নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রারম্ভে

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭



অনেক শান্ত আমি,
ক্লান্ত দেহে ভাবছি,
তটিনীর তীরে বসে,
চঞ্চল ছোটবেলা ।

নিজেকে নিয়ে ভাবার
সময় ছিলো কই,
পেটের খিদা? দূর ছাই;
আরেকটু দৌড়াই।

মা.. পড়তে বসো বাবা,
আরেকটু সময় দাও।
বিকালে বসি, খুব পড়ব।
ফাঁকিবাজি ছেড়ে এক্ষুণি এস!

আমি পড়ব? হাস্য কথা,
পালাবার পথ খুঁজি।
উফ্! মা পেটে ব্যাথা,
হাসছে মা
কাজতো হয় না,
মা ছি! ছি! দিবো!
চুপ পরে দিবা।
এখানেই করি?
নারে বাবা করে আয়।

চৌকাট পেরিয়ে আমি,
জেল পলাতকের মতো।
নিজেকে হারিয়ে দিলাম,
সবুজ মাঠের কুলে।
এ এক সীমাহীন আনন্দ,
বলে বুঝাবার নয়....

পাঠশালা যাবো,
মধ্যাহ্ন পেরিয়ে;
খুঁজে ফিরে মায়,
যত টান তার।
আমি যে অচেতন।

ওভাবে চলে গেলো,
বলে বুঝাবার নয়,...............................।

(সংক্ষেপিত)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

নিকোলাস কলম্বাস বলেছেন: ভালো, খুব ভালো!

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.