নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে পারি না, তাই পড়তে এসেছি।

মুখ ও মুখোস

সত্য নিরপেক্ষ নয়, সে সব সময় এক পক্ষেই থাকে।

মুখ ও মুখোস › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজঃ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের কর্মীদের যেতে রেড এলার্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯


রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে জামাতের নেতা কর্মীদের যেতে রেড এলার্ট ঘোষনা করেছে দলটির শীর্ষ স্থানীয় নেতারা। গোপন কার্যালয় থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে - কোরবানী ঈদ উপলক্ষে পাশ্ববর্তী দেশ ভারত থেকে কোন গবাদিপশু বাংলাদেশে আসছে না। ভারত সরকারের এই সিদ্ধান্তের পেছনে আছে গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের কোটি কোটি মুসলমান যেন কোরবানী ঈদ করতে না পারে সেই কারনে কট্টর মুসলিম বিদ্বেষী ভারতের মোদী সরকার এই সিদ্ধান্ত গ্রহন করেছে। ইসলামের শত্রু এই হিন্দু দেশটি এহেন চক্রান্ত এবং প্রকাশ্য মদদে দেশের অধিকাংশ মানুষকে ছাগল দিয়ে কোরবানী করতে হবে। ফলে দেশে ছাগলের দাম বন্যার পানির মত হুহু করে বাড়ছে। গোপনসুত্রে জানা গেছে, এই অবস্থায় দেশের মানুষ ছাগলের পরিবর্তে জামাতের নেতাকর্মীদেরকে বেছে নেয়ায় বেশি আগ্রহী কেননা বাজারে জামাতের নেতাকর্মীদেরকে অল্প দামে কিনতে পাওয়া যাচ্ছে। জামাতি ছাগু বললেই ব্যাপারীরা বিনা বাক্যে খোঁয়াড় থেকে টেনে হিঁচড়ে কিছু দু-পেয়ে ছাগল নিয়ে আসছে।

তাই জামাতের সকল নেতাকর্মীদের রাজধানীর গাবতলী, আগারগাঁও, কমলাপুর, মেরাদিয়া, রামপুরা, টঙ্গী, উত্তরা হাউজ বিল্ডিং, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি সহ দেশের বড় বড় ছাগলের হাটের আশেপাশে যাওয়ার ব্যাপারে রেড এলার্ট জারি করেছে।


জামাতি ছাগুদের কি খাওয়াবেন?
কাঠাল পাতা এই প্রজাতীর ছাগলদের প্রিয় খাবার। তবে কাঠাল পাতা পাওয়া না গেলে, পুরানো কাগজে গেলমান প্রধান, নায়েবে ধর্ষন, পেয়ারে পাকিস্তান, গেলোমান কি গুলবাহার অধ্যাপক গোলাম আজমের ছবি ছাপিয়ে খাইয়ে দিবেন।


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫

হাসান মাহবুব বলেছেন: =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

মুখ ও মুখোস বলেছেন: হ্যাপি কোরবানী!

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

সাব্বির শওকত শাওন বলেছেন: গঠনমূলক সমালোচনায় দুরত্ব কমে। আর ব্যাঙ্গার্থে সমালোচনা করলে দুরত্ব বাড়ে। বিভিন্ন মতের মানুষ থাকবে কিন্তু ভাল আচরণ মানুষের মধ্যে সহিষ্ণুতা বাড়বে। জামায়াত যদি এখনো পাকিস্তান পন্থী হয় তাহলে আমরাও কি অনেক চেষ্টা করেছি তাদের বাংলাদেশী হিসেবে গ্রহণ করতে? সে ক্ষেত্রে নিজ দেশের এই তরুন সমাজ দিন দিন পথ হারিয়ে ফেলছে কারন আমরা তাদের গ্রহন করছিনা। we always should put ourselves into others shoes before being dominated by cognitive bias হাসি থাকবে ঠাট্টা থাকবে কিন্তু তা যেন বাংলাদেশী হওয়ার গর্ব খর্ব না করে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

মুখ ও মুখোস বলেছেন: ভাইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআ এত সুশীলগিরি দাচোবেন না। এতে গোয়াজমের আত্মা কষ্ট পায়!
মুত কে বিশুদ্ধ পানি বানানোর মেশিন আবিষ্কার হলেও তা সহজলভ্য নয়। তাই মেশিন চলুক আর নাই চলুক এই ধরনের সমালোচনা চলবেই।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

লেখোয়াড়. বলেছেন:
হি হি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

মুখ ও মুখোস বলেছেন: হ্যালো কবি! খবর ভালো তো?

