নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ও মুখোশ ব্লগ

মুখ ও মুখোশ

প্রতিটি মানুষের মনে কষ্ট রয়েছে, শধু সেই কষ্টগুলো চেপে রাখার ধরন ভিন্ন ।। বোকা মানুষ কান্নার মাধ্যমে চেপে রাখে , আর বুদ্ধিমানেরা হাসি দিয়ে............

মুখ ও মুখোশ › বিস্তারিত পোস্টঃ

প্রথম সন্তান আমার ভালবাসা, দ্বিতীয় সন্তানের আগমনে আবারও আপ্লুত হলাম সেই ভালবাসায়

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০০



সদ্য জন্ম নেওয়া ছোট মেয়ে ফাইরোজ



গত ১৭ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০টা ২০ মিনিটে আমার দ্বিতীয় সন্তান ফারহানা রশীদ ফাইরোজ এর জন্ম হয়েছে। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ শোকরিয়া যে তিনি আমাকে একটি সুস্হ সবল সন্তান দান করেছেন।



আমি সব সময় সর্বদাই প্রার্থনা করেছি যে আল্লাহপাক যেন আমাকে একটি সুস্হ সবল সন্তান দান করেন যা ছেলে বা মেয়ে যাই হোক। কখনও ছেলে বা মেয়ের জন্য বিশেষ দোয়া করিনি। প্রযুক্তির কল্যানে আগাম জানার সুযোগ থাকা সত্বেও কখনও আগাম জানার চেষ্টা বা ইচ্ছা পোষনও করিনি। আমার স্ত্রী ও আত্মীয় স্বজন অনেকেই ছেলে না মেয়ে? আগাম জানতে চেয়েছে যা আমি কখনও তাদের সাথে একমত হইনি, কাউকে তা জানতে দেইনি। আমার কাছে ছেলে বা মেয়ের চেয়ে একটি সুস্হ সবল সন্তানের কদর, মুল্য অনেক বেশী। তাই সব সময় সেই প্রার্থনাই বারংবার করেছি। সন্তানের জেন্ডার অগ্রিম জেনে তৎক্ষনাত একজন মানুষের, একজন মা, একজন বাবার কিইবা করার থাকে বা আছে। বরংচ অগ্রিম জানার ফলে অনেক সময় মন মত আকাঙ্খা পুরণ না হলে ইচ্ছা অনিচ্ছাকৃত অবহেলা আর ভুলগুলোই হয়ত সন্তান প্রাপ্তির আনন্দটুকু খানিক ফিকে করে দেয় বা দিতে পারে এবং মন মত না হলে কোন কোন স্তরে সন্তানের অযাচিত একটা ক্ষতিরও সম্ভবনা থেকে যায়। তারচেয়ে অগ্রিম না জেনে, না শুনে তৎক্ষনিক একটি সুস্হ সন্তানের সুসংবাদ নিজেকে আপ্লুত করে, আনন্দিত করে অনেক অনেক বেশী। আমার কাছে অন্তত সেরকমটাই মনে হয়েছে। সন্তান তো সন্তানই সে ছেলে হোক আর মেয়েই হোক।



আমার বড় মেয়ে ফারিয়ার জন্মের আগেও আল্লাহ তায়ালার কাছে সেই একই প্রার্থনা ছিল। মহান রাব্বুল আল আমীন আমাকে দুটি সুস্হ সবল সন্তান দান করেছেন, তার জন্যে আবারও তাঁর কাছে শোকরিয়া আদায় করছি।





ফারিয়া এবং ফাইরোজ



আমি যেন আমার সন্তানদের সঠিকভাকে, সম ভালবাসায়, আদর সোহাগে বড় করে তুলতে পারি, সন্তানকে সন্তান হিসাবেই লালন পালন করে সত্যিকারের মানুষ হিসাবে সমাজে পরিচিত করে তুলতে পারি আর তাদের ভালবাসায় যেন নিজে আপ্লুত হতে পারি সারাজীবন সেই প্রার্থনাই সবার কাছে আমার কাম্য। আমার জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করবেন।

