নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

আমার_মা‬

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৬



মায়ের পাশে রেখও আমায়,
ওহে দয়াময়।
যেন আমার শতও কষ্টে মায়ের,
স্নেহের পরশ হয়।
আমার মায়ের আঁচল তো নয়,
আরশেরি ছায়া।
একটু খানি চিন্তা করে,
খুজে দেখিস তোরা।
আমার মায়ের হাতের ছুঁয়া,
পরশমণির মতো!
দুঃখ ক্লেশ ভুলেই যাবে,
ছুঁয়ে দিবে যতো!
একটু খানি কষ্টে আমার,
মায়ের অনেক ভয়।
মস্তো অবুঝ সন্তান আমার,
না জানি কি হয়!.
আমার মায়ের পা দুখানি,..
বেহেস্তের এ ঘর।
বিশ্ব নবীর সম্মানিত,
হাদীসে নির্ভর।
আমার মাকে অনেক সুখে,
রেখও দয়াময়।
আমার যত পূন্য আছে ,
তাঁহার বিনিময়।
মায়ের যত কষ্ট আছে,
সবগুলি দাও মোরে।
আমার যত সুখ আছে সব,
ভিড়াও মায়ের পায়ে।
মহান প্রভু তোমার কাছে ,
একটিই মোর দাবি।
আমি যেন মায়ের পাশে,
আজিবন থাকি.....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিজন রয় বলেছেন: একটি মানবিক আবেদনের কবিতা, মমতার কবিতা।
অনেক ভাল লেগেছে।
+++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ দাদা আমার এই অগুছালো কবিতা গুলি পড়ে প্রেরনা দেয়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.