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

লেখোয়াড়. বলেছেন:
আরে! ইন্টরেস্টিং!!
আমি কবি তা আপনি জানেন কিভাবে, আপনি তো ব্লগে বেশি দিন না।

তবে আমি কবি না, তবে কবিতা লেখার চেষ্টা করি।

আমার খবর ভাল।
আপনাকে ধন্যবাদ, ভাল থাকেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

মুখ ও মুখোস বলেছেন: কবি! ব্লগে আমি আছি প্রায় ৬ বছর ধরে। আমার অবস্থা হলো সিরিয় শরনার্থীদের মতো। এই আইডি যায় তো আরেক আইডি আসে। এখন আর ব্লগে আগের মত ভালো লাগে না। তবে এখন আবার আসছি, কারন হাতে সময় আছে। ইদানিং ব্লগ দেখলাম পাবলিকের কাছে চিড়িয়াখানা বা মাজারের মত হয়ে গেছে। সবাই দেখতে আসে, ব্লগিং করতে না। ছাগল পাগল দেখলে গুতা দিতে ভালো লাগে।

ভালো থাকবেন। আমার এখানে রাত ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে। ভোরের আগে না ঘুমালে বিপদ!

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

নিষ্‌কর্মা বলেছেন: ফাটাফাটি হৈছে ব্রোহো

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

মুখ ও মুখোস বলেছেন: থ্যাংক্স বাডি!

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

মাসূদ রানা বলেছেন: @সাব্বির শওকত শাওনের সাথে সহমত .... আপনার লেখার মান আরও বাড়ানো উচিত ।

লেখোয়াড়. বলেছেন:
আরে! ইন্টরেস্টিং!!
আমি কবি তা আপনি জানেন কিভাবে, আপনি তো ব্লগে বেশি দিন না।


আর জানাজানি করে কি হবে ? লেখোয়াড়. , হাসান মাহবুব, মুখ ও মুখোশ, নিষ্‌কর্মা আইডিগুলোর রাখাল যে একই ব্যক্তি সেটা বোঝার জন্য কি আর সামুর এডমিন হইতে হয় ? সো ছাগলের তিন নাম্বার বাচ্চার মত লাফালাফি নাকরে আপন ইজ্জত নিয়া সুস্থ জীবন যাপন করুন ভালো থাকুন :)

ধণ্যবাদ ।

নামের তালিকায় আরেকটা আর্টিস্টিক ছাগল দেখতাছি "মাগুর" । ড্যামন শিওর ঐটাও আপনের মাল্টি B-))

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০

মুখ ও মুখোস বলেছেন: লেখোয়াড়. , হাসান মাহবুব, মুখ ও মুখোশ, নিষ্‌কর্মা = সবই একই ব্যাক্তি?
কেন তোমাদেরকে ছাগল বলা হয়, তা ব্লগবাসীর সামনে প্রমানিত হইল। ইতিপূর্বে বাংলা ব্লগে যে সকল ছাগু আসছিল, তাদের নূন্যতম একটা কোয়ালিটি ছিল। তোমাদের অবস্থা, তাদের হাটুর নিচে।

ছাগলের তিন নাম্বার বাচ্চা পয়দা করতে একটা ধাড়ী ছাগলের যে বীর্য খরচ করতে হয়, তার ছিটে ফোঁটা তোমার পিছনে ব্যায় হইলে, তোমারে পাবলিকের হাতে পায়ে ধইরা বেচা যাইচ। হইছ গেলোমান। মনে রাখবা, সুস্থ সমাজে জামাতি ছাগু, হাগু এবং ঘৃনা সমার্থক শব্দ।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

