নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

অতঃপর একটি স্বপ্নের মৃত্যু

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৬



শুনছো অগো স্বপ্নপরি,
যেথায় সেথায় তোমায় দেখি।
দূর আকাশের স্বপ্ন তারায়
আকুল হয়ে তোমায় খুঁজি,
তারার আলোর জ্বলকানিতে,
ভাবছি আমি এইতো এলে ?
অবোধ হাতের দুঃখগাথা,
অগুচালো ছন্দমাঝে,
ইচ্ছে মতো তোমায় বুনি।
বাঁশুরিয়ার মিষ্টি সূরের,
পাগল করা যাদুর মাঝে,
হৃদয় শুধু তোমায় খুঁজে।
মধ্যরাতের স্বপ্ন মাঝে,
ভেসে ওঠে তোমার ছবি।
রাখালিয়ার গানের সূরে,
প্রান জুড়ে মোর কান্না আসে।
ভাবছে আমার অবোধ হৃদয়,
কেনরে পাগল কিসের লোভে,
মত্ত এমন কল্পনাতে ?
ভাবনা আমার বড্ড বোকা,
যেথায় সেথায় তোমায় খুজি
তুমি কি আর এতই সোজা !
পাগল মাঝে আসবে হেসে ?
স্বপ্ন দেখেই জীবন যাবে,
সাধ্য কি আর পাওয়ার কাছে?
হতাশ মন ভাবছে বসে,
স্রষ্টা মোরে কোন বা দুষে ?
গড়লি এতো অল্প ধাঁচে !
এতই ফারাক তাহার সাথে ?
হারিয়ে ফেলার ভয় নেই আর,
স্বপ্নগুলি হারিয়ে গেছে!
কেনো এতো হারানোর ভয়,
আমার এমন কি বা আছে ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

ওমেরা বলেছেন: লিখাটী গোছানোই হয়েছে , সুন্দর ও হয়েছে তবে আমার মত বানান ভুল আছে । লিখতে থাকুন ঠিক হয়ে যাবে । ইনশা আল্লাহ!

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: এভাবে প্রতিনিয়ত স্বপ্নের মৃত্যু হয়, হচ্ছে।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.