নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

সামূর সকল বন্ধুদের ঈদ মোবারাক

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৩




কতো সংযম, ধর্য্য, উদারতা, ত্যাগ, আর সাধ্যমত ইবাদাতের মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস অতিক্রম করলাম, আলহামদুলিল্লাহ।
আমি এমন এক অদৃশ্যে বিশ্বাসী যাকে দেখি নাই শুনেছি, আমি এমন এক স্বাক্ষ্য মাধ্যমে তাঁকে পেয়েছি যে মাধ্যম কে ও দেখি নাই গল্প শুনে বিশ্বাস করেছি, মুগ্ধ হয়েছি তাঁর উদারতা,মহানুভবতায়, আর স্বাক্ষ্য দিয়ে " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।"
আমার বিশ্বাস আমাকে এতটাই সংযমি,ধর্য্যশীল হতে শিখিয়েছে যে আমি সারা দিন উপোস করি, পিপাসায় ছটপট করি তবুও সামনে খাবার নিয়ে বসে তাঁর আদেশের অপেক্ষা করি। কেনো আমি যদি খাই, রোজা না রাখি, সারা বছরের মতো চলি কেউ কিচ্ছু বলার অধীকার নাই, কার কি তাতে ? কিন্তু ভয় পাচ্ছি কোন মহান রবকে, অদৃশ্য কে ! সেজন্য আমি আমার আত্নার উপর নিয়ন্ত্রণ নিয়েছি, আমি আত্নার নই আত্না আমার, সে স্বাধীন নয়, আমার অনুগত। তার মানে চাইলেই পারা যায় যথেচ্ছা ব্যবহার থেকে নিজেকে ফেরানোর।
তবে কেনো অশুদ্ধতার পথে সারাটা জীবন শেষ করি ?
আসুন আমরা বিশুদ্ধ হই আগামি ১১ মাস যেন এই মাসের মত সংযম, ধর্য্য, আর উদারতায় কাটাই!
সেই শুভকামনায় ঈদ মোবারাক

ফেইসবুকঃ মোহাম্মাদ মোজাহিদ


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করুন, আপনার জন্য, আমার জন্য, সকল মুমিন মুসলমান নর-নারীর জন্য। আমিন।

২| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক।

৩| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: সবাইকে শুভ ঈদ।

৪| ১৬ ই জুন, ২০১৮ রাত ৮:১৯

বিষাদ সময় বলেছেন: ঈদ মুবারক...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.