নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সসংকোচ প্রকাশের দুরন্ত সাহস

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

মুখফোড়

তোমরা শুধায়েছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। আমি শুধু বলেছি, কে জানে। ... সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণতরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, 'এ আমাদেরই লোক।' আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। ... সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার--- 'মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়--- এই হোক শেষ পরিচয়।' আমার নয়, রবিবুড়োর লেখা। আমি ওরচে ঢের ভালো লিখি। তবে লিখি কম। পড়ি বেশি।

মুখফোড় › বিস্তারিত পোস্টঃ

টীকা লিখ

১৭ ই জুন, ২০০৬ রাত ২:৩৯



না, আপনাদের তুমি করে বলার স্পর্ধা আমার নাই। আপনারা জ্ঞানী ও গুণী, আমি নিতান্তই সাদামাটা এক মুখফোড়।



কিন্তু টীকা আপনারা লিখতে পারেন চাইলেই।



নিচের ইয়েগুলোর ওপরে টীকা দিন। একেবারে ভরে দিন।



1. যাজাকুল্লা খাইর

2. যাস্ট ইগনোর

3. দেশের শত্রু

4. হাহাহা ... আপনি আমার পোস্ট আবার পড়ে দেখুন ... আমি কী বলার চেষ্টা করেছি ...



ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬

হযবরল বলেছেন: টীকা পরে হইবেনে আগে ইন্টার ভিউ

২| ১৭ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬

অতিথি বলেছেন: অনেক চাঁদ আগের কথা, তখন ইরান কুয়েত বর্ডার হয় নাই, সিরিয়ার গোলান উপত্যকায় তখনও ভেড়া চড়তো আর সেই সাথে গৃহপালিত প্রথম প্রানী হিসেবে রামছাগলের কদরও ছিলো খুব বেশী।
সেই সময় থেকেই রামছাগলের ভেতরে একটা গর্বিত ভাব জন্ম নেয়-

কিন্তু এর পর কালেক্রমে রামছাগলের কদর কমতে থাকে। একটা বরফ যুগ আসন্ন হলে মানুষের কাছে রামছাগলের তুলনায় ভেড়া অধিক প্রিয় হয়ে যায়-সেই সময় থেকেই বর্জন আন্দোলনের শুরু-
রামছাগলদের প্রাকৃতিক কারনে উপেক্ষা করার যেই রীতি শুরু হলো, তার প্রথম ভিকটিম হিসাবে রামছাগলদের প্রিয় এই উক্তি-
সব কিছুকেই যাস্ট ইগনোর বলে নিজের দৃঢ়তা ধরে রাখা আর কি-
বলদ দোয়াইলে দুধ বাহির হয় না এইটা প্রাজ্ঞ ব্যাক্তিমাত্রই জানে, তাই দুধের প্রয়োজন হইলে ক্যে বলদের বীচি নিয়ে টানাটানি করে না- তবে যাস্ট ইগনোর আন্দোলনের সুবিধা হলো এই অবসরে কেউ কেউ বলদের বীচি নিয়ে টানাটানি করে অশেষ নেকি হাসিল করতে পারে-
আর মাঝে মাঝে বলদ বিগড়ে গেলে প্রথম যেই কথাটা মাথায় আসে তা হলো-
আপনি আমার উদ্দেশ্য বুঝতে ভুল করেছেন-আমি আপনাকে উত্তেজিত করার জন্য লাড়াচাড়া করছি না শুধু দুধ পাওয়াই আমার লক্ষ্য-
এরই সমগোত্রিয় বক্তব্য হলো
আপনি আমার পোষ্ট পড়ে দেখুন আমি কি বলার চেষ্টা করেছি.

৩| ১৭ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬

অতিথি বলেছেন: হ্যায় কোয়ি অওর? মানে, আর কেউ আছেন?

৪| ১৭ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬

অতিথি বলেছেন: মুখফোড় আপনার টীকা কই?

৫| ১৭ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬

অতিথি বলেছেন: ছোডকাল থিকাই টিকা দেখলে পলাই । ডর লাগে ..বড় হইয়া চাপাতির কোপ খাইছি ..তাতে তেমন ব্যাথা লাগে নাই ..কিন্তু সুই দেখলেই কেমন ডর করে..

৬| ১৭ ই জুন, ২০০৬ সকাল ১০:০৬

অতিথি বলেছেন: আমার টীকা দেখলে রসময় গুপ্ত পালিয়ে যাবে। তবে এহন যদি জিগান রসময় গুপ্ত সাহেব কে তাহলে তো আপনারা ফেরেশতা!

৭| ১৭ ই জুন, ২০০৬ সকাল ১০:০৬

অতিথি বলেছেন: গুপ্ত মিয়া গুপ্তি বিদ্যা ভালো কাজে দেয়।

৮| ১৭ ই জুন, ২০০৬ দুপুর ১:০৬

অতিথি বলেছেন: টীকা লিখুম নাকি ভাবকে সমপ্রসারণ করুম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.