নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

আমি আজো চেয়ে আছি

১১ ই জুন, ২০১৭ রাত ৮:১৬





দূর আকাশের পানে চেয়ে আছি,
কারো অপেক্ষায়,একটু নির্জনতায়
এই বুঝি এলো এইতো খুব চেনা,
অপেক্ষার প্রহর ফুরালো বুঝি?
আমি আজ খুব অভিমানে অনুযোগে,
আজ আমার স্বর খুব খাটখোট্টা।
অনেক দিন গেছে সব শুনেছি,
ভালোবাসায় আর স্বপ্নে সব গিলেছি।
আজ বেরুবে সব,বেলা শেষে বলার প্রহর,
এখন স্বপ্নগুলিও এতো রংগিন নয়,
কালো আধারের মাঝে গুলিয়ে গেছে,
আজ আর ভীত নই হারাবার ভয়ে।
কূড়িয়ে পাওয়ার মাঝে হারাবার কি আছে?
একি আমি ঠিক আছি তো?
দূর পথে আনমনে চেয়ে আছি একাগ্রে,
সে আসবে বলে আমি পাগলের মতো,
কই সে নিষ্টুর খুব তার ছায়াও আসে নি!
আকাশ আজ বেশ কালো,
রাগে ক্ষোভে গর্জিছে খুব।
আমার মন আজ গভীর বিষাদে ।
শুধু গর্জন নেই নিস্তব্দ নিরব,
আমার প্রতিবাদ নিরবতায় আর নির্জনতায়।
আকাশের গর্জন চমকানো শেষে,
অঝোরে কেদেছে পৃথিবি ভিজায়ে।
কান্নার সাথে কষ্ট ভুলে বেশ শান্ত সে।
আকাশের ক্ষোভে আমিও ভিজেছি,
আমার ক্ষোভে ভেজাবো কাকে ?
আমি আজো চেয়ে আছি নিস্তব্দ নিরবে।
দূর আকাশের দুর্গম পথপানে,
কারো অপেক্ষায় একটু নির্জনতায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.