নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

রিল সুপারস্টার

২৬ শে জুন, ২০২৫ সকাল ১০:৪১

রিলস সুপারস্টার লোগো ব্র্যান্ড নিজের ওয়ালে দেখে অভিভূত আনন্দিত হয়েছিলাম। পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক গণযোগাযোগ মাধ্যম ফেসবুক লেখক বা রাইটার প্রোফাইলে তারকার মাঝে মুকুট লোগোতে রিলস সুপারস্টার জুড়ে দেয়া হয়েছে। ঘুম ভেঙে প্রোফাইলে এই সংযোজন আগ্রহের মাত্রা বাড়িয়ে দেয়। ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া পৃথিবীতে এত মহাদেশ এত দেশ থাকতে বাংলাদেশ ! গভীরভাবে ভাবতে গিয়ে মনে পড়ে গেল ইতিহাস। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছেন। রাজা মহারাজা বাদশাহ নবাব ব্রিটিশ পূর্ব পাকিস্তান আমলে আমরা পরাধীন ছিলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন যেমনি তেমনি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশটি নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখাতেন। তিনিই ছিলেন পৃথিবীর সুপারস্টার বাঙালি জাতির মহানায়ক কাল মহাকালের ধারক বাহক। বিশ্ববাসীর মনের কোণে বঙ্গবন্ধু আজো সেই বীরত্ব গাঁথা ইতিহাস। বঙ্গবন্ধুর দেখানো স্বপ্নগুলো আমরা হারিয়ে ফেললাম স্বপরিবারে হত্যা করে। বাংলাদেশ কঠিন অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়লো। পৃথিবীর আকাশ থেকে এক মহাতারকা খসে গিয়ে প্লাজমার মত আলোকিত গোলকগুলি অর্থাৎ বঙ্গবন্ধু সমর্থক গোষ্ঠী যারা হাইড্রোজেন ও হিলিয়ামের মত হয়ে শক্তি সঞ্চার করেছিল তারাও এক অন্ধকারের গুহায় নমজ্জিত হয়ে পড়লো। নিউক্লিয়াস হিলিয়াম ফিউশন শক্তির মত বঙ্গবন্ধুহীন বাংলাদেশ অখ্যাত তারকারা নিয়ন্ত্রণ নিয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। পাকিস্তানী হায়েনা ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনীর সমর্থকরা আবারও প্রতিষ্ঠিত হতে থাকলো। আমরা প্রজন্ম বিকৃত ইতিহাস শিখতে শুরু করলাম। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হয়ে রইলাম। উল্টো বঙ্গবন্ধুর নামে অপপ্রচার করে নিজেরাই নিজেদের পতনের দিকে এনালগ যুগের দিকে নিয়ে গেলাম। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশ নতুন রূপে সাজিয়ে তোলার কাজে হাত দিলেন তারই কন্যা সন্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনার হাত ধরেই আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল সময়ের কালে ডিজিটাল দেশের নাগরিক হওয়া কম ভাগ্যের বিষয় নয়। নিজেকে অতি সাধারণ নাগরিক ভাবি। আমার মত সাধারণ একজন নাগরিক পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামাজিক মাধ্যম ফেসবুক ইউজার হিসেবে রিল সুপারস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনের কাছে সাগর জলের এক কনিকা মাত্র। ভাবি আমার মত স্ব স্ব ক্ষেত্রে বাঙালি বাংলাদেশী আমরা সকলেই সুপারস্টার। সেলিব্রিটি হিসেবে সঙ্গীতজ্ঞ , অভিনেতা, ক্রীড়াবিদরা কালে কালে যুগে সুপারস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন পাননি যারা পৃথিবীকে সাজিয়েছেন যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যার উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক অঙ্গনেও সুপারস্টার উপাধি প্রাপ্তিতে আজো যারা ভাবিনা তাদের ভাবতে হবে এবং সুপারস্টার হিসেবে বিবেচিত করার দায়িত্বের অংশ হিসেবে জাতিসংঘ মূল্যায়ন করুক এমন চাওয়াও যেন অমূলক না নয়। আমাদের অর্থাৎ বাংলাদেশ নাগরিক হিসেবে সবই আছে যা আগে ছিলনা। মানুষ হিসেবে মৌলিক সুবিধা পাচ্ছেন না এমন মানুষ কমই আছে। পারিবারিক কলহ এবং বৃদ্ধ বাবা মায়ের প্রতি নির্দয় সন্তানদের অবহেলায় বঞ্চিত অবহেলিত মায়ের দায়িত্বও যেদেশের প্রধানমন্ত্রী নেন সেই দেশের মানুষ আরো আশা আরো প্রত্যাশা করবে এটাও অস্বাভাবিক নয়। আমাদের দেশের ভৌত অবকাঠামোর যথেষ্ট উন্নয়ন হয়েছে শুধু মনটা পরিবর্তন করে সুপারস্টারের মন নিয়ে এগিয়ে গেলেই আমরা সুখি রাস্ট্রের সুখি নাগরিক । বাংলাদেশকে বিশ্বদরবারে বাঙালি বাংলাদেশী হিসেবে শ্রেষ্ঠ জাতি সু নাগরিক হিসেবে গড়ে তোলার সকল উপাদান আমাদের আছে। সেই উপাদান যথাযথ যথার্থভাবে জ্ঞান দিয়ে উপলব্ধি করে প্রয়োগ করাই হোক আগামী সময়ের পথচলা। facebook reels superstar

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.