নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

ভাবনা‬

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

,

আমার ভাবনায় তোমার সেই চঞ্চল মুখ,
আমার চেতনায় তোমার সেই প্রেরণা।
আমার সব কথা বলা শুধু তোমায়।
তুমি ভুরের পাখি আমার নিদ্রা কাড়।
ভোরের শিশির হয়ে গা ভেজাও,
কাঁপান শিত হয়ে শিহরণ দাও।
তোমার অবায়ব আমার কল্পনায় আঁকা।
সবখানে তুমি,যেদিকে তাকাই।
ঠিক কল্পনায় সাজানো সেই চাঁদের বুড়ি।
সবখানে দেখি খুজে পাই না।
এ আমার ভুল, শুধু রঙ্গিন সপ্ন।
আমি নিরাশ নই একটু হতাশ,
নিশ্ছল হয়ে গালে হাত রেখে বসে,
নিষ্প্রাণ দেহে মধ্য নিশির তটে,
আমি মনে মনে ভাবি,
এ আমার আবেগ মিথ্যে কল্পনা।
কতো কি যে ভাবি, ভাবনা স্থির নয়,
মহা মনিষীর বাণী মনে আসে।
স্বপ্নবিহীন প্রান পাথরের মতো,
স্বপ্ন থাকা ভালো, ততটা রঙ্গিন নয়...
এমন সপ্ন নয়, আমি আকাশে উড়ি।
জীবনের সাথে মিল রেখে, জীবন সাজাই।
এ আমার ভুল নয়

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল হয়েছে । বানানের দিকে খেয়াল রাখতে হবে ।

৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ #কথাকথিকেথিকথন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.