নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

বাঙালি সমাজে সার্বজনীন দুর্গাপূজা

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৭

বাঙালি সমাজে দুর্গাপূজা সার্বজনীন হয়ে উঠে ষোলশ এক সালে। ভারতের নদিয়ায় প্রথম দুর্গাপূজার সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ। পরে কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পূজা আরও বড় হয়ে ওঠে।এরও আগে পনেরশো সালের দিকে পারিবারিকভাবে আচার হিসেবে মালদহ দিনাজপুরের মহারাজ দেবীর স্বপ্নাদেশে এবং এরই মাঝে তাহেরপুরের রাজা কংসনারায়ণ এই পূজা চালু করেন। দুর্গা এবং অকালবোধন উপলব্ধ প্রত্নতাত্ত্বিক এবং পাঠ্য প্রমাণ অনুসারে দুর্গা হিন্দুধর্মের একটি প্রাচীন দেবী । দুর্গা পূজার সাথে যুক্ত একটি মূল পাঠ হল দেবী মাহাত্ম্য , যা উৎসবের সময় পাঠ করা হয়। দুর্গাপূজার সময় প্রধান দেবী হলেন দুর্গা , তবে উদযাপনের মধ্যে হিন্দুধর্মের অন্যান্য প্রধান দেবতা যেমন লক্ষ্মী (ধন ও সমৃদ্ধির দেবী), সরস্বতী (জ্ঞান ও সঙ্গীতের দেবী), গণেশ (শুভ শুরুর দেবতা) অন্তর্ভুক্ত রয়েছে। এবং কার্তিকেয় (যুদ্ধের দেবতা)। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হিন্দু দেবীপার্বতীর দুর্গা রূপের পূজারম্ভের প্রাক্কালে এই অনুষ্ঠান আয়োজিত হয়। হিন্দু বিশ্বাস অনুসারে, শরৎকাল দেবলোকের রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত। তাই এই সময় দেবপূজা করতে হলে, আগে দেবতার বোধন (জাগরণ) করতে হয়। একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছে যে, রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ববৃক্ষতলে বোধনপূর্বক দুর্গাপূজা করেছিলেন।রাবণ বসন্ত কালে চৈত্র মাসে দেবী পার্বতী কে পুজো করে সন্তুষ্ট করলে দেবী তাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন কিন্তু যদি সে দেবীর পূজা মন্ত্রে শ্রী শ্রী চন্ডিতে কোনো রূপ ত্রুটি করে তবে দেবী তাকে ত্যাগ করবেন। এই কারণে রামের সকল অস্ত্র রাবণের উপর বিফল হয়ে যায়। তখন ব্রহ্মা রামচন্দ্র কে দেবী পার্বতীর পূজো করতে বলেন। কারণ দেবী এই সময় মর্ত্যে তাঁর মাতা পিতা র গৃহে আসেন। রাম দেবী পার্বতীর পূজা করলে দেবী কর্তৃক তাঁর উদ্দেশ্যে আনা একটি পদ্ম তিনি হরণ করেন। তখন রামচন্দ্র নিজ চক্ষু দেবী কে দান করতে চাইলে দেবী পার্বতী তাঁকে বিরত করেন ও বর দেন। তার পর হনুমান দশমী তিথিতে রাবণ কল্যাণে শ্রী চন্ডী পাঠরত বৃহস্পতিকে অজ্ঞান করে শ্রী চন্ডী অশুদ্ধ করলে রাবণকে ত্যাগ করেন দেবী। রাবণ দেখে দেবী তাকে ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছেন রাবণের শত মিনতি সত্ত্বেও দেবী পার্বতী আর ফিরে তাকালেন না। তারপর রামচন্দ্র রাবণ বধ করেন।বর্তমান যুগে দেবীর অকাল বোধন রূপটিরও পূজা করা হয়ে থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.