নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

ধূসর_ভালবাসা‬

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩




সময়ের প্রয়োজনে সেই অগোছালো তুমি,
অনেক বদলে গেছ, বদলে গেছে তোমার চারিপাশ ।
তোমার সেই অবুঝ ভালোবাসা,আজ এত্ত মলিন?
ভালবাসার সেই রঙ্গিন স্বপ্ন আজ ধূসর বর্ণিল !
ফুরিয়ে গেছে তোমার সব কবিতা,সেই মিষ্ট আবৃতি,
নিজেকে নিয়ে আজ খুউব ব্যাস্ত,একা একাই এত্ত পারো?
ভুলে গেছ একদিন আমার দিকে তাকিয়ে কথার পর কথা..!
সব গুলি আমি আজও ধরে রেখেছি, ভাবতে পার আট্‌কে আছি.।
তোমার সেই ধূসর ভালোবাসা,আজো আমায় শিহরিত করে.,
কুয়াসাচ্ছন্ন হয়ে আমার পথ আগ্‌লে দাঁড়ায়।
আমার অপরাধ তোমাকে একদা ভাবতাম কবির কবিতায়্‌,
ভাবতাম গায়কের মিষ্ট গানে, আর রাখালের বাঁশিতে !
আজ হতভাগার মতও তোমায় ভাবি গালে হাত দিয়ে..!
নিজেকে অনেক ছোট্ট করেছি, আজ এতটুকি সান্তনা.....!
বুকে হাত দিয়ে বলতে পারি আমার ভালবাসা ফুরিয়ে যায়নি.,
আমি বেচেঁ থাকবও আমার অফুরন্ত ভালবাসায়. ,
আর তুমি স্বার্থপরের মতও কল্প ছায়ায়.......!!!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

রাজসোহান বলেছেন: ভালো লিখেছেন। তবে প্রতি লাইনে একটা করে গ্যাপ কেন? পড়তে গিয়ে বেঁধে যাচ্ছিলো। প্লাস।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে । দুঃখিত আমার লিখতে একটু সমস্যা হয় ভাই ঠিক করে নেব!

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: ভালবাসা ধূসর হলে ভাল লাগে বেশি।

অনেক ভাল কবিতা।
+++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ দাদা আপনাকে

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর সাবলীল কবিতা। ভালো লাগল ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ স্যার

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

ছন্নছাড়া রিহান বলেছেন: আমি বেচেঁ থাকবও আমার অফুরন্ত ভালবাসায়. ,
আর তুমি স্বার্থপরের মতও কল্প ছায়ায়.......!! ভালোলাগল

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.