মন্তব্য ৫৪ টি রেটিং +২০/-১

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৫

জ্বীন বলেছেন: অভিনন্দন

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০১

মুখ ও মুখোশ বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৬

ফিরোজ-২ বলেছেন: বাবুর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল......।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০২

মুখ ও মুখোশ বলেছেন: দোয়া ও শুভ কামনার জন্যে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৭

কলম.বিডি বলেছেন: আপনার সন্তান যেন থাকে দুধে ভাতে, শুভ কামনা

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৬

মুখ ও মুখোশ বলেছেন: দোয়া ও শুভ কামনার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

তবে ভাইরে সেই দুধও নাই আর ভাতও নাই, যা ও আছে খালি ভেজাল আর ভেজাল। :(( :(( :((

ভাল থাকবেন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৯

সুপ্ত সবুজ বলেছেন: আপনার সন্তানের জন্য দোয়া রইল- আল্লাহ যেন ফাইরোজকে উত্তর হেদায়াত সহকারে বড় করে তোলে এবং বাবা-মায়ের জন্য গর্বের ধন হয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৯

মুখ ও মুখোশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্ত সবুজ আপনাকে, এরকম একটি সুন্দর দোয়া করার জন্যে।

আপনাকেও আল্লাহ সেরকমটাই রাখুক।

ভাল থাকবেন সব সময়।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১২

রেজোওয়ানা বলেছেন: কনগ্রেটস....

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২০

মুখ ও মুখোশ বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকবেন।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৫

দুরন্ত ইসলাম বলেছেন:
অভিনন্দন! যদিও আপনার নাম জানি না।
আপনার সোনামণির জন্য দোয়া।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৫

মুখ ও মুখোশ বলেছেন: ধন্যবাদ আপনার অভিনন্দন আর দোয়ার জন্যে।


নাম জানেন না কি করে!!!! এখানে তো আমরা সবাই ভার্চুয়াল নামেই পরিচিত তবে একদিন হয়ত এর বাহিরেও সবার আরেকটু বেশী পরিচিত হব ইনশাল্লাহ।

ভাল থাকবেন নিরন্তর।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার সোনামণিকে দোয়া।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৬

মুখ ও মুখোশ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৯

ফাহিম আহমদ বলেছেন: অভিনন্দন

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৭

মুখ ও মুখোশ বলেছেন: ধন্যবাদ।


ভাল থাকবেন।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২২

সাইমুম বলেছেন: সোনামণির জন্য অফুরন্ত শুভকামনা। যিনি ১০ মাস অসহ্য কষ্ট করে গর্ভ ধারণ করলেন, তাকেও ধন্যবাদ জানাতে কৃপণতা কেনরে ভাই?

++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫৩

মুখ ও মুখোশ বলেছেন: গর্ভধারণীকে ছোট খাট ধন্যবাদ দিয়ে খাট করতে চাইনি বলেই তা আর করিনি।

তবে প্রসবকালীন আগে ও পরে অফিস থেকে ছুটি নিয়ে পুরো দশ দিন সার্বক্ষনিক তার পাশে থেকে তার কষ্ট উপলব্দি করেছি আর যতটুকু সম্ভব সহমর্মিতা প্রকাশ করেছি, কিঞ্চিত লাগব করার চেষ্টা করেছি যা ১০ মাসের অসহ্য কষ্ট এর তুলনা কিছুই না।

যা হোক তার কষ্টের ফসল, অমুল্য উপহার এর জন্য তার নিকট চির কৃতজ্ঞ।


আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৩

জসিম বলেছেন: অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৮

মুখ ও মুখোশ বলেছেন: শুভকামনা আর অভিনন্দনের জন্যে ধন্যবাদ আপনাকে।


ভাল থাকবেন জসিম।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৪

সুমন ঘোষ বলেছেন: অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন আপনাদের দুজন কে।
দোয়া করি আপনার কন্যা সুস্থ থাকুন ও দীর্ঘজীবি হোক, পিতা-মাতার ও বংশের নাম উজ্জ্বল করুক। সুস্থ থাকুন আপনার স্ত্রী ।

তৃতীয় অথিতি আগমনের সংবাদের অপেক্ষায় রহিলাম । আগাম শুভেচ্ছা । ঃ-)

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩১

মুখ ও মুখোশ বলেছেন: শুভকামনা আর অভিনন্দনের জন্যে ধন্যবাদ আপনাকে।

তবে আর নারে ভাই!

