![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কর বঞ্চনা মোরে
তোমারে ডাকিব আমি,
অমৃত সুরে।
যদি কর অবজ্ঞা আমায়
তোমারে রাখিব আমি,
ফুলের ডাঙ্গায়।
যদি কর আমায় অভিশাপ
তোমার তরে পূজো দিব,
মুছতে সকল পাপ।
প্রিয়ে একটু ভালবাসা দিও
আমার সকল সুখের ছায়া,
তোমার চরনে নিও।
(১০-০৪-২০১৬)
©somewhere in net ltd.