নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে পারি না, তাই পড়তে এসেছি।

মুখ ও মুখোস

সত্য নিরপেক্ষ নয়, সে সব সময় এক পক্ষেই থাকে।

মুখ ও মুখোস › বিস্তারিত পোস্টঃ

মতামত পোস্টঃ সবার অংশগ্রহন চাই।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

গত তিন ধরে টানা ২৯ কার্ড খেললাম। গতকালকে বুঝলাম যে একটা ঘোরের মধ্যে পড়ে গেছি। তাই কাল ভোর রাতে ইচ্ছা করেই উঠে বাথরুমে গেলাম। গোসল করলাম। তারপর সবাইরে রুম থেকে বিদায় করে ঘুম দিসি। এই কয় দিন অনেক কিছু নিয়া আমরা আলোচনা করছি। সবার মতামত এক পেশে মনে হইছে। এখন ব্লগে নানা কিসিমের পাবলিক আছে। একে বারে গ্রামের মাদ্রাসা থেকে পাস করা ছাত্র থেকে শুরু কইরা পিএইচডি পাস পন্ডিতও আছে। তাই ভাবলাম আপনাগো সাথেও বিষয়টা আলোচনা করি।

১। দেশের সামগ্রিক অবস্থা কেমন বলে মনে করেন? আগামী ১ বছরের মধ্যে বাংলাদেশে কি ঘটতে পারে? হঠাৎ বিদেশী হত্যা কান্ড কেন ঘটল? এটা কি কোন অঘটন না ঘটাইতে পেরে প্রতিশোধ মুলক কিছু বিচ্ছিন্ন ঘটনা? নাকি বিদেশী হত্যার মাধ্যমে বাংলাদেশকে নেয়া হলো আন্তর্জাতিক দাবা খেলার ঘুটি হিসেবে।

২। রাশিয়ার সিরিয়া আক্রমন কি বিশ্বে মার্কিন শক্তির একচ্ছত্র প্রভাব কমাবে? একটা ব্যালেন্স হবে? সৌদি সরকারের শেষ পরিনতি কি হবে?

৩। নেপাল কি চায়নার লগে যাইবো নাকি ভারতের লগে কোন আপোষ করব?

৪। মুসলিমদের জন্য কোরান শরীফই শ্রেষ্ঠ জীবন বিধান। হাদীসকে কি কোরানের মত গুরুত্ব দিতে হবে? নাকি কোরান যা বলেছে, সেটাই ফাইনাল। যেমন ধরুন, ফসল ফলানোর দোয়া, নেক সন্তান হবার দোয়া, বৃষ্টি থামাবার দোয়া এই সব কি কোরানে উল্লেখ্য আছে? এই জাতীয় দোয়া পড়ার ব্যাপারে কে অনুমোদন দিসে?

মন খুইলা কন। আমার পড়াশোনায় কামে দিবো আপনাগো চিন্তাভাবনা। তবে কেউ হুদাই গালাগালি বা খারাপ কথা কইয়েন না। কইলে আমিও কমু। অহেতুক মুখ কালাকালি।

খবর পাইলাম রান্না শেষ। এখন খাইতে বসুম।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: এত প্রশ্ন !!! :``>>

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪

মুখ ও মুখোস বলেছেন: সারাদিনই তো দেখি অনেক রাজনৈতিক পোস্ট। এই পোস্টে আইসা সবাই কথা কউক। দেখি, কিছু শিখি।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: ১।।বিদেশী হত্যার মাধ্যমে বাংলাদেশকে নেয়া হলো আন্তর্জাতিক দাবা খেলার ঘুটি হিসেবে।
২।।রাশিয়ার সিরিয়া আক্রমন কি বিশ্বে মার্কিন শক্তির একচ্ছত্র প্রভাব কমাবে।।
৩।।নেপাল আমাদের মত না।।তবে চাপ বলেও একখান কথা আছে।।
৪।।আমি কিু জানি না।।
আপনার পরীক্ষা তো দিলাম।। পাশ না ফেল?? না কি স্কুল জীবনের মত "আধা শুন্য"!!

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

মুখ ও মুখোস বলেছেন: কেউ ই তো কিছু বলল না। তাও আপনাকে ধন্যবাদ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাবারের ছবিটা দিয়ে দিলেনতো সর্বনাশ করে.........
এখন আর কোনো উত্তরই মাথায় আসছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.