নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

ব্যাস্ততা

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

এই কদিন থেকে খুব ব্যাস্ততা আমাকে ভর করেছে, আসলে আমার জন্য আমার চাওয়াটা কি আদৌ জানি না।কেনো যে এত ব্যাস্ততার মাঝে কাটাই ভাবছি। আমার পাশে অনেক চেনা জানা মানুষ নিজেকে গুটিয়ে রেখেছে, নিজের মতো করে চলছে,কোন দায়বদ্দতা নেই, সমাজের প্রতি নেই নিজের জন্যেও নেই,ওরা আদৌ এসব নিয়ে কোনওদিন ভাবে নি ভাবার প্রয়োজনও মনে করেনি। উদাসিন এর মতো নিজের জীবন নিয়েও এতটুক ভাবার সময় নেই,নিজের মতো চলছে আমৃত্যু চলবে। ওদের ও চলছে আমারও চলছে, ওরা সুখে আছে বেশ সুখে আছে। ওদের সুখ নিয়ে আমি হিংসে করছি না একটু আফসুস করছি। ভেবে দেখেছি যারা বেশি ভাবে তারাই হরেকরকম ভাবনায় ডুবে থাকে।তবে একটি কথা বিশ্বাস করি তুমি যদি বৃথা কোন পরিশ্রম মন দিয়ে করও তারও একটি ফলাফল আছে। নিজের সম্পর্কে কি আর বলব?শুধু এতটুকু বলতে পারি জন্মের পর থেকে অনিশ্চিত এক গন্তব্যে দৌড়াচ্ছি.....জানিনা এর শেষ কোথায়....? শুধু আমি নই পৃথিবীর সব বোধসম্পন্ন মানুষই দৌড়ায় তাই আমিও দৌড়াচ্ছি.......কারও অনুকরণ করে নয় নিজেকে একবার বোধসম্পন্ন মানুষের কাতারে দাড় করাতে...!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

বিজন রয় বলেছেন: জীবনটাই একটা দৌঁড়, এটাকে থামানোর দরকার নেই।

কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.