নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

নারী তোমায় শ্রদ্ধা করি

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০



নতুন বছর নতুন দিনে,
ছুটছো তুমি হনহনিয়ে,
পান্তা ভাত আর ইলিশ খেতে ?

অর্ধাংগ খোলা রাখি,
রঙ বেরং এর বেনারশি
পরেছো তুমি অবোধ নারী।
ভাবছো তুমি ও রুপসী
লাগছে তোমায় কতই ভালো ?

ছুটছো তুমি অজানাতে,
পর পূরূষের হাতটি ধরে।
কন্সার্ট এর গানের তালে,
নাচ'ছো তুমি হেলে দুলে?

অশ্লিলতায় পূর্ণ সমাজ
তোমায় দেখে পরপূরুষে,
হাসছে সকল দাঁত কেলিয়ে,
চোখে তাহার যৌন ক্ষুধা,
মিটায় তোমার পরশ পেয়ে।

বখাটের দল তোমায় দেখে,
করছে কতো উক্তি পাছে।
টিজ করে সে মজাই লুটে,
তার দায়তো তোমারও আছে।

ধার্মিকতায় স্পষ্ট বারণ,
চোখের জিনা,মনের জিনা,
খুঁজে দেখো কাবিরা গুনাহ,
মাফ নেই তার জানিস বোকা?

অধিকার তো তোরও আছে।
পুরুষ সম ভাবিস মিছে.!
তার চেয়েও বড্ড বেশি,
রাসুল তোমায় দিয়েছে নারী।

মা জননি মাথায় রাখি,
পায়ের নিছে স্বর্গ জানি,
জিবনটা মোর ধন্য হবে,
তোমার মনের খুশির তরে।

হজ্জ করিতে নবির দেশে,
যাবে তুমি কষ্ট করে ?
মক্কা তোমার কাছেই আছে,
তাকাও যদি মায়ের পানে,
কবুল হজ্জের সওয়াব পাবে।

নারী তোমায় শ্রদ্ধা করি,
ভালোবাসি আজিবন ভর।
তুমি ভগ্নি, তুমি জননি;
দুঃখ ভাগী অর্ধাংগী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: দৃষ্টিভঙ্গি ভুল হলে যা হয় আর কি ?

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

আবু আফিয়া বলেছেন: চমৎকার কবিতা, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.