ছেলে হোক মেয়ে হোক
দুটি সন্তানই যথেষ্ট
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬

প্রভাষক বলেছেন: ভাই... আপনাদের সবার জন্য শুভেচ্ছা... এবং... বাবুর জন্য শুভকামনা রইলো...

বাই দ্যা ওয়ে... সন্তান-তো সন্তান-ই... মানুষ কেন যে এমন করে... বুঝি-না!!!... আমার একটি-ই সন্তান... মেয়ে... কোনো হীন-মন্যতায় ভূগি-না... কেন ভূগবো???... আমি কি একটি মেয়ে-এর গর্ভে জন্ম নেই-নি???...

ধন্যবাদ...

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৯

মুখ ও মুখোশ বলেছেন: আপনার সাথে সম্পুর্ন একমত।

সত্যিইতো সন্তানের আবার জেন্ডার কিসের! আর আমি দেখেছি, বর্তমান জমানায় মেয়েরাই অধিকাংশ ক্ষেত্রে মা বাবার সহায়।

ফরিয়া, ফাইরোজ আমার মেয়ে নয়, আমার দুটি সন্তান
আর তাদের জন্যে আমি গর্বিত।


ধন্যবাদ আপনাকে প্রফেসর (প্রভাষক) সুন্দর কথাগুলো বলার জন্যে।

ভাল থাকবেন নিরন্তর।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৭

নীরব দর্শক বলেছেন: আপনা দুই সন্তানের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা....

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪২

মুখ ও মুখোশ বলেছেন:


শুভকামনার জন্যে ধন্যবাদ আপনাকে।

ভাল থাকবেন।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৭

পথিক মানিক বলেছেন: ও লে আমার সোনা রে.....বাবুটা কে অনেক অনেক আদর.......শুভকামনা রইল .....অভিনন্দন পিতামাতাকে ও।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৫

মুখ ও মুখোশ বলেছেন: সত্যিই আপনাদের অভিনন্দন আর শুভকামনায় খুবই আপ্লুত হচ্ছি।


আপনার অভিনন্দনের জন্যে ধন্যবাদ আপনাকে।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮

রিমঝিম বর্ষা বলেছেন: অভিন্দন আপনাকে। অনেক অকেন দোয়া আর আদর দুটিকেই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৭

মুখ ও মুখোশ বলেছেন: আপনাদের দোয়া আর ভালবাসায় ওরা যেন সত্যিকারের মানুষ হয়ে উঠে। অভিনন্দনের জন্যে ধন্যবাদ আপনাকে।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৯

মিলটন বলেছেন: শুকরিয়া। সন্তান আর বাবা-মা'র জন্য রইল শুভেচ্ছা। সবাই ভালো থাকুক।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫৯

মুখ ও মুখোশ বলেছেন: আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আর শুভকামনায় সবাই মিলে ভালই আছি। সেই সাথে আপনিও সবাই সহ ভাল থাকুন।


ধন্যবাদ আপনাকে।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪০

সুরঞ্জনা বলেছেন: !:#P !:#P !:#P

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০১

মুখ ও মুখোশ বলেছেন: :(( :(( :((

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫২

চিটির বাক্স বলেছেন: শুকরিয়া তাঁর যিনি আপানাদের সন্তান দিয়েছেন ।
শুভ কামনা রইল সন্তানের জন্য, আর বাবা-মা'র জন্য রইল শুভেচ্ছা।

ভাল থাকুন আর সন্তানকে একজন ভাল মানুষ হিসাবে গড়ে তুলুন যেন ভাবিষ্যতে এই সন্তান নিয়ে আপনি এবং পুরো জাতি মাথা উচু করে করতে পারে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৯

