নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

তনু

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

মোর বোন ছুটেছে নির্ভয়ে
বহুদুর যাবে পাটশালা পানে,
বয়েস কতো আর হবে?
দেখলেই মোরে কুলে চলে আসে।
আশা মোর একদিন মানুষ হবে।

সোনার মুখের ভগ্নি আমার
আগলে রেখেছি বহুদিন ধরে,
যত্ন করে বুকের মাঝে।
ভাবনা আমার বজ্র যদি আসে
দেয়াল হয়ে দাড়াব পাশে।

সহজ সরল ভগ্নি আমার,
প্রতিদিন ভোরে জল ডেলে মুখে
ঘুম থেকে তুলে।
চা নিয়ে এসে বকবক করে
কতো কি যে বলে,
ডেকে এনে তারে
ললাট মাঝে চুমু দেই একে।

অল্প বয়েসের চঞ্চলা বাবু,
রেখেছি যারে স্বর্গও মাঝে,
পৃথিবির নিয়ম এতো কি বুঝে?
মুখখানি যদি মলিন দেখি,
বুকফেটে মোর কান্না আসে।

তোমরা যদি দেখতে এসে !
খুজে নিতে তবে ভালোবাসা কাকে বলে!?

তনুও ছিলো এমন কোন ভাইয়ের বোন।
অপুর্ণ বয়েসে কি এতো বুঝে?
নিষ্টুর পৃতিবীর বিশাক্ত সাপ।
ছুবলে ছুবলে দংশিছে তারে।

দংসিত দেহ বিকৃত লাশ !
বুকমাঝে মোর দড়ফড় করে
ভয়ার্ত এক দত্যের ছবি আকি।
চিন্তেয় পড়ি ভগ্নিকে নিয়ে।

ছুটে চলি মুই সুশিলের কাছে।
বসে ওরা নড়ে চড়ে,
বলে ওটে মোরে।
পারও যদি রেখো তারে কিঞ্চিৎ নজরে।

ছুটে চলেছি মুল্লা দলের কাছে,
বলেছে ওরা পারও যদি রাখ কালো কাপড়ে ।

গেছিলাম আমি দারোগার কাছে,
প্রশ্নবানে ভাসিয়ে দিয়েছে।
বলে দিয়েছে আগে হুক কিছু,
পরে এসে বিচার চেয়!

আজ তনু, কাল আমি,পরশু তুমি,
পরে এসে বিচার চেয়!
আফসুস! দ্বারে দ্বারে ঘুরি আমি যে বোনের ভাই।
সান্তনা এটুকুই পরে নাকি বিচার হবে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

এএন অনু বলেছেন: ছুটে চলেছি মুল্লা দলের কাছে, বলেছে ওরা পারও যদি রাখ কালো কাপড়ে ।
গেছিলাম আমি দারোগার কাছে, প্রশ্নবানে ভাসিয়ে দিয়েছে।
বলে দিয়েছে আগে হুক কিছু, পরে এসে বিচার চেয়!

এই কারন গুলোর জন্যই আজ এতো অবিচার।
আর কত অবিচার হবে? আর কত নারী সম্ভ্রম হারাবে, হারাবে তার জীবন?

৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মোজাহিদ আলী বলেছেন: সত্যি বলেছেন ভাই
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.