৃন্দার খোলা চিঠি ফেলে দিয়েছে আলোড়ন। কী ভাবে বিয়ের প্রথম রাত থেকেই স্বামীর নির্মম লালসার শিকার হয়েছেন তিনি, খোলা চিঠিতে লিখেছেন সবই। উদ্দেশ্য, সমাজের ভয়ে মুখ খুলতে না-পারা সেই সব অত্যাচারিত নারীদের সজাগ করা। পাঠকদের জন্য রইল বৃন্দার সেই খোলা চিঠি। বৃন্দা লিখেছেন-”আমি সব সময়ই ভেবেছিলাম, স্বামীকে খুব ভালোবাসব। দেহ, মন- সব কিছুই তাকে দেব। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমি হয়ে গেলাম স্রেফ একটা রক্ত মাংসের দেহ। যা নিয়ে যেমন ইচ্ছে খেলা করবে আমার স্বামী। বিয়ের দিন রাতে ঘরে ঢুকতেই আমাকে পিছন থেকে জাপটে ধরল স্বামী। আমার তখন মাথা ঘুরছে। গায়ে তীব্র জ্বর।বললাম, কাল সকালে এসব করলে হয় না। শরীরটা খুব খারাপ। হিংস্র প্রাণীর মতো কোনও কথাই সে শুনল না। আমার শরীর থেকে পোশাকগুলো কার্যত ছিঁড়ে ফেলল সে। আমি কাঁদতে শুরু করলাম। বললাম, দোহাই তোমার, আমার ভয় করছে। বলল, প্রথমদিন সবার ভয় করে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু ও পাশবিক শক্তি দিয়ে আমাকে শুইয়ে দিল। বলল, আমি তোমার স্বামী, কিচ্ছু হবে না। আমি বললাম, আমাকে অন্তত আজকেররাতটা সময় দাও। সে বলল, অনেক দিন ধরে অপেক্ষা করছি, আর পারছি না। তারপর আমাকে নিয়ে মেতে গেল। ওদিকে আমার হৃদয়টাও ভেঙে চুরমার হয়ে গেল।””আমি শুধু ভাবছিলাম, কিছুক্ষণ আগেও তো আমি পবিত্র ছিলাম। এক মুহূর্তে সব শেষ। আমি শুধুবললাম, তুমি এটা ঠিক করলে না। স্বামী বলল, আমিএই মুহূর্তটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। তারপর আমাকে জাপটে ধরল। যেন মোটা দড়ি দিয়ে আমায় বাঁধল। এবং অসম্ভব রেগে গেল।বলল, তোমাকে এই মুহূর্তটা উপভোগ করতেই হবে। তুমি এখন আমার স্ত্রী। অতএব, আমি যখন ইচ্ছে তোমার সঙ্গে সেক্স করব। যা করছি, করতে দাও। আমি ভয়ে, ঘৃণায় কুঁকড়ে গেলাম। আমি ধর্ষিত, কারণ বিয়ের রাতেই আমাকে জাস্ট ছিঁড়ে খেল ও!””তারপর থেকে যতবার ও আমার দেহটাকে উপভোগ করত,ততবার আমাকে অপমান করত। সব সময় শুধুই সেক্সের কথা বলত। কোনও গল্প করত না। প্রত্যেকটা দিন আমি ধর্ষিত হতাম। আমার শরীরটা থাকত বিছানায়। মনটা পড়ে থাকত অন্যদিকে। আমি মাটির পুতুলের মতো শুধু যা বলত শুনে যেতাম। ও আমায় রোজ বলত, আমি ওর যোগ্যনই। আমার যৌনচাহিদাই নেই। আচ্ছা, বিয়ে মানেই কি শুধু যৌনতা?””আমাদের সন্তানও হল। তারপরেও প্রতিরাতেই চলত ধর্ষণ। কেন জানি না, ও যখনই আমার উপর শুতো, তখনই আমি চলে যেতাম অনেক অনেক দূরে। এই ভাবেই একদিন বুঝতে পারলাম, ও পরকিয়া করছে। অন্য নারীতে মজেছে। একদিন ওকে বোঝালাম, শুধু শরীরটাই সব। আমরা একে অপরের মনটাকে বুঝব না? একে অপরকে সম্মান করব না? না, ওর কাছে স্ত্রী মানে শুধুই যৌনসুখ।””কেন বোঝাতে পারলাম না, একেই ধর্ষণ বলে। হ্যাঁ, বিয়ের পর থেকে প্রতি রাতেই আমি ধর্ষিতহই।”

ইউরোবিডি নিউজ থেকে

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

মহা সমন্বয় বলেছেন: :(

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

জাহী তানভি বলেছেন: এদের শাস্তি দেয়া উচিৎ ,এরা এখনো মানুষ হয় নি ।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

মোজাহিদ আলী বলেছেন: হুম মানুষগুলি আজকাল পাতর ।আর শাস্তি দিয়ে ওসব কমানো যায় না ভাই

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশে এরকমটা হরহামেশাই ঘটছে।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

মোজাহিদ আলী বলেছেন: ভাই অসব বের করে আনার মতো সাহসি চরিত্রের অভাব আছে

৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন?
+++

২দিন আপনাকে ব্লগে দেখিনি বোধহয়।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

মোজাহিদ আলী বলেছেন: দাদা আমি খুব ব্যাস্ত ছিলাম। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.