মুখ ও মুখোশ বলেছেন: অবশ্যই সমস্ত শুকরিয়া শুধুমাত্র সুষ্টিকর্তার নিকট।

আর সেটাই যেন হয়, দুটো সন্তানকেই যেন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারি।


আপনার জন্য রইল অনেক শুভ কামনা। ভাল থাকবেন।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০১

ওরাকল বলেছেন: শুভকামনা ও দোয়া রইল আপনার নবজাতক সন্তানের জন্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪০

মুখ ও মুখোশ বলেছেন: শুভকামনা আর দোয়ার জন্যে ধন্যবাদ আপনাকে।


সেই সাথে আপনার জন্য রইল শুভ কামনা।

ভাল থাকবেন।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০২

শ।মসীর বলেছেন: শুভকামনা আর অনেক দোয়া রইল.........

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪১

মুখ ও মুখোশ বলেছেন: শুভকামনা আর অভিনন্দনের জন্যে ধন্যবাদ শামসীর ভাই।

অবশ্যই ভাল থাকবেন।

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১০

মোঃ আরিফ উদ্দিন বলেছেন: মেয়ের জন্য অনেক অনেক ভালবাসা আর আপনাদের জন্য অভিনন্দন। মেয়েকে মেয়ে না ভেবে একজন মানুষ ভেবে তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এই কামনাতে,

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৬

মুখ ও মুখোশ বলেছেন: অভিনন্দনের জন্যে ধন্যবাদ আপনাকে।


সেই দোয়াই করবেন সন্তানকে যেন সন্তান হিসাবেই মানুষ করতে পারি

ফরিয়া, ফাইরোজ আমার মেয়ে নয়, আমার দুটি সন্তান
ভালবাসি তাদের আর তাদের জন্যে আমি গর্বিত।

ভাল থাকবেন।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৩

মৃগয়া বলেছেন: অনেক অনেক অভিনন্দন... ভালোবাসা পিচ্চির জন্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৮

মুখ ও মুখোশ বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকবেন।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক দোয়া রইলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০১

মুখ ও মুখোশ বলেছেন: আপনাদের দোয়ায় ওরা যেন ভাল থাকে, সুখে থাকে।

ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনিও ভাল থাকবেন, সুখে থাকবেন।

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫৯

অচিন পথের পথিক বলেছেন: আপনার সন্তানের জন্য সুভ কামনা ও দোয়া রইল।

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৪

নতুন বলেছেন: ফারিয়া ... ফাইরোজ যেন থাকে দুধে ভাতে, শুভ কামনা

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৮

সপ্নীল বলেছেন: নিরন্তর শুভ কামনা বাবুনির জন্য। খুব সুন্দর নাম, নামটার অর্থটা কি বলা যাবে?

সুস্থ, সুন্দর,সত্য ও ন্যয়ের পথে জগৎবিখ্যাত হয়ে গড়ে উঠুক আপনার সন্তান,এ দোয়া রইল।

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৩

আকাশের তারাগুলি বলেছেন: শুভ কামনা।

কান্নার এ আওয়াজ ভালো লাগে, মন ভরে দেয়।
হাসি খুশি রব পড়ে গেছে সারা ঘরে,গাছে, ফুলে, পাখিতে।

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০১

এস এইচ খান বলেছেন:

আপনার মামনির জন্য দোয়া থাকল। আপনি কতটা ভাগ্যবান তা এখন যতটা বুঝছেন এর চেয়ে ভাল বুঝবেন অনাগত দিন গুলোতে। আমি এক দুর্ভাগা, যার কন্যা সন্তান নেই :(

আপনার কলিজার টুকরো দুটো মানুষের মত মানুষ হোক, এ কামনা করছি।

২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অভিনন্দন।

বাবুর জন্য দোয়া আর ভালোবাসা রইলো।

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৯

জুল ভার্ন বলেছেন:
শুকরিয়া।

মা মণির জন্য অফুরন্ত শুভাশীষ।

শুভ কামনা নবজাতক মা-বাবা তিন জনের জন্যই।

ফি-আমানিল্লাহ।

৩১| ০১ লা এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৭

শায়েরী বলেছেন: শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.