বিজন শররমা বলেছেন: ফলে দেশে ছাগলের দাম বন্যার পানির মত হুহু করে বাড়ছে। গোপনসুত্রে জানা গেছে, এই অবস্থায় দেশের মানুষ ছাগলের পরিবর্তে জামাতের নেতাকর্মীদেরকে বেছে নেয়ায় বেশি আগ্রহী কেননা বাজারে জামাতের নেতাকর্মীদেরকে অল্প দামে কিনতে পাওয়া যাচ্ছে। জামাতি ছাগু বললেই ব্যাপারীরা বিনা বাক্যে খোঁয়াড় থেকে টেনে হিঁচড়ে কিছু দু-পেয়ে ছাগল নিয়ে আসছে।-------
যারা মুসলমানদের শ্রদ্ধা করার চেষ্টা করছে তারা আপনার এই লেখা দেখে কি মনে করবে ? নিজের লেখা আর একবার পড়ুন । এখন আপনার নিজেকে মানুষ বলে মনে হয় ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

মুখ ও মুখোস বলেছেন: হয়। আমি যখন জামাতকে সামনে দেখি, তখন নিজেকে মানুষ মনে হয়। মনে রাখবেন, জামাতের সাথে মুসলমানের কোন সম্পর্ক নেই। সাধারন ধর্মপ্রান মানুষকে এরা ধর্মের ভয় দেখিয়ে রাজনীতিতে যুক্ত করে। যতদিন পর্যন্ত না তারা একাত্তরে তাদের ভুমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইবে ততদিন তাদের উপর মানুষ থুতু দিবেই।

বাই দ্য ওয়ে, আপনি কি আহসান উল্লাহ ইউনিভার্সিতে আছেন?

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

নাঈম বলেছেন: হা হা লু খু চে থে উ প গে =p~ =p~ =p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~=p~ =p~ =p~=p~ =p~ =p~=p~ =p~ =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

মুখ ও মুখোস বলেছেন: B-) B-) B-)

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

মাসূদ রানা বলেছেন: ছাগগণ ! নিচের ছবিদুটা দেইখা দেখতো কিছু বুঝা যায় কিনা B-) B-)





একটা গল্প বলি : একদিন কদম আলী রাতে বাতি নিভাইয়া ঘরের মধ্যে বিছানায় শুয়ে শুয়ে ঘুমাইতেছিল । হঠাৎ টুং টাং শব্দ পাইয়া ধরমর কইরা বিছানায় উইঠা বসে দেখে, একটা চোর তার ঘরের ভিতরে বসে বসে চুরি করতাছে !!!!!

কদম আলী আস্তে আস্তে গিয়া চোরটাকে পিছন থেকে জাপটাইয়া ধরলো ! ধস্তাধস্তির শব্দ পাইয়া কদম আলীর বউ সখিনা বেগম ভাবলো কাহিনী কি !! জামাই কি তার ....... (নাউজুবিল্লাহ) B:-)

তাড়াতাড়ি লাইট জ্বালাইয়া দেখে চোরটা আর কেউ না, তাদের সবার অতি আদরের সজ্জন প্রতিবেশী মোখলেস B:-/

ধরা খাইয়া লজ্জায় লাল হইয়া চোখ কটমটাইয়া মোখলেস শুধায় " আমি চোর ? নাকি আপনি রাজাকার ? " :D

মোরাল অব দ্যা স্টোরি : " চোরের মার বড় গলা " :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

মুখ ও মুখোস বলেছেন: ছাগগণ ! নিচের ছবিদুটা দেইখা দেখতো কিছু বুঝা কি না? ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ

ওরে ছাগু আর দুচাবেন না দুইটাই সাধারন টার্ম, যা সবাই ব্যবহার করে।

মোরাল ওব দ্য স্টোরিঃ ছাগুদের বুদ্ধি রাজাকারদের বিচির সমানুপাতিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.