নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

বাসন্তি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮




আসুক না বসন্ত তাতে আমার কি?
শত বঞ্চনা, ব্যথা, দীর্ঘশ্বাস
আমায় জড়ায়ে ধরেছে।
আমার গানে সুর নেই,
কবিতায় ছন্দ নেই, নেই মনে সুখ।
আমার সেই পুরুনো পাঞ্জাবি গায়ে আছে।
অনুভূতিহীন আমি,
গাধা ফুলের সুগন্ধ আমায় তিক্ত করে।
বাসন্তের কোন রঙ স্পর্শে নেই।

বসন্ত এসেছে কি উল্লাস, উৎফুল্ল তুমি,
তুমার মনে সুখ আছে,
সুর আছে, আছে রংগিন স্বপ্ন।
তুমি বাসন্তি শাড়ি পড়, নিল টিপ দাও,
খোপায় গাদা ফুলের মাল্য তূলো।
তোমার পৃথীবি আজ রংগিন,
আমি বিভূর অন্ধকারে।
তুমি রংগিন পৃথীবিতে স্বপ্ন সাজাও,
আর আমি অন্ধকারে,
বেচে থাকার করুণা মাগি।
তোমার পৃথীবিতে বসন্তের ফুল ফুটা,
আর কোকিলের সুমিষ্ট সুর।
আমি আছি ঝরে পড়া গোলাপ,
আর কাকের বিশ্রি সুরে।
তোমার পৃথিবিতে মিষ্ট রোধ,
চন্দ্রিমা চাঁদ,
আর আমার জৌষ্টের রৌদ্র,
নিগুড় বিদঘুটে কালো রাত।
দূজনের দুই পৃথিবি
কারো বেচে থাকা আর কারো স্বপ্ন আকা।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
দশে আট দিলাম।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই যাই দিবেন খুশিতে নিলাম।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:





বসন্তে বিষাদ । জীবন রঙ্গিন হোক ফাল্গুনী রঙ মেখে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এভাবেই বয়ে চলে জীবন। লেখা ভাল হয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাইয়া কিছু বানান ভুল আছে কারেকশন করে নিন।
গাধা ফুল

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

তারেক_মাহমুদ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাইয়া কিছু বানান ভুল আছে কারেকশন করে নিন।
গাধা ফুল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

তারেক_মাহমুদ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাইয়া কিছু বানান ভুল আছে কারেকশন করে নিন।
গাধা ফুল

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই যাই দিবেন খুশিতে নিলাম।


অনেক ধন্যবাদ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

জাহিদ অনিক বলেছেন:


চমৎকার চমৎকার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.